BPI Notice – Admission 2020 (Polytechnic News )
BPI Notice – Admission 2020 (Polytechnic News )
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট, বগুড়া
E-mail : bogra_poly@yahoo.com স্মারক নং-বপই/একা-০৩/ভর্তি/২০২০/ ১ ৫৯ C2C )
তারিখ ঃ ২১ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ ১ম পর্ব (উভয় শিফট) শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ১ম পর্ব (উভয় শিফট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড, ঢাকা কর্তৃক অনলাইনে যে সকল শিক্ষার্থী এ ইন্সটিটিউটে ভর্তি নিশ্চায়ন করেছে, তাদেরকে আগামী ২৩ সেপ্টেম্বর হতে ২৯ সেপ্টেম্বর ২০২০ (সরকারী ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ টা পর্যন্ত ১ম শিফট এবং বিকাল ২.০০ ঘটিকা হতে ৫.০০ ঘটিকা পর্যন্ত ২য় শিফটের শিক্ষার্থীদেরকে স্ব-শরীরে উপস্থিত হয়ে নিম্নলিখিত কাগজপত্রাদি জমা প্রদান করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে কাগজপত্রাদিসহ টাকা জমা প্রদান না করলে তাদের অনলাইনে ভর্তি বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য, ক্লাশ শুরুর তারিখ পরবর্তীতে নােটিশের মাধ্যমে জানানাে হবে। ২। বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক নির্ধারিত ফি বাবদ ৭০৫/-(সাতশত পাঁচ) টাকা শিওর ক্যাশের মাধ্যমে ২৯/০৯/২০২০
তারিখের মধ্যে জমা দিতে হবে। ফি-প্রদান পদ্ধতি ও শিওর ক্যাশ মেনু+Payment+Payee(BOGPI)+Student ID(SSC Board Roll 6 Digits)+Next+Confirm Payment. ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্রাদি জমা দিতে হবে । ভর্তির ফরম বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.btebadmission.gov.bd) থেকে ডাউনলােড করে স্ব-হস্তে পূরণপূর্বক জমা দিতে হবে; সদ্য তােলা ৩ (তিন) কপি পাসপাের্ট আকারের রঙ্গিন ছবি; এস এস সি/সমমান পাসের একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি এবং ফটোকপি ১টি;
সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের ফটোকপি; (ঙ) । শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি; ৪। কোটার ক্ষেত্রে নিম্নোক্ত অতিরিক্ত কাগজপত্রাদি জমা দিতে হবে ?
ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে। মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানদের কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্রের ২টি সত্যায়িত কপি এবং সনদপত্রের মূলকপি যাচাইয়ের জন্য ভর্তির সময় জমা দিতে হবে। মুক্তিযােদ্ধার পােষ্যদের কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের সনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মুক্তিযােদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক সংক্রান্ত সনদপত্র জমা দিতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্রটি যাচাইয়ে
সঠিক প্রমাণিত না হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। | (গ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের
সনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তর/প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র জমা দিতে হবে।
প্রতিবন্ধি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র যাচাইয়ের জন্য জমা দিতে হবে। বিঃ দ্রষ্টব্য ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেয়ার পূর্বে প্রত্যেক শিক্ষার্থীকে প্রয়ােজনীয় একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি নিজের কাছে সংরক্ষণের জন্য পরামর্শ দেয়া গেল। এ ইন্সটিটিউটে অধ্যয়নকালীন সময়ে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত দেয়া হবে না।