Author: zrshaky7000@gmail.com

  • Spoken English – 100 sentence

    Spoken English শেখার জন্য দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত 100 ইংলিশ বাক্য

    স্পোকেন ইংলিশ শেখার জন্য দৈনন্দিন জীবনে কথোপকথনে অহরহ / বহুল ব্যবহৃত 100 টি গুরুত্বপূর্ণ স্মার্ট ইংলিশ বাক্য ও বাক্যাংশ (বাংলা অর্থ সহকারে )… এখানে দেওয়া খুব কমন ইংলিশ এক্সপ্রেশন সমূহ নিয়মিত Practice করলে আপনার Fluency অনেক বেড়ে যাবে Undoubtedly.
    1) A quick temper ➪ সহজে রাগ করার স্বভাব
    2) Absolutely ➪ একদম
    3) After that ➪ তারপর
    4) After words ➪ তারপর
    5) All right ➯ ঠিক আছে
    6) All seems yellow to the jaundiced eye. ➯ চক্ষু মন্দ তো জগৎ মন্দ।
    7) And so on ➯ এবং এরুপ আরো অনেক
    8) Anything important? ➪ গুরুত্বপূর্ণ কিছু?
    9) Anything serious? ➪ সাংঘাতিক কিছু কী?
    10) Are you coming? ➪ তুমি কি আসছ?
    11) Are you getting me? ➯ আমার কথা কি বুঝতে পারছো?
    12) Are you sure? ➪ আপনি কি নিশ্চিত
    13) As a matter of fact… ➯ বলতে গেলে…
    14) As I was saying ➪ যা বলছিলাম
    15) As long as ➪ যতদিন
    16) As you like it. ➯ আপনি যা বলবেন
    17) At the very sight of him my heart went pit-a-pat. ➯ তাকে দেখেই আমার বুক ধুকধুক করে উঠল
    18) Be calm / Be quite / Keep quite. ➯ একটু শান্ত হও
    19) Be careful ➪ সাবধান
    20) Be off now. ➯ এখন বিদায় হও।
    21) Be over there ➪ ওখানেই থাক
    22) Be sincere about your son. ➯ তোমার ছেলের ব্যপারে যত্নবান হও।
    23) Besides/ more over ➪ অধিকন্তু, তাছাড়াও
    24) Beware! ➯ সাবধান!
    25) Birds of a feather, flock together. ➯ চোরে-চোরে মাসতুতো ভাই।
    26) Bullshit! ➯ ছাইপাঁশ! / যত্তোসব!
    27) But one thing before that. ➯ কিন্তু তার আগে একটা কথা
    28) By the grace of allah ➯ আল্লাহর রহমতে
    29) By the way ➯ ও , ভালো কথা30) Can we sit over there? ➯ আমরা কি ওখানে বসতে পারি?
    31) Can you guess what I’m gonna tell you now? ➯ ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলবো?
    32) Can you help me? ➪ তুমি কি আমাকে সাহায্য করতে পার?
    33) Certainly not ➪ অবশ্যই না
    34) Come and see! ➪ আস এবং দেখ
    35) Come on ! ➯ একটু বুঝতে চেষ্টা কর !
    36) Come on ➪ কাউকে জোড়ালো অনুপ্রেরনা দেওয়ার জন্য
    37) Confine in me. ➯ আমাকে বিশ্বাস করো।
    38) Convey my words to him. ➯ আমার কথাটা তাকে বলো।
    39) Cool down. ➯ ঠাণ্ডা হও (বিশষ করে রাগের সময়)।
    40) Damn it ! ➯ জাহান্নামে যাক !
    41) Do not put me in shame. ➯ আমাকে লজ্জা দিও না।
    42) Do you have any business with me? ➯ আমার সাথে আপনার কি কোন কাজ আছে?
    43) Do you have change? ➯ তোমার কাছে কি খুচরা আছে?
    44) Do you know what this says? ➯ তুমি কি জান এটা কি বোঝায়?
    45) Do you know where there’s a store that sells towels? ➯ তুমি কি জান তোয়ালে বিক্রির দোকান কোথায়?
    46) Do you like it? ➪ তুমি কি এটা পছন্দ কর?
    47) Do you like your boss? ➯ তুমি তোমার বসকে পছন্দ কর?
    48) Do you need anything else? ➯ তোমার আর কিছু লাগবে?
    49) Do you play any sports? ➯ তুমি কি কোন খেলাধুলা কর?
    50) Do you want to come? ➪ আসতে চাও?
    51) Don’t forget. ➪ ভুলে যেওনা
    52) Don’t worry. ➪ দুশিন্তা করবে না
    53) Don’t be anywhere . ➯ কোথাও যাবেন না ।
    54) Don’t be childish ➪ ছেলেমানুষি করিস না।
    55) Don’t be silly ! ➯ বোকামি করো না !
    56) Don’t be so fishy. ➯ এত সন্দেহ করো না।
    57) Don’t be too limited. ➯ খুব সামান্য জানলে চলবে না ।
    58) Don’t dab. ➯ ঘষা দিও না।
    59) Don’t gap, stop your gapping. ➯ বকবক করো না, তোমার বকবকানি বন্ধ কর
    60) Don’t get mad ! ➯ পাগলামি করো না !
    61) Don’t say a word. ➯ একটা কথাও বলবে না।
    62) Don’t say your medical complaints to a lawyer. ➯ এমন কাউকে কিছুু বলবেন না যে তা বুঝে না ।
    63) Don’t talk nonsense ➪ কী বাজে বকছিস/বাজে বকবক করোনা।
    64) Don’t talk nonsense. ➯ বাজে কথা বলো না ।
    65) Don’t worry . ➯ ও কিছু না, দুশ্চিন্তা করো না ।
    66) Drop the matter. ➯ বাদ দাও / ও কথা ছেড়ে দাও ।
    67) Enjoy the last minute. ➯ শেষ সময়টুকু কাজে লাগান ।
    68) Erase this line, don’t tarnish the image. ➯ এই লাইনটি মুছে ফেল, ভাবমূর্তি ক্ষুন্ন কর না
    69) Even though. ➯ এমন কি যদিও…
    70) Every ass likes to hear himself bray ➯ আপন কন্ঠস্বর সকলেরই মিষ্টি লাগে।
    71) Everything lost ➪ সব গেলো।
    72) Exactly ! ➯ ঠিক তাই !
    73) Excuse me ! ➯ কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে
    74) Excuse me ➪ কিছু মনে করবেননা
    75) Excuse me! What time is it? ➪ সময় কত?
    76) Fed up / Worried ➯ মন খারাপ / দুশ্চিন্তাগ্রস্ত
    77) Finally/ in fine/ in conclusion ➪ সবশেষে
    78) First of all ➪ প্রথমেই
    79) For better or worse ➯ ভাল মন্দ যাই হোক
    80) For god sake I didn’t do it. ➯ খোদার কসম আমি কাজটি করি নাই
    81) For your kind information. ➯ খুবই গুরুত্বপূর্ণ কথা ।
    82) Forget it ! ➯ ভুলে যাও সব !
    83) From a reliable source ➪ বিশ্বস্ত সূত্রে
    84) Get a good phone for me. ➯ আমার জন্য একটা ভালো ফোন কিনো।
    85) Get down to work ➪ দেরি না করে কাজ
    86) Get down to work. ➯ দেরি না করে কাজ শুরু কর
    87) Give me a fixed date. ➯ আমাকে নির্ধারিত তারিখ দাও।
    88) Give me a hand. ➯ আমাকে একটু সাহায্য করো।
    89) Give me some perfect solution. ➯ আমাকে সঠিক কিছু সমাধান দাও।
    90) Give up the matter ➪ বিষয়টি বাদ দাওতো
    91) Give up unnecessary works ➪ অপ্রয়োজনীয় কাজ বাদ দাও।
    92) Go on / Keep on / Carry on ➯ চালিয়ে যাও ।
    93) Go to the devil ! ➯ গোল্লায় যাক !
    94) Guess what I got for you? ➯ কি এনেছি বলতো?
    95) Hang it ! ➯ চুলোয় যাক !
    96) Hang on a minute. ➯ এক মিনিট চুপ থাক ।
    97) Have a little patience ➪ আর একটু ধৈর্য ধর।
    98) Have every reason to ➪ যথেষ্ট কারণ আছে
    99) Have every right to ➪ যথেষ্ট অধিকার আছে
    100) Have it your way. ➯ তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর।

  • স্পোকেন ইংলিশ Spoken-English-05-exclusive

    স্পোকেন ইংলিশ Spoken-English-05-exclusive

    1. I get up or wake up at 7.00 am.=আমি সকাল ৭টায় উঠি।
    2. I go to (the) fresh room= আমি ফ্রেশ রুমে যাই।
    3. I use (the) fresh room= আমি ফ্রেশ রুম ব্যবহার করি।
    4. I get out from (the) fresh room= আমি ফ্রেশ রুম থেকে বের হই।
    5. I brush (my) teeth= আমি (আমার) দাঁত মাঝি।
    6. I wash (my) hands & face= আমি (আমার) হাত মুখ ধুই।
    7. I make (my) Ablution= আমি অজু করি।
    8. I wipe (my) hands & face= আমি (আমার) হাত মুখ মুছি।
    9. I pray (my) fazar= আমি ফজরের নামাজ পড়ি।
    10. I wake up (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে উঠাই।
    11. I go to morning walk= আমি সকালে হাটতে যাই।
    12. I walk for some time. = আমি কিছুক্ষন হাটি।
    13. I come back at (my) home= আমি বাসায় ফিরে আসি।
    14. I go back to (the) residence= আমি বাসায় ফিরে যাই।
    15. I take/ have an exercise= আমি ব্যায়াম করি।
    16. I take/have a bath/shower= আমি গোছল করি।
    17. I wear (my) dresses= আমি (আমার) কাপর পরি।
    18. I get Ready for (my) office= আমি অফিসের জন্য রেডী হই।
    19. I take/ have (my) breakfast= আমি সকালের নাস্তা করি।
    20. I get out from (the) residence= আমি বাসা থেকে বের হই।
    21. I get into (the) car/ rickshaw= আমি গাড়িতে বা রিক্সায় উঠি।
    22. I reach to (the) office= আমি অফিসে গিয়ে পৌঁছাই।
    23. I get down from (the) car/ rickshaw= আমি গাড়িতে বা রিক্সায় নামি।
    24. I enter (my) office= আমি (আমার) অফিসে প্রবেশ করি।
    25. I look after (my) work= আমি (আমার) কাজ দেখাশুনা করি।
    26. I speak over (the) mobile phone= আমি মোবাইলে কথা বলি।
    27. I receive a phone= আমি রিসিভ করি।
    28. I call (my) manager= আমি (আমার) ম্যানেজারকে ডাকি।
    29. I speak with (my) staff= আমি (আমার) স্টাফদের সাথে কথা বলি।
    30. I hold a meeting= আমি মিটিং করি।
    31. I read (my) newspaper= আমি পত্রিকা পড়ি।
    32. I start (my) work = আমি (আমার) কাজ শুরু করি।
    33. I work up to 1.00 pm.= আমি ১টা পর্যন্ত কাজ করি।
    34. I say (my) johar prayer = আমি জোহরের নামাজ পরি।
    35. I take/ have (my) lunch at 2 O’ Clock. = আমি দুটায় দুপুরের খাবার খাই।
    36. I take/ have a rest for sometime= আমি কিছুক্ষন রেস্ট নেই।
    37. I restart (my) work= আমি পুনরায় (আমার) কাজ শুরু করি।
    38. I work for sometime= আমি কিছুক্ষন কাজ করি।
    39. I take/ have some snacks and tea= আমি চা নাস্তা খাই।
    40. I finish (my) work= আমি (আমার) কাজ শেষ করি।
    41. I leave (my) office= আমি (আমার) অফিস ত্যাগ করি।
    42. I get into (the) car= আমি গাড়িতে উঠি।
    43. I arrive at home= আমি বাসায় এসে পৌঁছাই।
    44. I get down from (the) car= আমি গাড়ি থেকে নামি।
    45. I enter (my) home= আমি (আমার) বাসায় প্রবেশ করি।
    46. I come back at home at 9 p.m.= আমি রাত ৯টায় বাসায় ফিরে আসি।
    47. I change (my) dress= আমি (আমার) কাপর পাল্টাই।
    48. I freshen (myself)= আমি নিজে ফ্র্যাশ হই।
    49. I play with (my) children= আমি (আমার) বাচ্চাদের সাথে খেলি।
    50. I watch (the) TV= আমি টিভি দেখি।
    51. I read (my) esha prayer = আমি এশার নামাজ পড়ি।
    52. I take/ have (my) dinner/supper= আমি রাতের খাবার খাই।
    53. I gossip with (my) family = আমি (আমার) পরিবারের সাথে গল্প করি।
    54. I listen the news= আমি খবর শোনি।
    55. I go to sleep at 12 midnight. = আমি রাত ১২টায় ঘুমাতে যাই।
    56. I make (the) breakfast=আমি সকালের নাস্তা বানাই।
    57. I say (my) maid to sweep= আমি (আমার) বুয়াকে ঝাড়ু দিতে বলি।
    58. I prepare (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে প্রস্তুত করি।
    59. I Feed (my) children breakfast =আমি (আমার) বাচ্চাদেরকে সকালের নাস্তা খাওয়াই।
    60. I drop (my) son at his school= আমি (আমার) ছেলেকে তার স্কুলে নামাই।
    61. I buy something=আমি কিছু কিনি।
    62. I work in the house =আমি বাসায় কাজ করি।
    63. I cook (my) lunch= আমি দুপুরের খাবার রান্না করি।
    64. I say (my) maid to cook= আমি (আমার) বুয়াকে রান্না করতে বলি।
    56. I bathe (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে গোছল করাই।
    66. I feed all lunch = আমি সবাইকে দুপুরের খাবার খাওয়াই।
    67. I lull (my) children sleep = আমি (আমার) বাচ্চাদেরকে ঘুম পাড়াই।
    68. I teach (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে পড়াই।
    69. I cook (my) dinner= আমি রাতের খাবার রান্না করি।
    70. I say (my) maid to cook= আমি (আমার) বুয়াকে রান্না করতে বলি।
    71. I tidy the table= আমি টেবিল গোছাই।
    72. I say (my) maid to wash the utensils=আমি(আমার) বুয়াকে থালা বাসন ধুতে বলি।
    73. I clothe (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে কাপর পরাই।
    74. I rig up Mosquito net= আমি মশারি খাটাই।
    75. I sweep the floor= আমি ঘর ঝাড়ু দেই।
    76. I wet the cloths= আমি কাপর ভিজাই।
    ==============
    আপনি প্রতিদিন কী করেন, গতকাল কী করেছিলেন, আজ কী করেছেন ও আগামীকাল কী করবেন তা বিভিন্ন WAY তে PRACTICE করার দুটি নিয়ম দেওয়া হয়েছে।
    =========================
    আমি প্রতিদিন সকাল ৭টায় উঠি
    আমি গতকাল সকাল ৭টায় উঠেছিলাম
    আমি আজ সকাল৭টায় উঠেছি
    আমি আজ সকাল ৭টায় উঠব
    আমি আগামীকাল/ আজ সকাল ৭টায় উঠব
    =================
    উঠার পর আমি প্রতিদিন ফ্রেশরুমে যাই
    আমি গতকাল ফ্রেশরুমে গিয়েছিলাম
    আমি আজ ফ্রেশ রুমে গিয়েছি
    আমি আজ ফ্রেশ রুমে যাব
    আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুমে যাব
    ====================
    ফ্রেশ রুমে যাওয়ার পর আমি প্রতিদিন ফ্রেশ রুম ব্যবহার করি
    আমি গতকাল ফ্রেশ রুম ব্যবহার করেছিলাম
    আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করেছি
    আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করব
    আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুম ব্যবহার করবআমি প্রতিদিন সকাল ৭টায় উঠি না
    আমি গতকাল সকাল ৭টায় উঠি নাই
    আমি আজ সকাল ৭টায় উঠি নি
    আমি আজ সকাল ৭টায় উঠব না
    আমি আগামীকাল/ আজ সকাল ৭টায় উঠব না
    ==================
    ঘুম থেকে না উঠে আমি প্রতিদিন ফ্রেশ রুমে যাই না
    আমি গতকাল ফ্রেশ রুমে যাই নাই
    আমি আজ ফ্রেশ রুমে যাই নি
    আমি আজ ফ্রেশ রুমে যাব না
    আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুমে যাব না
    ==================
    ফ্রেশ রুমে না গিয়ে আমি প্রতিদিন ফ্রেশ রুম ব্যবহার করি না
    আমি গতকাল ফ্রেশ রুম ব্যবহার করি নাই
    আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করি নি
    আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করব না
    আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুম ব্যবহার করব না

  • Donate

    Donate


    Global project for Skills development program , we are working for empowering youth and unemployed for better life and #SupportHumanity, you may contribute us. Donate eSchoolbd.com

    Donate for eSchoolbd.com
    bKash Payment : +88 01919365354

    Email: eschoolbd21@gmail.com
    support@eschoolbd.com

     

    Scan QR with bKash app

    Donate-eSchoolbd-SupportHumanity

    Global Points of donation acceptance :

    Bank name: First Century Bank
    525 Federal Street Bluefield, WV–Bluefield, USA
    ACC- 4028401017964
    Routing: 061120084
    type: CHECKING
    Beneficiary name: Masudur Rahman


    Bank name: Barclays , UK
    ACC- 05831881
    Sort Code: 231486
    Beneficiary name: Masudur Rahman


    Bank name: Digital Commerce Bank
    736 Meridian Road NE Calgary, Alberta T2A 2N7, Canada
    ACC- 96186763082
    Institution number: 0352
    Transit number: 20009
    type: CHECKING
    Beneficiary name: Masudur Rahman

  • ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ

    ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ

    Word meaning Analogy based ( যে কোন Relation চিন্তা করতে হলে শব্দের অর্থ জানাটা জরুরী।) তাই এখানে ক্যাটাগরি আকারে ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ দেওয়া হল

    বিভিন্ন পেশা অধিকারী ব্যক্তি:
    Architect (স্থপতি),
    Carpenter (কাঠ মিসি),
    Chef (পাচক),
    Cobbler (মুচি),
    Composer (সুরকার),
    Courier (বার্তাবহ),
    Quack (হাতুড়ে ডাক্তার),
    Refugee (শরনার্থী),
    Surgeon (শল্য চিকিৎসক),
    Archaeologist (প্রত্নতত্ত্ববিদ),
    Brick-Layer (রাজমিস্ত্রি),
    Mason (রাজমিস্ত্রি),
    Sculptor (ভাস্কর),
    Acrobat (সার্কাসে দড়াবাজিকর),
    Advocate (সমর্থক),
    Detective (গোয়েন্দা),
    Heir (উত্তরাধিকারী ব্যক্তি),
    Journalist (সাংবাদিক),
    Linguist (ভাষাবিদ),
    Moderator (মধ্যস্থতাকারী),
    Optician (চশমা নির্মাতা/বিক্রেতা),
    Auditor (নিরীক্ষক),
    Butcher (কসাই),
    Colleague (একই পেশায় সহকর্মী),
    Dramatist (নাট্যকার),
    Pedlar (ফেরিওয়ালা),
    Tenant (ভাড়াটিয়া)।

    বিভিন্ন ধরণের যন্ত্র:
    Adze (বাটালি),
    Auger (তুরপুন),
    Baton (পুলিশের ছোট লাঠি),
    Batter (ময়দা),
    Goggles (ধলা থেকে রক্ষাকারী কালো চশমা),
    Palette (চিত্রকরের রং মেশানোর জন্য ক্ষুদ্র তক্তাবিশেষ),
    Saddle (ঘোড়ার পৃষ্ঠে বসার জন্য গদি),
    Thimble (সেলাইয়ের সময় সুইয়ের খোঁচা এড়ানোর জন্য আঙ্গুলে যে আবরণ পড়া হয়),
    Tourniquet (রক্তপাত বন্ধ করার জন্য যে যম দিয়ে শিরা চেপে ধরা হয়),
    Trowel (রাজমিসী যে যম দিয়ে দেয়ালে প্রলেপ লাগায়),
    Wrench (নাট দিয়ে লাগানোর যম),
    Paddle (বৈঠা),
    Scalpel (শল্য চিকিৎসকের ক্ষুদ্র ছুরি),
    Shears (কাঁচি),
    Cleaver (কসাইয়ের ছুরি),
    Gavel (বিচারকের হাতুড়ি),
    Scissors (কাঁচি),
    Radar (যে যম দিয়ে পে­ন/জাহাজের দিক ও অবস্থান নির্ণয় হয়),
    Armor (বর্ম),
    Club (গলফ খেলার ব্যাট),
    Violin (বেহালা জাতীয় বাদ্যযম)।

    বিভিন্ন জিনিসের আবরণ:
    Chaff (ভূসি),
    Mould (বাসী রুটিতে যে ছাতা পড়ে),
    Pod (মোটর শুটির খোসা),
    Plumage (পাখির পালক),
    Rust (জং পড়ে), Scale (মাছের আঁশ),
    Carapace (কাকড়া/কচ্ছপের খোল),
    Husk (ফলের / শষ্যের খোসা/ তুষ/ভুসি।

    বিভিন্ন ধরণের (দল/ঝাঁক):
    Anthology (সংকলন),
    Convoy (সামরিক জাহাজের বহর),
    Galaxy (নক্ষত্রের ঝাঁক),
    Archipelago (দ্বীপপুঞ্জ),
    Constellation (নক্ষত্রপুঞ্জ),
    School (মাছের ঝাঁক)
    Chorus গায়ক/নর্তক দল ঈৎব((নাবিকের দল)
    Fleet (নৌবহর)
    Poultry (হাঁস-মুরগীর ঝাঁক)
    Range (পর্বত শ্রেণী)
    Regiment (সৈন্যদল)
    Stack (খড়/শস্য/কাঠের গাদা)
    Faculty (শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবর্গ)
    Orchestra (বাদ্যযমী দল)
    Troop (সৈন্যদল)।

    বসবাস করার জায়গা:
    Barn (গোলাঘর),
    Silo (শস্য সংরক্ষণের ঘর),
    Hangar (বিমান রাখার জন্য আচ্ছাদিত স্থান),
    Stable (ঘোড়ার আসাবল),
    Aviary (পাখির বড় খাঁচা/ঘর),
    Den (হিংস্র জন্তুর বাসগুহা),
    Igloo (এস্কিমোদের বাসের ঘর)।

    বিভিন্ন ধরণের অভিব্যক্তি:
    Beam (হাসিতে- উদ্ভাসিত হওয়া),
    Nod (সম্মতিসচক- মাথা নোয়ান),
    Yawn (ঘুমের প্রাবল্যে- হাই তোলা),
    Blush (লজ্জায়- লাল হওয়া),
    Grin (ভেঙ্চি- কাটিয়া হাসা),
    Snore (নাকডাকা),
    Wince (ব্যথায়-সংঙ্কুচিত),
    Squirm/Writhe (ব্যথায়- দেহ মোচড়ান),
    Groan (আর্তনাদ করা),
    Sob (ফুঁপিয়ে কাঁদা)।

    বৈজ্ঞানিক যন্ত্রের কাজ:
    Ammeter (বিদ্যুৎ প্রবাহ মাপার যম),
    Chronometer (সময় মাপার যম),
    Geiger Counter (তেজক্রিয়তা মাপার যম),
    Speedometer (গাড়ির বেগ মাপার যম),
    Barometer (বায়ুচাপ মাপার যম),
    Manometer (গ্যাসের চাপ মাপার যম),
    Thermometer (তাপ-মাপার যম),
    Odometer (ভ্রমণে অতিক্রাম দুরতব মাপার যম),
    Seismograph (ভূমিকমঙ পরিমাপের যম)।

    বিভিন্ন ধরণের গতি:
    Blink (চোখ পিটপিট করা),
    Hum (গুঞ্জন করা),
    Mumble (অসঙষ্টভাবে বলা),
    Guffaw (অট্ট হাসি হাসা),
    Stammer (তোতলান),
    Stumble (হোচট খাওয়া),
    Whisper (কানে কানে বলা),
    Whine (নালিশ করা),
    Chatter (অনর্থক বক বক করা),
    Sprint (পর্ণবেগে দেŠড়ান),
    Bustle (তাড়াহুড়ো করা)।

    বিভিন্ন জীবজন্তুর আওয়াজ:
    Bark (কুকুরের ডাক),
    Buzz (মৌমাছির গুঞ্জন),
    Caterwaul (বিড়ালের ত্রুদ্ধ গর্জন),
    Neigh (ঘোড়ার হ্রেষা ধ্বনি),
    Roar (সিংহের গর্জন),
    Trumpet (হাতির ডাক),
    Moo (গরুর হাম্বা রব),
    Snarl (কুকুরের দাঁত খিচিয়ে ত্রুদ্ধ শব্দ)
    Howl (নেকড়ে/কুকুরের গর্জন)।

    বিভিন্ন জিনিসের শেষাংশ / প্রথমাংশ:
    Appendix (দলিলের শেষে অতিরিক্ত ভাবে সংযুক্ত অংশ),
    Glossary (এই শব্দকোষ বইয়ের শেষে থেকে),
    Preface (কোন পুসকে ব্যবহৃত দুর্বোদ্ধ শব্দের ব্যাখ্যা সম্বলিত তালিকা),
    Codicil (সংযুক্ত উইল),
    Epilogue (গ্রন্থের উপসংহার/শেষ পরিচছদ),
    Preamble (শাসনতম / আইনের ভূমিকা),
    Prelude (নাটকের/ সঙ্গীতের ভূমিকা স্বরূপ অংশ),
    Epilogue (গ্রন্থের উপসংহার/শেষ পরিচ্ছদ)

    বিভিন্ন জীব-জন্তুর বাচ্চা/শাবক:
    Calf (গরু, হাতি, তিমির বাচ্ছা),
    Chicken (হাঁস-মুরগীর ছানা),
    Lamb (ভেড়ার বাচ্চা),
    Kid (ছাগল ছানা),
    Pullet (কুকুর ছানা)।

    বিভিন্ন বিজ্ঞান:
    Anthropology (নৃবিজ্ঞান),
    Archaeology (প্রত্নতত্ত্ববিদ্যা),
    Botany (উদ্ভিদ বিদ্যা),
    Pharmacology (ঔষধ সংক্রাম বিদ্যা),
    Astronomy (জ্যোতিবিদ্যা),
    Biology (জীববিদ্যা),
    Cardiology (হৃদবিজ্ঞান),
    Psychology (মনোবিজ্ঞান),
    Calliography (সুন্দর হসাক্ষর বিদ্যা),
    Entomology (পতঙ্গবিজ্ঞান),
    Meteorology (আবহাওয়া বিদ্যা),
    Horticultural (উদ্যান পালন সংক্রাম),
    Metallurgy (ধাতুবিদ্যা)।

    বিভিন্ন পশুর গোস:
    Beef (গরুর গোস),
    Pork (শুকুরের গোস),
    Veal (বাছুরের গোস),
    Mutton (ভেড়ার গোস),
    Venison (হরিণের গোস)।

    বিবিধ শব্দ:
    Amphibian (উভচর জীব),
    Blizzard (প্রবল তুষার ঝড়),
    Decade (এক দশক),
    Dias (মঞ্চ),
    Embezzle (আত্মসাৎ করা),
    Glacier (হিমবাহ),
    Ladder (মই),
    Stanza (কবিতার সবক),
    Bucket (বালতি),
    Drought (অনাবৃষ্টি),
    Elegy (শোকসঙ্গীত),
    Quarry (পাথরের খনি),
    Recipe (খাদ্য/পানীয় প্রস্ত্তত প্রণালী),
    Rung (মইয়ের ধাপ),
    Oasis (মরুদ্যান),
    Usury (চড়া সুদ),
    Royalty (লেখক/উদ্ভাবককে তার বই/উদ্ভাবনের জন্য দেয় সম্মানী)।


    “Let’s Learn English (বাংলায়)” চ্যানেলে সবাইকে আমন্ত্রন,[ https://goo.gl/L3aoTF ]
    আমাদের youtube ভিত্তিক লাইভ ক্লাশ, এখনি SUBSCRIBE করে রাখুন, যেন যথা সময়ে নোটিফিকেশন পেয়ে যান, ইংলিশ বেসিক স্কিলস এর টিপসের জন্য Group জয়েন করুন । ইনভাইট ও শেয়ার করুন আপনার বন্ধুকে …

  • eSchoolbd.com

    eSchoolbd.com

    eSchoolbd.com

    সম্পূর্ণ বিনামূল্যে বিষয়ভিত্তিক আধুনিক উন্নত মানের শিক্ষা বিষয়ক কনটেন্ট প্রদান করাই আমাদের মূল লক্ষ্য,

    বিষয় গুলো হলো : ইংলিশ, তথ্যপ্রযুক্তি ,অনলাইন আর্নিং , শিশু শিক্ষা , অঙ্কন , শিক্ষা বিষয়ক নিউজ ইত্যাদি

    এছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষা বিষয়ক উপকরণ নাম মাত্র মূল্যে সংগ্রহ করতে পারবে

    this website contains educational content: English language, general knowledge, online job, kids learning, educational news, drawing, and painting. this website is under construction … till then you can follow our Facebook page and join our group

  • ফেসবুকের লাগাম টানবে কে?

    এ বিশ্বে অনেক অশান্তির মূলে ফেসবুকের ভূমিকা আছে বলে দেখা যাচ্ছে। ফেসবুক যেন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। কোনো কিছুতেই ফেসবুককে বাগে আনা যাচ্ছে না। বড় বড় দেশের আইন, সে আইনের প্রয়োগকারী সংস্থা ও নিয়ন্ত্রকেরা ফেসবুককে নিয়ন্ত্রণে ব্যর্থ। প্রশ্ন উঠছে, কে লাগাম পরাবে? ঘৃণাভরা বক্তব্য আর ভুয়া খবর ছড়ানো ঠেকাতে ব্যর্থতার পরও বুক ফুলিয়ে এগিয়ে চলেছে। বড় বড় বিজ্ঞাপনদাতা ছেড়ে চলে গেলেও ভয় পাচ্ছে না ফেসবুক। এত ক্ষমতার রহস্য কী? ব্রিটিশ লেখক ও সাংবাদিক ক্যারোল ক্যাডওয়ালার গার্ডিয়ানের অনলাইনে এক নিবন্ধে সে রহস্য খোলাসা করেছেন।

    ক্যারোল বলছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরবন্দী অনেক মানুষ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে আশ্রয় খুঁজছেন। এর মধ্যেই আবার সামনে মার্কিন নির্বাচন। ফেসবুকের মতো প্ল্যাটফর্মকে নিজের স্বার্থে কাজে লাগানোর প্রচেষ্টায় রয়েছেন অনেকেই। ফেসবুক তার দায়িত্ব-কর্তব্য ভুলে হাঁটছে শুধু ব্যবসা বাড়ানোর দিকেই। তাদের নীতিমালা নিয়ে শত সমালোচনা গায়ে মাখছে না। এর মধ্যে গত ২৫ মে যুক্তরাষ্ট্রে ঘটে গেছে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, যার সঙ্গে সে দেশের পুলিশ জড়িত। সারা বিশ্ব যখন বর্ণবাদী আচরণের জন্য প্রতিবাদে ফেটে পড়েছিল, তখন সময়ের সঙ্গে নিজেকে বদলানোর ডাক শুনতে পায়নি ফেসবুক, বরং তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত মন্তব্য না সরানোর পক্ষে অটল থেকেছে।

    ফলে ফেসবুকের প্রতি মানুষের আস্থায় ফাটল দেখা দিতে শুরু করেছে। ঘৃণ্য বক্তব্যের বিরুদ্ধে ফেসবুক কোনো ব্যবস্থা না নেওয়ায় এ প্ল্যাটফর্ম থেকে বড় বড় বিজ্ঞাপনদাতা সরে যাচ্ছেন। ফেসবুক বর্জনের ডাক দিয়ে চালু করা আন্দোলন ‘#স্টপহেটফরপ্রফিট’ জোরদার হচ্ছে। ফেসবুক থেকে বিজ্ঞাপন বর্জনের তালিকায় নাম লিখিয়েছে ইউনিলিভার, কোকা-কোলার মতো ব্র্যান্ড।

    তবে ক্যারোল ক্যাডওয়ালার লিখেছেন, ফেসবুককে জবাবদিহির মধ্যে আনতে পারে, এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। কোনো আইন বা নিয়ন্ত্রককে তারা পাত্তা দিচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়ন ব্যর্থ। কুখ্যাত তথ্য কেলেঙ্কারি কেমব্রিজ অ্যানালিটিকার জন্য ফেডারেল ট্রেড কমিশন যখন ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করল, তখন তাদের শেয়ারের দাম বেড়ে গেল। এখন ইউনিলিভার, কোকা–কোলার মতো প্রতিষ্ঠান ফেসবুকের বিজ্ঞাপন বর্জনের ডাক যদি সফল হয়, তবে মনে করতে হবে তারা ফেসবুকের দুর্বল জায়গাতে হাত দিয়েছে। আর তারা যদি ব্যর্থ হয়, তবে ধরে নিতে হবে ফেসবুক আরেকটি বড় অর্জনের দিকে যাচ্ছে।

    ফেসবুকের যে পরিস্থিতি, তাতে এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ফেসবুক তার অবস্থান বদলাবে না। ঘৃণ্য বক্তব্য নিয়ে পাঁচ শতাধিক বিজ্ঞাপনদাতা ফেসবুক প্ল্যাটফর্ম বর্জনের ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় জাকারবার্গ এ কথা বলেছেন। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনদাতারা ফেসবুক ছাড়ার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের সামনে জাকারবার্গ আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ফেসবুক বর্জনের ঘোষণার সঙ্গে সম্মানের বিষয়টিও জড়িত। এটি ফেসবুকের আয়ের সামান্য অংশে হুমকি হতে পারে। যেসব বিজ্ঞাপনদাতা সরে গেছেন, তাঁরা শিগগিরই আবার ফেসবুকে ফিরে আসবেন।

    গার্ডিয়ানের প্রতিবেদনে ক্যারোল অভিযোগ করেছেন, ফেসবুক এমন একটি কোম্পানি, যারা মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের জন্য বিদেশি শক্তিকে সাহায্য করেছে। ফেসবুক সরাসরি খুনের ভিডিও সম্প্রচারের সুযোগ করে দিয়েছে। বিশ্বজুড়ে গণহত্যা সংগঠনের জন্য সাহায্য করেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক ব্যবহারের মাধ্যমে ঘৃণ্য বক্তব্য ও সহিংসতা ছড়ানো হয়েছে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে। এতে হাজারো মানুষ মারা গেছে এবং লাখো মানুষ জীবনভয়ে পালিয়ে গেছে।

    ক্যারোলের দৃষ্টিতে ফেসবুককে তাই আয়না বলা চলে না। একে বলা চলে বন্দুক। তবে সে বন্দুক অনুমোদনহীন। এর নিয়ন্ত্রণ নেই। বিশ্বের ২৬০ কোটি মানুষকে নিয়ন্ত্রণহীন বন্দুক তুলে দেওয়া হয়েছে।

    ক্যারোল লিখেছেন, ফেসবুকের কারণে মিয়ানমারে শত শত মানুষ হত্যা ও দেশ ছাড়ার ওই প্রতিবেদনের কথা ভাবি। যখন আমি ফেসবুকের কর্মীদের মেনলো পার্কে পিংপং খেলার ডকুমেন্টারি দেখি, তখন আরও বেশি মনে হয়। আমি যখন সিলিকন ভ্যালিতে জাকারবার্গের স্বাভাবিক জীবনযাপন দেখি তখন ভাবি, লোকটি এমন একটি কোম্পানির সিদ্ধান্ত নেওয়ার হর্তাকর্তা, যা পৃথিবীর আগে কেউ কখনো দেখেনি। আমার তখন মনে পড়ে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রিসার কথা, যিনি ফেসবুকের ক্ষতি সম্পর্কে বোঝাতে গিয়ে জেল খাটছেন। আমার তখন চোখে ভাসে ফেসবুকের পক্ষে ব্রিটেনের সাবেক উপপ্রধানমন্ত্রীর নিক ক্লেগ যখন কলাম হাতে তুলে নিয়ে লেখেন, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম নাকি সমাজের আয়না।

    মানুষ অনেক সময় বলে যে ফেসবুক যদি একটা দেশ হতো তবে তা চীনের চেয়ে বড় হতো। তবে এ তুলনা ভুল। ফেসবুক যদি কোনো দেশ হতো, তবে তা হতো একটি দুর্বৃত্ত রাষ্ট্র। যেমন একে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। এটা যেন বন্দুক নয়, বরং পারমাণবিক বোমা।

    ফেসবুকের সমালোচনা করে গার্ডিয়ানের প্রতিবেদনে ক্যারোল লিখেছেন, ফেসবুক কোনো কোম্পানি নয়, এটি স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, একক মানুষ দ্বারা নিয়ন্ত্রিত একটি বিশ্ব সাম্রাজ্যের মতো। ক্ষতির প্রমাণ হিসেবে অনস্বীকার্য, অনির্বচনীয়, অপ্রতিরোধ্য হয়ে উঠলেও জাকারবার্গ কোনো কিছু কানে তোলেননি। বিশ্বজুড়ে তাঁর সমালোচকদের উপেক্ষা করবেন বলেই তিনি এমন পথ বেছে নিয়েছেন। এর বদলে এটি মূল সংবাদ বিতরণ চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করার পরেও নিরলসভাবে, অবিশ্বাস্য, ক্রমবর্ধমান উদ্বেগমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার নাগরিকেরা যেমন দেশটির বাইরে থাকতে পারে না, ফেসবুকও তাদের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।

    গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার প্রতিবাদে দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের উদ্দেশে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফেসবুক, টুইটারে পোস্ট দেন, ‘লুটপাট শুরু হলে গুলিও শুরু হবে।’ ট্রাম্পের এই বিতর্কিত পোস্ট সারা দেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। গণ-অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের ওই পোস্ট ঢেকে দেয়। তবে ফেসবুক ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে নানা মহল যখন তীব্র সমালোচনায় মুখর, তখন জাকারবার্গ বলেছিলেন, ফেসবুক ট্রাম্পের সাম্প্রতিক পোস্ট অপসারণ বা ঢেকে দেবে না। এটা তাঁদের প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে যায় না।

    তবে বিবিসি বলছে, সার্বিক পরিস্থিতিতে চাপে পড়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, এখন থেকে সম্ভাব্য ক্ষতিকর পোস্টে তারা বিশেষ লেবেল বা বার্তা লাগিয়ে দেবে। তবে সংবাদ হিসেবে গুরুত্ব থাকায় তা ছেড়ে দিতে হবে তাদের। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনাতেও সম্মত হয়েছেন জাকারবার্গ।

    গার্ডিয়ান বলছে, #স্টপহেটফরপ্রফিট কর্মসূচিটি মূলত ঘৃণ্য বক্তব্য রোধ করার জন্য হয়েছে। যুক্তরাষ্ট্রের ছয়টি নাগরিক অধিকার সংস্থা একত্র হয়ে বিজ্ঞাপনদাতাদের জুলাই মাসে ফেসবুক বর্জন করতে অনুপ্রাণিত করেছে। তবে এটি ফেসবুকে ঘৃণ্য বক্তব্য মুছে ফেলার কর্মসূচি থেকে বড় কিছু। এর প্রভাব যুক্তরাষ্ট্র ছাড়িয়ে অনেক দূর যাবে। কারণ, ফেসবুকের ক্ষতি বৈশ্বিক। গণতন্ত্রের জন্য এটি হুমকিস্বরূপ। করোনাভাইরাসে সবচেয়ে বাজে পরিস্থিতিতে থাকা তিনটি দেশের নেতৃত্ব ফেসবুকের সক্ষমতা কাজে লাগিয়ে তাদের প্রচার যেভাবে চালাচ্ছে, তা কি কাকতলীয়? ট্রাম্প, বোলসোনারো আর বরিস জনসন? সম্ভবত নয়।

    জাকারবার্গ কিম জং-উন নন। তাঁর চেয়েও শক্তিশালী। তিনি গত সপ্তাহে বলেছেন, আবার সবাই ফেসবুকে ফিরবে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বড় বড় ৫০০ কোম্পানি ফেসবুক বর্জন করলেও তা ওই প্রতিষ্ঠানের লাভে মাত্র ৫ শতাংশ প্রভাব পড়তে পারে। এতে প্রমাণ হয়, এটা চীনের চেয়ে অনেক বড়। পুঁজিবাদের চেয়ে বেশি কিছু।

    ফেসবুক নিয়ে সবচেয়ে বড় কথা হলো, দিন শেষে এটি আমাদেরই পকেট কাটে। তাই আমাদের বুঝতে হবে, কেউ আমাদের উদ্ধারে এগিয়ে আসবে না। দেখেশুনে মনে হয়, ট্রাম্প ও জাকারবার্গ অলিখিত একটি জোট বেঁধে ফেলেছেন। এর পাখা ছাঁটার ক্ষমতা আছে কেবল যুক্তরাষ্ট্রের। আর ট্রাম্পের মিথ্যা ছড়ানো ঠেকানোর উপায় আছে ফেসবুকের হাতে। আমরা কোন পথে হাঁটব?