fbpx

G.K. সাধারণ বিজ্ঞান বিষয়ের “জীব বিজ্ঞান”

বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ের “জীব বিজ্ঞান” (পূর্ণমান ০৫ নম্বর) অংশ থেকে ১৫০টি প্রশ্নোত্তর

উদ্ভিদ বিজ্ঞান

১) উদ্ভিদ বিজ্ঞানের জনক – থিওফ্রাস্টাস।
২) উদ্ভিদের শ্রেণীবিন্যাসের জনক – ক্যারোলাস লিনিয়াস।
৩) শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক – প্রজাতি।
৪) সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ঠ বিহীন কোষকে বলে – আদিকোষ ।
৫) সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ঠ কোষকে বলে – প্রকৃত কোষ।
৬) জিব ও জড়ের সংযোগ রক্ষাকারী হিসাবে পরিচিত – ভাইরাস।
৭) কোষ আবিস্কার করেন – রবার্ট হুক।
৮) কোষে শক্তির আধার – মাইটোকন্ড্রিয়া ।
৯) কোষের বহিস্থ জড় প্রাচীরকে বলে – কোষ প্রাচীর।
১০) গাছের প্রাণ আছে প্রমাণ করেন – স্যার জগদীশ চন্দ্র বসু।
১১) ছত্রাকের ক্লোরোফিল নেই।
১২) গাছের রং সবুজ হয় – ক্লোরোফিলের জন্য।
১৩) মিউকর, এগারিকাস, ব্যাঙের ছাতা, পেনিসিলিন হলো – ছত্রাক।
১৪) পেনিসিলিন একটি এন্টিবায়োটিক, যা তৈরী হয় – পেনিসিলিয়াম থেকে।
১৫) শৈবাল স্বভোজী, এদের কোষে নিউক্লিয়াস থাকে।
১৬) ব্যাকটেরিয়া আবিস্কার করেন – লিউয়েন হুক।
১৭) নরম কান্ড জাতীয় উদ্ভিককে বলে – বিরুৎ (যেমনঃ ধান, গম, সরিষা )।
১৮) ফার্ণ হলো মূল, কান্ড ও পাতায় বিভক্ত অপুস্পক উদ্ভিদ।
১৯) ফনিমনসা ফার্ণ জাতীয় উদ্ভিদ।
২০) ধানের পরাগায়ন ঘটে – বাতাসের সাহায্যে।
২১) কচু শাকে পাওয়া যায় – লৌহ।
২২) জলজ উদ্ভিদের কান্ড বাতাসে ভাসার কারন – কান্ডে বায়ু কুঠুরি থাকে।
২৩) এগারিকাস এর প্রচলিত নাম – মাশরুম।
২৪) বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
২৫) একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র থাকে – একটি ( যেমনঃ ধান, গম, নারিকেল, সুপারি, খেজুর, ভূট্টা ইত্যাদি)।
২৬) দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র থাকে – দুইটি ( যেমনঃ ছোলা, সীম, মটর, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি)।
২৭) উদ্ভিদের মূল অংশ – পাঁচটি ( মূল, কান্ড, পাতা, ফুল ও ফল)।
২৮) ফুলের মূল অংশ ৫ টি আর ফলের মূল অংশ ৩ টি।
২৯) সম্পুর্ণ ফুলের ৫ টি অংশই থাকে (যেমনঃ জবা, ধুতরা ইত্যাদি)।
৩০) অসম্পুর্ণ ফুলের ৫ টি অংশ থাকে না (যেমনঃ ঝিঙগা, লাউ, কুমড়া ইত্যাদি)।
৩১) সর্বাপেক্ষা বৃহত মুকুল – বাঁধা কপি।
৩২) সবুজ উদ্ভিদের খাদ্য তৈরী হয় – পাতায়।
৩৩) উদ্ভিদের কোষের উপাদান যা রং প্রস্তুত করে – প্লাস্টিড।
৩৪) সবুজ প্লাস্টিড – ক্লোরোপ্লাস্ট ও বর্ণহীন প্লাস্টিড – লিউকোপ্লাস্ট।
৩৫) উদ্ভিদের বিভিন্ন রং বিভিন্ন হওয়ার কারন – ক্রোমোপ্লাস্ট।
৩৬) কোন ফল সবুজ থেকে রঙিন হয় – ক্লোরোপ্লাস্ট উৎপাদন বন্ধ ও জ্যান্থফিলের প্রভাব পড়লে।
৩৭) দিনের আলো উদ্ভিদের ফুল ধারনের উপর প্রভাব বিস্তার করে যাকে বলে – ফটোপিরিওডিজম।
৩৮) ছোট দিন ও বড় রাতের উদ্ভিদ – সয়াবিন, আলু, আখ, শিম, তামাক, পাট ইত্যাদি।
৩৯) বড় দিন ও ছোট রাতের উদ্ভিদ – ঝিঙগা, যব, পালং শাক ইত্যাদি।
৪০) দেহ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন – ভিটামিনের ।
৪১) প্রজননে সাহায্য করে – ভিটামিন ‘ই’ ।
৪২) পেনিসিলিন একটি – এন্টিবায়োটিক
৪৩) গাছের পাতা ঝরে যায় – প্রস্বেদন কমানোর জন্য।
৪৪) হার ও দাত তৈরীতে প্রয়োজন – ভিটামিন ‘ডি’।
৪৫) সবুজ তরকারীতে বেশি থাকে – খনিজ পদার্থ ও ভিটামিন।
৪৬) রাতকানা রোগ হয় – ভিটামিন ‘এ’ এর অভাবে।
৪৭) কোষের অস্বাভাবিক বৃদ্ধি হলো – ক্যান্সার।
৪৮) জীব কোষের ধারক ও বাহক – জীন।
৪৯) মূল, কান্ড, পাতা নেই কিন্তু ক্লোরোরফিল আছে – ছত্রাকে।
৫০) পানিতে দ্রবনীয় ভিটামিন – ভিটামিন ‘সি’।
৫১) দুধ ও ডিমে পাওয়া যায় – ভিটামিন ‘ডি’।
৫২) চর্বিতে দ্রবনীয় ভিটামিন – ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ ও কে।
৫৩) কচু খেলে গলা চুলকায় যে কারনে – ক্যালসিয়াম অক্সালেট থাকে।
৫৪) উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ শোষণ করে – মূলরোম দ্বারা।
৫৫) গলগন্ড রোগ হয়- আয়োডিনের অভাবে।
৫৬) শিম জাতীয় উদ্ভিদ বাতাস থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে সংগ্রহ করে – নাইট্রোজেন ।
৫৭) গাছের বয়স নির্ণয় করা হয় – কান্ডের বলয় দেখে ।
৫৮) উন্নত জাতের গম – আকবর, বরকত, আনন্দ, সোনালিকা, সিংগাপুরী ।
৫৯) উন্নত জাতের পেয়ারা – কাজি, স্বরূপকাঠি, কাঞ্চননগর ।
৬০) উন্নত জাতের টমেটো – মানিক, রতন, বাহার ।
৬১) উন্নত জাতের কলা – অমৃত সাগর, মেহের সাগর, সবরী, বলাকা ।
৬২) উন্নত জাতের তরমুজ – পদ্মা ।
৬৩) উন্নত জাতের পেপে – শাহিন ।
৬৪) গ্রীন হাউস সৃষ্ঠিকারী গ্যাস – কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রাস অক্সাইড
৬৫) ভিটামিন ডি এর প্রধান উৎস – মাছের যকৃতের তেল ।
৬৬) আয়োডিনের প্রধান উৎস – সামুদ্রিক মাছ, পেঁয়াজ, রসুন ।
৬৭) জীব দেহের গঠন ও কাজের একক – কোষ ।
৬৮) হ্যাপ্লয়েড কোষ বলা হয় – জনন কোষকে ।
৬৯) অবস্থান ও কাজ অনুযায়ী জীব কোষকে প্রধানত ২ প্রকার – (১) দেহ কোষ ও (২) জনন কোষ ।
৭০) একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত – (১) কোষ প্রাচীর ও (২) প্রোটোপ্লাজম ।
৭১) প্লাস্টিড বা বর্ণাধার তিন প্রকার – (১) ক্লোরোপ্লাস্ট, (২) ক্রোমোপ্লাস্ট ও (৩) লিউকোপ্লাস্ট ।
৭২) কন্যা সন্তান জন্ম হওয়ার পেছনে জেনেটিক্যাল ভূমিকা নেই – মায়ের ।
৭৩) ভাইরাস অর্থ – বিষ ।
৭৪) মানুষের দেহ কোষে অটোজোম থাকে ২২ জোড়া ও সেক্সক্রোমোজোম থাকে ১ জোড়া
৭৫) ডাইবেটিসের জন্য উপকারী শৈবাল – স্পিরুলিনা ।
৭৬) ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলতে থাকে – ব্যাপন ।
৭৭) শতকরা ৮০-৯০ ভাগ প্রস্বেদন ঘটে – পত্ররন্ধের মাধ্যমে ।
৭৮) শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা – পাতা ।
৭৯) সালোকসংশ্লেষণের দুটি পর্যায় – (১) আলোক পর্যায় ও (২) অন্ধকার পর্যায় ।
৮০) শ্বসন দুই প্রকার – (১) সবাত শ্বসন ও (২) অবাত শ্বসন ।

প্রাণী বিজ্ঞান

১) আদি প্রাণী –এ্যামিবা ।
২) মানুষের হাড়ের সংখ্যা – ২০৬ টি ।
৩) মানুষের ক্রোমোজোম সংখ্যা – ২৩ জোড়া বা ৪৬ টি ।
৪) মানবদেহে মোট কশেরুকা – ৩৩ টি ।
৫) মানবদেহে হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা – ৪ টি ।
৬) ভিটামিন এ এর অভাবে – রাতকানা রোগ হয় ।
৭) রক্ত সংবহন তন্ত্র আবিস্কার করেন – উইলিয়াম হার্ভে ।
৮) রক্তের গ্রুপ আবিস্কার করেন – ল্যান্ড স্টীনার ।
৯) রক্তের সার্বজনীন গ্রহীতা – ‘AB’ গ্রুপ ।
১০) রক্তের সার্বজনীন দাতা – ‘O’ গ্রুপ ।
১১) রক্তে হিমোগ্লোবিন কমে গেলে – রক্ত শুন্যতা সৃষ্টি হয় ।
১২) ডায়াবেটিস রোগ হয় – ইনসুলিনের অভাবে ।
১৩) হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলে – এনজিওপ্লাস্ট ।
১৪) মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে – কার্বন-ডাই-অক্সাইড ।
১৫) ডায়াবেটিস রোগির রক্তে বৃদ্ধি পায় – গ্লুকোজ ।
১৬) ক্লোনিং পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী প্রাণীর নাম – ডলি ।
১৭) পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় – রেনিন ।
১৮) ঝিনুকের প্রদাহের ফল – মুক্তা ।
১৯) মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত বাঁধাকে বলে – স্ট্রোক ।
২০) নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় – ধমণীর মধ্য দিয়ে ।
২১) সর্বাধিক স্নেহজাতীয় খাদ্য পাওয়া যায় – দুধে।
২২) ব্যকটেরিয় কর্তৃক সৃষ্ট রোগ – কলেরা, টায়ফয়েড, যক্ষা ।
২৩) এইডস একটি – ভাইরাস ঘটিত রোগ ।
২৪) বাংলাদেশের একজন পূর্ন বয়স্ক ব্যক্তির প্রতিদিনের শক্তি প্রয়োজন – ২৫০০ ক্যালোরি
২৫) শব্দ দুষনের ফলে সৃষ্টি হয় – উচ্চ রক্তচাপ ।
২৬) ব্যাকটেরিয়া কোষ বিভাজন ঘটায় – মাইটোসিস প্রক্রিয়ায় ।
২৭) মানুষের মস্তিস্কের ওজন – ১.৫০ কেজি ।
২৮) মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন – ৪-৫ লিটার ।
২৯) হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণকে যথাক্রমে বলে – সিস্টোল ও ডায়াস্টোল ।
৩০) প্রজননে সাহায্য করে – ভিটামিন ‘ই’ ।
৩১) DNA এর মূল মজ্জাকে সুবিন্যাস্ত করাকে বলে – জিন থেরাপি ।
৩২) DNA এর অর্থ ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড ।
৩৩) জিনতত্ত্বের জনক – ভাইজম্যান ।
৩৪) হিমোফিলিয়া একটি – বংশগত রোগ ।
৩৫) হারের মধ্যে পানি থাকে – ৪০-৪৫ % ।
৩৬) অন্ত্র দুই প্রকার – ১) ক্ষুদ্রান্ত ও ২) বৃহদান্ত ।
৩৭) জীবিত কোষের মধ্যে তৈরী হয় – এনজাইম ।
৩৮) এনজাইম কাজ করে মূলত – অনুঘটক হিসাবে ।
৩৯) রক্ত এক প্রকার – যোজক কলা ।
৪০) রক্ত দুই প্রকার উপাদান দিয়ে গঠিত – ১) রক্ত রস ও ২) রক্ত কনিকা ।
৪১) পূর্ণ বয়স্ক মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে – ৭২ বার ।
৪২) রেচন অঙ্গগুলি হলো – ত্বক, ফুসফুস, যকৃত ও বৃক্ক ।
৪৩) প্রধান রেচন অঙ্গ – বৃক্ক (প্রায় ৭৫% নিষ্কাষন করে)।
৪৪) বৃক্ক দেখতে অনেকটা – সীমের বীজের মতো ।
৪৫) পিটুইটারি গ্রন্থকে বলে – রাজ গ্রন্থি ।
৪৬) পুংজনন গ্রন্থিতে পাওয়া যায় – টেস্টোসটেরন ।
৪৭) স্ত্রীজনন গ্রন্থিতে পাওয়া যায় – ইস্ট্রোজেন ।
৪৮) ত্বক তিনটি স্তর দিয়ে গঠিত – ১)বহি:ত্বক, ২) ডার্মিস ও ৩) হাইপোডার্মিস ।
৪৯) কঙ্কালতন্ত্রের রোগ – রিকেটস, গেঁটে বাত ।
৫০) পরিপাক তন্ত্রের রোগ – আমাশয়, গ্যাস্টাইটিস ।
৫১) রক্ত সংবহন তন্ত্রের রোগ – রক্তচাপ, হার্ট এ্যাটাক, স্ট্রোক, বাতজ্বর, রক্ত শুন্যতা ।
৫২) শ্বসন তন্ত্রের রোগ – নিউমোনিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস ।
৫৩) দীর্ঘজীবী প্রাণী – নীল তিমি (প্রায় ৫০০ বছর) ।
৫৪) সবচেয়ে বড় স্থলচর প্রাণী – আফ্রিকার হাতি ।
৫৫) সবচেয়ে বড় জলচর প্রাণী – নীল তিমি ।
৫৬) সবচেয়ে বড় সরীসৃপ – কুমির ।
৫৭) সবচেয়ে দ্রুততম পশু – চিতাবাঘ (ঘন্টায় ৪৫ মাইল) ।
৫৮) সবচেয়ে দ্রুততম পাখি – সুইফ্ট (ঘন্টায় ২০০ মাইল) ।
৫৯) আরশোলার হৃদপিন্ডের প্রকোষ্ট – ১৩ টি ।
৬০) মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ট – ৪ টি ।
৬১) হাঙ্গরের হৃদপিন্ডের প্রকোষ্ট – ৩ টি ।
৬২) তেলাপোকার রক্তের রং – বর্ণহীন ।
৬৩) মাছ পানিতে ভাসা নিয়ন্ত্রণ করে – দেহের ভেতরের বায়ু থলির বাতাস কমিয়ে বাড়িয়ে ।
৬৪) সবচেয়ে লম্বা ও ভারী সাপ – আনাকোন্ডা ।
৬৫) স্বাদু পানির সবচেয়ে ক্ষুদ্র মাছ – ডুয়ার্ফ পিগমী গোবী ।
৬৬) সাপ শুনতে পায় – ত্বকের সাহায্যে ।
৬৭) রাজ কাকড়ার অপর নাম – লিমুলাস ।
৬৮) সমুদ্রে তেল অপসারণের জন্য ব্যবহৃত হয় – সুপার বাগ বা মাইক্রোবিয়াল ইনক্যকট্যান্ট ।
৬৯) কুকুর পাগল হয়ে থাকে – জলাতংক রোগ হলে ।

Share now
error: Content is protected !!