Category: BD JOBs

  • বাংলাদেশের জাতীয় দিবস সমূহ – National Days in Bangladesh

    বাংলাদেশের জাতীয় দিবস সমূহ – National Days in Bangladesh

    বাংলাদেশের সমগ্র জাতীয় দিবস সমূহ
    জানুয়ারি
    ————–
    ১ জানুয়ারি= পাঠ্যপুস্তুক উৎসব দিবস/ জাতীয় গ্রন্থ দিবস।
    ২ জানুয়ারি= জাতীয় সমাজসেবা দিবস।
    ৪ জানুয়ারি= তে-ভাগা দিবস।
    ১০ জানুয়ারি= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
    ১২ জানুয়ারি= জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস।
    ১৬ জানুয়ারি= জাতীয় যুব দিবস।
    ১৯ জানুয়ারি= জাতীয় শিক্ষক দিবস।
    ২০ জানুয়ারি= শহীদ আসাদ দিবস।
    ২৩ জানুয়ারি= জাতীয় প্রশিক্ষণ দিবস।
    ২৪ জানুয়ারি= ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস।
    ২৮ জানুয়ারি= সলঙ্গা দিবস।
    ফেব্রুয়ারি /জাতীয় দিবসঃ
    ————–
    ২ ফেব্রুয়ারি= জনসংখ্যা দিবস।
    ১৩ ফেব্রুয়ারি= কৃষিবিদ দিবস।
    ১৪ ফেব্রুয়ারি= কোস্টগার্ড দিবস/ সুন্দরবন দিবস।
    ২১ ফেব্রুয়ারি= শহীদ দিবস।
    ২৮ ফেব্রুয়ারি= জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।
    মার্চ /জাতীয় দিবসঃ
    ————–
    ২ মার্চ= জাতীয় পতাকা উত্তোলন দিবস।
    ১৭ মার্চ= বঙ্গবন্ধুর জন্মদিন/ জাতীয় শিশু দিবস।
    ২৩ মার্চ= ছয় দফা দিবস/ জাতীয় পতাকা দিবস।
    ২৬ মার্চ= বাংলাদেশের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস।
    ৩১ মার্চ= জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
    এপ্রিল /জাতীয় দিবসঃ
    ————–
    ১ এপ্রিল= জাতীয় প্রতিবন্ধি দিবস।
    ৩ এপ্রিল= জাতীয় চলচ্চিত্র দিবস।
    ১০ এপ্রিল= স্বাধীন বাংলাদেশ সরকার গঠন দিবস।
    ১৭ এপ্রিল= ঐতিহাসিক মুজবনগর দিবস।
    ২৪ এপ্রিল= খাপড়া ওয়ার্ড দিবস।
    ২৫ এপ্রিল= বন্দর দিবস।
    ২৮ এপ্রিল= জাতীয় আইনগত সহায়তা দিবস।
    মে /জাতীয় দিবসঃ
    ————–
    ২৮ মে= নিরাপদ মাতৃত্ব দিবস।
    জুন /জাতীয় দিবসঃ
    ————–
    ৩ জুন= অগ্নি সচেতনতা দিবস।
    ৭ জুন= ঐতিহাসিক ছয়দফা দিবস।
    ২৩ জুন= ঐতিহাসিক পলাশী দিবস।
    ২৮ জুন= সামাজিক ব্যবসা দিবস।
    ৩০ জুন= সাঁওতাল বিদ্রোহ দিবস।
    জুলাই /জাতীয় দিবসঃ
    ————–
    ১ জুলাই= ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।
    ৩‌ জুলাই= জাতীয় জন্ম নিয়ন্ত্রণ দিবস।
    ১০ জুলাই= জাতীয় মূসক দিবস।
    আগস্ট /জাতীয় দিবসঃ
    ————–
    ৯ আগস্ট= জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।
    ১৫ আগস্ট= জাতীয় শোক দিবস।
    সেপ্টেম্বর /জাতীয় দিবসঃ
    ————–
    ২৪ সেপ্টেম্বর= মীনা দিবস।
    ১৭ সেপ্টেম্বর= ঐতিহাসিক শিক্ষা দিবস।
    ১৫ সেপ্টেম্বর= জাতীয় আয়কর দিবস।
    অক্টোবর /জাতীয় দিবসঃ
    ————–
    ২ অক্টোবর= জাতীয় উৎপাদনশীলতা দিবস।
    ৯ অক্টোবর= জাতীয় তামাকমুক্ত দিবস।
    ১৬ অক্টোবর= বঙ্গবঙ্গ দিবস।
    ২১ অক্টোবর= সরীসৃপ সচেতনতা দিবস।
    ২২ অক্টোবর= জাতীয় নিরাপদ সড়ক দিবস।
    নভেম্বর /জাতীয় দিবসঃ
    ————–
    নভেম্বর মাসের প্রথম শনিবার= জাতীয় সমবায় দিবস।
    ১ নভেম্বর= বিচার বিভাগ পৃথক্‌করণ দিবস/ জাতীয় যুব দিবস।
    ২ নভেম্বর= জাতীয় স্বেচ্ছায় রক্তদান/ মরণোত্তর চক্ষুদান দিবস।
    ৩ নভেম্বর= জেল হত্যা দিবস।
    ৪ নভেম্বর= সংবিধান দিবস।
    ৬ নভেম্বর= যুদ্ধ এবং সশস্ত্র সংঘাত প্রতিরোধ দিবস।
    ৭ নভেম্বর= জাতীয় দিবস ও সংহতি দিবস।
    ১০ নভেম্বর= শহীদ নূর হোসেন দিবস।
    ১৫ নভেম্বর= (পহেলা অগ্রহায়ণ) জাতীয় কৃষি দিবস।
    ২১ নভেম্বর= সশস্ত্র বাহিনী দিবস।
    ডিসেম্বর /জাতীয় দিবসঃ
    ————–
    ১ ডিসেম্বর= মুক্তিযুদ্ধ দিবস।
    ৩ ডিসেম্বর= বাংলা একাডেমি দিবস/ জাতীয় প্রতিবন্ধী দিবস।
    ৬ ডিসেম্বর= স্বৈরচার পতন দিবস।
    ৮ ডিসেম্বর= জাতীয় যুব দিবস/ সার্ক সনদ দিবস।
    ৯ ডিসেম্বর= বেগম রোকেয়া দিবস।
    ১৪ ডিসেম্বর= শহীদ বুদ্ধিজীবী দিবস।
    ১৬ ডিসেম্বর= বিজয় দিবস।
    ১৯ ডিসেম্বর= বাংলা ব্লগ দিবস।
    ২০ ডিসেম্বর= বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিবি) দিবস।
    (বি:দ্র: বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় দিবস সমূহ হলঃ ২১ ফেব্রুয়ারী= শহীদ দিবস, ২৬ মার্চ= স্বাধীনতা দিবস, ১৫ আগস্ট= জাতীয় শোক দিবস, ২১ নভেম্বর= সশস্র বাহিনী দিবস, ১৪ ডিসেম্বর= শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর= বিজয় দিবস, এছাড়া সকল বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ সরকার অঘোষিত জাতীয় দিবস বলে বিবেচিত।)

  • primary-assistant-teacher-circular-2020

    primary-assistant-teacher-circular-2020

    প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2020 : আবেদন করবেন যেভাবে

    প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন করবেন যেভাবে
    প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক বিন সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

    এ বিষয়ে ডিপিই থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’র শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

    আবেদন করবেন যেভাবে : বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

    এ পদে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। http://dpe.telelalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করলে অনলাইনে আবেদনের ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।

    অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করার পর অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে হবে। সঠিকভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি দিয়ে আবেদন ফি জমা দিতে হবে। একবার আবেদন ফি জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফরম কোনো অবস্থায়ই সংশোধন বা প্রত্যাহার করা যাবে না। শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা এই সময় পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন।

    আবেদনকারীকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সব সময়ের জন্য প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ অফেরৎযোগ্য সার্ভিস চার্জসহ ১১০ টাকা যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে যথাসময়ে প্রেরণ করতে হবে।

    বয়সসীমা : প্রার্থীদের বয়স ২০ অক্টোবর ২০২০ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ৩২ বছর। বয়স নিরূপণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

    শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

    আবেদন ফি : ১১০ টাকা। যার মধ্যে অফেরৎযোগ্য ১০০ টাকা আবেদন ফি ও ১০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ।

    নির্বাচন পদ্ধতি : সহকারী শিক্ষক পদে এর আগে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতো। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকত। তবে এবারের নিয়োগে কত নম্বরের পরীক্ষা হবে এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এসব পরীক্ষার তারিখ পরে অধিদফতরের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

    যেসব কাগজপত্র লাগবে : প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবেদনপত্রের সঙ্গে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, প্রথম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সব মূল বা সাময়িক সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

    বেতন : ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)।

    primary-assistant-teacher-circular-2020
    primary-assistant-teacher-circular-2020