Category: ENGLISH – 8 ( JSC )
-
Spelling English Word vocabulary with Bengali meaning
ইংরেজি শব্দের বানান-রীতি ও কৌশলবানান মনে রাখার সহজ উপায় হলো যখন শব্দটি পড়বেন তখন বানানটিও মনোযোগ দিয়ে দেখে নিতে হবে সবচেয়ে ভালো হয় কয়েকবার syllable ভাগ করে পরা ও লেখা । কিছেু কৌশল আছে যেগুলো সহজেই আয়ত্ত করা যাবে।নিচে সেই রকম কিছু কম কৌশল দেওয়া হলRule-1: ‘l’ দ্বারা গঠিত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে একটিমাত্র vowel থাকে, তাহলে এ শব্দের শেষে ‘ll’ ব্যবহার করতে হয়। যেমন: Well, tell, fill till.Rule-2: ‘l’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে দুইটি vowel থাকে, তাহলে ঐ শব্দের শেষে একটি ‘l’ ব্যবহার করতে হয়। যেমন: Feel, weal, meal, goal.Rule-3: Consonat যুক্ত কোনো suffix (ness ব্যতীত) যদি ‘ll’ দ্বারা সমাপ্ত হয়ে এক syllable বিশিষ্ট কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাহলে শেষের ‘l’ বাদ যাবে।যেমনঃ Well+come=welcome; well+fare=welfare; full+fil=fulfil.কিন্তু vowel যুক্ত Suffix হলে ‘ll’ ই ব্যবহার করতে হবে। যেমন: ill+ness=illness.Rule-4: ‘ll’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দ যদি suffix হিসেবে ব্যবহৃত হয়, তাহলে শেষের ‘l’ বাদ দিতে হবে।যেমনঃ roll-enrol, fill-fulfil, full-doubtful etc.Rule-5: কোনো শব্দের শেষে যদি একটি consonant থাকে এবং consonant টির পূর্বে যদি একটি vowel থাকে এবং এরপর আদিতে যদি vowel বিশিষ্ট কোনো suffix (প্রত্যয়) যুক্ত হয়, তাহলে শেষের consonant টি দ্বিত্ব (double)হবে। যেমন: concel+ed=cancelled, travel+er=traveller.ব্যতিক্রমঃ Benefited, credited, differed, galloped, paralleled, visitor.Rule-6: যে সমস্ত word এর শেষে ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি consonant থাকে তাহলে i বিশিষ্ট প্রত্যয় (ing+ist) বাদে অন্যান্য প্রত্যয় যুক্ত করার সময় ‘y’ এর স্থানে ‘i’ হয়। যেমন: Accompany=Accompaniment, Busy=Business.Rule-7: দুই বা তিন syllable যুক্ত word এর শেষে যুদি একটি consonant এবং তার আগে যদি একটি vowel থাকে এবং উচ্চারণের সময় যদি শেষ syllable এ stress পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো suffix যোগ করতে হলে শেষ Consonant টি double (দ্বিত্ব) করতে হয়।যেমনঃ begin+er=beginner, swim+ing=swimming.কিন্তু stress যদি প্রথম syllable এর উপর দেওয়া হয়, তাহলে Consonant টি double হয় না।যেমনঃ Murmur+ed=murmured, orbit+ing=orbiting.Rule-8: কোনো শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং তার পূর্বে যদি কোনো vowel থাকে, তাহলে সেই শব্দের সাথে কোনো suffix যোগ করার সময় সাধারণত ‘y’ এর কোনো পরিবর্তন হয় না।যেমনঃ Buy=Buyer, Boy=Boyish, Journey=Journeyed ইত্যাদি।ব্যতিক্রমঃ Say=said, Day=Daily ইত্যাদি।Rule-9: শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি ‘t’ থাকে এবং তারপর যদি ‘ous’ যোগ করতে হয় তাহলে ‘y’ এর স্থলে e হয়।যেমনঃ Beauty=Beauteous, Pity=Piteous ইত্যাদি।Rule-10: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর প্রথমে যদি vowel বিশিষ্ট কোনো প্রত্যয় যুক্ত করতে হয়, তাহলে শব্দের শেষের ‘e’ সাধারণত বাদ দিতে হয়।যেমনঃ Come=Coming, Write=Writing. কিন্তু word এর শেষে ‘e’ এবং word টির পূর্বে যদি ‘g’ বা ‘c’ থাকে তাহলে সে word এর শেষে ‘ous’ এবং ‘abl’ যুক্ত করার সময় word এর শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Courage= Courageous, Charge=Chargeable.ব্যতিক্রমঃ Practice=Practicable.Rule-11: কোনো word এর শেষে যদি ee, oe বা ye থাকে তাহলে সে word এর শেষে ed বাদে প্রথমে যদি vowel বিশিষ্ট অন্য কোনো প্রত্যয় যুক্ত হয়, তাহলে শব্দের শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Agree=Agreeable, Free=Freeing, See=Seeing ইত্যাদি।Rule-12: যদি কোনো word এর শেষে ie থাকে, তবে সে word এর শেষে ing যোগ করতে হলে ie-এর স্থানে ‘y’ হয়।যেমনঃ Die=Dying, Tie=Tying ইত্যাদি।Rule-13: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর শেষে যদি consonant বিশিষ্ট কোনো প্রত্যয় যোগ করতে হয়, তাহলে ‘e’ বাদ যাবে। যেমনঃ Argue=Argument, Simple=Simple, Awe=Awful.ব্যতিক্রমঃ Achieve=Achievement. আবার কিছু কিছু word আছে যেগুলোতে e বাদ দিলেও চলে, না দিলেও চলে। যেমনঃ Abridge=Abridgment/Abridgement.Rule-14: কোনো word এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ একত্রে থেকে যদি দীর্ঘ-ঈ (বা Double) এর মত উচ্চারিত হয়, তাহলে সাধারণত প্রথমে ‘i’ ব্যবহৃত হয় এবং পরে ‘e’ ব্যবহৃত হয়।যেমনঃ Achieve, belief, brief, chief, friend. ব্যতিক্রমঃ Conceive, Ceiling,Rule-15: কোনো word-এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ যদি একত্রে থেকে দীর্ঘ-ঈ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সাধারণত প্রথমে ‘e’ এবং পরে ‘i’ ব্যবহৃত হয়। যেমনঃ Heir, Height.Rule-16: কিন্তু word এর পদান্তর (যেমন: Noun-Adjective) হলে মাঝে মাঝে ‘u’ বাদ দিতে হয়। যেমনঃ Honorary, Labour=Laborious.Rule-17: ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে পৃথক করে লেখা যায় না।যেমনঃ Anybody, Everybody, Elsewhere, Cannot, Instead, Nothing, Nowhere, Welcome, Sometimes, Nobody. -
Preposition in Spoken English
Mistakes are often made by using the wrong preposition after certain words.
The following list includes the words which most often give trouble.
(প্রায়ই ভুলগুলো সৃষ্টি হয় সুনির্দিষ্ট কিছু word-এর পরে অযৌক্তিক preposition ব্যবহারের মাধ্যমে। এরকম সমস্যা করে, এমন কিছু word নিচে তালিকাটিতে অন্তর্ভুক্ত করা হল)1) Absorbed (=গভীরভাবে নিবিষ্ট বা নিমগ্ন) in, at বসবে না।Don’t say : The man was absorbed at his work.Say : The man was absorbed in his work.Note : Absorbed -এর পরে appropriate preposition ‘in’ বসে। Absorbed -এর পর ‘at’ বসে না।
2) Accuse of (অভিযুক্ত করা/দোষী করা), for নয়।Don’t say : She accused the man for stealing.Say : She accused the man of stealing.Note : But charge, takes, with: as, The man was charged with murder. (লক্ষণীয় charge, with গ্রহণ করে, যেমন : The man was charged with murder.)
3) Accustomed to (অভ্যস্ত হওয়া), with বসবে না।Don’t say : I’m accustomed with hot weather.Say : I’m accustomed to hot weather.Note : Also used to, যেমনঃ He is used to the heat.
4) Afraid of (ভীত/শঙ্কিত), from বসবে না।Don’t say : Laura is afraid from the dog.Say : Laura is afraid of the dog.Note : Afraid হল- ভীত, এরপর সঠিক preposition-এর ব্যবহার হল- ‘of’, from বসানো সঠিক নয়।
5) Aim at (তাক করা), on বা against বসবে না।Don’t say : She aimed on the target.Say : She aimed at the target.Note : At, preposition-টি সর্বদা গতিপথ নির্দেশ করতে ব্যবহৃত হয়ঃ যেমন- throw at (ঝাঁপিয়ে পড়া), shout at (কারো প্রতি চিৎকার করে বলা), fire at (লক্ষ্য করে গুলি বর্ষণ করা), shoot at (তাক করে গুলি ছোঁড়া)। তবে Shoot (at ব্যতীত) আঘাত করে হত্যা করা অর্থ নির্দেশ করে। যেমন- He shoot a bird (= সে আঘাত করলো এবং এটা মরলো)।
6) Angry with (রাগান্বিত/ক্রুদ্ধ/রুষ্ট), against নয়।Don’t say : The teacher was angry against him.Say : The teacher was angry with him.Note-1 : আমরা ব্যক্তির সাথে with, কিন্তু বস্তুর প্রতি (at)ক্রুদ্ধ/রুষ্ট (angry)হই, যেমনঃ He was angry at The weather (with the weather নয়)।Note-2 : Also annoyed with, vexed with, ‘indignant with’ a person, but at a thing. (একইভাবে ব্যক্তির ‘সাথে’ বোঝাতে Annoyed (ক্রুদ্ধ) with, vexed (বিরক্ত) with, indignant (ঘৃণা/ক্রোধ) with। লক্ষণীয়, বস্তুর ‘প্রতি’ বোঝাতে উক্ত word- গুলোর পরে with-এর পরিবর্তে at বসে।
7) Anxious (= troubled উদ্বিগ্ন/উৎকণ্ঠিত) about, for নয়।Don’t say : They’re anxious for his health.Say : They’re anxious about his health.Note : But anxious meaning wishing very much takes for, as: Parents are anxious for their children’s success. (তবে Anxious যখন তীব্রভাবে চাচ্ছে এমন বা প্রত্যাশী অর্থে ব্যবহৃত হয়, তখন about-এর পরিবর্তে for বসে। যেমনঃ Parents are anxious for their children’s success.)
8) Arrive(পৌঁছানো) at, to নয়।Don’t say : We arrived to the village at night.Say : We arrived at the village at night.Note : Use arrive in with countries and large cities, as : Mr Smith has arrived in London (arrive in দেশ এবং বড় শহর বোঝাতে ব্যবহৃত হয়। যেমনঃ Mr. Smith arrived in London or New York, India etc.
9) Ashamed (লজ্জিত) of,form নয়।Don’t say : He’s now ashamed from his conduct.Say : He’s now ashamed of his conduct.Note : Shy লাজুক/সাবধানী/দ্বিধান্বিত অর্থে ashamed of ব্যবহার করা যথার্থ নয়, সুতরাং I am ashamed of my teacher-এর পরিবর্তে আপনার বলা উচিত I’m shy of my teacher.
10) Believe (আস্থা/বিশ্বাস থাকা) in, to নয়।Don’t say : We believe to God.Say : We believe in God.Note : To believe in means to have faith in To believe (without the in) means to regard something as true : I believe everythin he says. (To believe in অর্থ হল আস্থা/বিশ্বাস থাকা, পক্ষান্তরে To believe (in ব্যতীত) অর্থ হল- সত্য হিসেবে বিবেচনা করা (বিশ্বাস করা) যেমনঃ I believe everything he says)
11) Boast of or about (অহংকার করা) , for নয়।Don’t say : James boasted for his strength.Say : James boasted of (or about) his strength.
12) Careful of, with or about (যত্নবান/মনযোগী), for নয়।Don’t say : Elke’s very careful for her health.Say : Elke’s very careful of/about her health.Or : You should be more careful with your money.Note : Take care of (ব্যবস্থা করা/ভার নেওয়া)। যেমনঃ He takes care of his money.
13) Travel by train ইত্যাদি, with the train ইত্যাদি নয়। Don’t say : He travelled with the train yesterday.Say: He travelled by train yesterday.Note : আমরা বলি, by train, by tram, by boat, by aeroplane, আবার by land, by sea, by air, by bus, in a bus, on a bus; by motor car বা in a motor car, by taxi বা in a taxi; in a cab, in a carriage; on horse-back, on a donkey, on a bicycle; on foot.
14) Complain about (অসন্তোষ,অন্যায়,দুর্ভোগ,যন্ত্রণা) for নয়।Don’t say : Annette complained for the weather.Say : Annette complained about the weather.Note : আমরা যখন অসুস্থতার কথা বলি তখন complain of ব্যবহার করি। আমরা বলিঃ She complained of a sore throat.
15) Composed of (স্থির/স্থিরীকৃত), from নয়।Don’t say : Our class is composed from thirty students.Say : Our class is composed of thirty students.
16) Confidence in (আত্মবিশ্বাস/আস্থা), to নয়।Don’t say : I have great confidence to you.Say : I have great confidence in you.Note : In confidence এটিওঃ যেমন- Let me tell you something in confidence (as a secret=গোপনে)।
17) Conform to (অনুরূপ/একমত হওয়া), with নয়।Don’t say : We must conform with the rules.Say : We must conform to the rules.Note : তবে, comply (রাজি হওয়া/সম্মত হওয়া/মত দেয়া)-এরপর with বসে। যেমনঃ We’ll comply with your request.
18) Congratulate on (অভিনন্দন জানানো), for নয়।Don’t say : I congratulate you for your success.Say : I congratulate you on your success.
19) Consist of (গঠিত হওয়া), from নয়।Don’t say : A year consists from twelve months.Say : A year consists of twelve months.Note : অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, passive voice এ consist ব্যবহারে।
20) Covered with (ছেয়ে যাওয়া,আচ্ছাদিত হওয়া), by নয়।Don’t say : The mountains are covered by snow.Say : The mountains are covered with/in snow.
21) Cure of (আরোগ্য/চিকিৎসা/মুক্ত করা), from নয়।Don’t say : The man was cured from his illness.Say : The man was cured of his illness.Not e : কিন্তু cure যখন Noun হিসেবে বসে সে ক্ষেত্রে for (জন্য) কে গ্রহণ করে। যেমনঃ There is no cure for that disease, অন্যদিকে cure এরপরে preposition from বসেনা।
22) Depend on or upon (নির্ভর/অবলম্বন করা, নির্ভরশীল/মুখাপেক্ষী হওয়া), from নয়। Don’t say: It depends from her. Say: It depends on (or upon) her. Note: Rely (নির্ভর/ভরসা করা)-এর পরেও on বা upon বসে। যেমনঃ I can’t rely on (or upon) him.
23) Deprive of (বঞ্চিত/বিরহিত করা), from নয়। Don’t say: Nelson Mandela was deprived from his freedom. Say: Nelson Mandela was deprived of his freedom.
24) Die of an illness (রোগ/অসুস্থতার জন্য মারা যাওয়া), from an illness নয়। Don’t say: Many people have died from malaria. Say: Many people have died of malaria. Note : কেউ যখন রোগ/অসুস্থতা, অনাহার/ক্ষুধা, পিপাসা, দুঃখ ইত্যাদি হতে মারা যাওয়া বোঝাতে die-এর পরে of বসে। অত্যধিক খাটুনি (overwork) হতে মারা যাওয়া বোঝাতে from বসে। সহিংসতা (violence),তরবারি (sword), মহামারী (pestilence) ইত্যাদি হতে মারা যাওয়া বোঝাতে by বসে। যুদ্ধে, অভাবে মারা যাওয়া বোঝাতে in বসে। দেশের জন্য আত্মদান বোঝাতে for বসে। কোন কারণে মারা যাওয়া বোঝাতে for, অবহেলার কারণে মারা যাওয়া বোঝাতে through, নাট্যমঞ্চে মারা যাওয়া বোঝাতে to বসে এবং ঝুঁকির মধ্যে মারা যাওয়া বোঝাতে at বসে।
25) Different from (ভিন্নরকম/পৃথক), than নয়। Don’t say: My book is different than yours. Say: My book is different from yours.
26) Disappointed by, about বা at, from নয়।
(a) by/at/about: Don’t say: Phillipa was disappointed from the low mark she got in the test. Say: Phillipa was disappointed by/about/at the low mark she got in the test.
(b) with/in: Don’t say: Jane was disappointed from her son. Say: Jane was disappointed with/in her son. Note : আমরা ব্যক্তির পূর্বে with অথবা in,বস্তুর পূর্বে at, about অথবা by এবং gerund এর পূর্বে at ব্যবহার করি, যেমন: Keith is very disappointed at not winning the prize. We use that (optional before a new clause): I was disappointed (that) I didn’t get an invitation.
27) Divide into parts (অংশে/ভাগে ভাগ করা), in parts নয়।Don’t say: I divided the cake in four parts. Say: I divided the cake into four parts. Note : তবে কোন বস্তুকে অর্ধেক (in half) বা দুইয়ে( in two) ভাগ করা যেতে পারে। যেমনঃ Paul divided the apple in half (or in two).
28) No doubt (n) (সংশয়/সন্দেহ) of বা about, for নয়। Don’t say: I’ve no doubt for his ability. Say: I’ve no doubt of (or about) his ability. Note : Doubtful (সন্দিগ্ন/সন্দেহপ্রবণ)-এর পরেও of বসে। যেমন: I am doubtful of his ability to pass.
29) Dressed in (পরিহিত), with নয়। Don’t say: The woman was dressed with black. Say:The woman was dressed in black.Note : The woman was in black এটিও সঠিক।
30) Exception to (বহির্ভূত), of নয়। Don’t say: This is an exception of the rule. Say: This is an exception to the rule. Note: আমরা বলি, with the exception of (ব্যতীত), যেমন: She liked all her subjects with the exception of physics.
31) Exchange for (বদলি/বিনিময় করা), by নয়। Don’t say: He exchanged his collection of matchboxes by some foreign stamps. Say: He exchanged his collection of matchboxes for some foreign stamps. Note : In exchange (বদলে/বিনিময়ে)-এর পরেও for বসে, যেমনঃ He gave them his old car in exchange for a new one.
32) Fail in (ব্যর্থ/অকৃতকার্য হওয়া), from নয়। Don’t say: Steven failed from maths last year. Say: Steven failed in maths last year.
33) Full of (পূর্ণ/ভরা/টইটুম্বুর), with বা from নয়। Don’t say: The jar was full with (or from) oil. Say: The jar was full of oil. Note : তবে Fill-এর পরে with বসে, যেমনঃ Jane filled the glass with water।
34) Get rid of (নিষ্কৃতি/অব্যহতি পাওয়া), from নয়। Don’t say: I’ll be glad to get rid from him. Say: I’ll be glad to get rid of him.
35) Glad (খুশি/আনন্দিত) of বা about, from বা with নয়। Don’t say: Francis was glad from (or with) receiving your letter. Say: Francis was glad of (or about) receiving your letter.Note : ফলাফল (result)-এ খুশি বোঝাতে glad at ব্যবহৃত হয়। যেমনঃ He is glad at having received a good mark.
36) Good at (ভাল/দক্ষ/যোগ্য), in নয়। Don’t say: My sister’s good in maths. Say: My sister’s good at maths.Note 1 : Bad (খারাপ/মন্দ), clever (চালাক/দক্ষ), quick (প্রাণবন্ত/চটপটে), slow (ধীর/মন্থর) ইত্যাদির পরেও at বসে। তবে weak (দুর্বল)-এর পরে in বসে। যেমনঃ He’s weak in grammar.
Note 2 : He’s good in class অর্থ- ক্লাসে তার আচরণ ভাল।
37) Guard against (সতর্ক থাকা/সাবধান হওয়া), from নয়। Don’t say: You must guard from bad habits. Say: You must guard against bad habits.
38) Guilty of (অপরাধী/দোষী), for নয়। Don’t say: He was found guilty for murder. Say: He was found guilty of murder.
39) Independent of (স্বাধীন/স্বাবলম্বী), from নয়। Don’t say: Clare’s independent from her parents. Say: Clare’s independent of her parents. Note: আমরা বলি, dependent (নির্ভরশীল/অধীন) on, যেমন: A child is dependent on its parents.
40) Indifferent to (নিরুৎসুক/উদাসীন/উন্নাসিক/অমনোযোগী), for নয়। Don’t say: They’re indifferent for politics. Say: They’re indifferent to politics.
41) Insist on (তাগিদ দেওয়া/সনির্বদ্ধ বলা/জোর দেওয়া), to নয়। Don’t say: He always insisted to his opinion. Say: He always insisted on his opinion. Note: লক্ষণীয় persist (জেদ করা/নাছোড়বান্দার মত অটল থাকা)-এর পরে to বসে। যেমনঃ He persisted in his silly ideas.
42) Interested in (আগ্রহী/সাগ্রহ/কৌতূহলী/উৎসাহী), for নয়। Don’t say: She’s not interested for her work. Say: She’s not interested in her work. Note: Take an interest (আগ্রহান্বিত হওয়া/আগ্রহ প্রকাশ করা)-এর পরে in বসে। যেমনঃ She takes a great interest in music.
43) Jealous of (পরশ্রীকাতর/ঈর্ষানিত হওয়া), from নয়। Don’t say: He’s very jealous from his brother. Say: He’s very jealous of his brother.
44) Look at (দেখা/তাকানো/দৃষ্টি ফেরানো), to নয়।Don’t say : Look to this beautiful picture.Say : Look at this beautiful picure.Note : সর্বদা gaze (স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা), stare (স্থির দৃষ্টিতে তাকানো) ইত্যাদির পরেও at বসে। তবে look after (= take care of যত্ন নেওা/দেখা-শোনা করা); look for (= try to find – অনুসন্ধান করা) look over (= examine – পরিদর্শন/ পরীক্ষা করা); look into (= examine closely – গভীরভাবে পরীক্ষা করা/তদন্ত করা); look upon (= conside – বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা); look down upon (= have a low opinion of – উপেক্ষা করা/অন্যদের ছোট ভাবা), look upto (= respect- শ্রদ্ধা করা); look out for (= expect – আশা/সম্ভাবনা); look forward to (= expect with pleasure- আনন্দের সাথে প্রতীক্ষা/আশা করা); look to (= rely on- কোন ব্যাপারে সাবধান হওয়া) ইত্যাদির ব্যবহার রীতিসিদ্ধ।
45) Leave for a place (কোন স্থানের উদ্দ্যেশে যাত্রা করা), to a place নয়।Don’t say:They’re leaving to England soon. Say: They’re leaving for England soon.
46) Live on (বেঁচে থাকা), from নয়। Don’t say: He lives from his brother’s money. Say: He lives on his brother’s money. Note : Feed on (খেয়ে বেঁচে থাকা)-এর পরেও on বসে। যেমনঃ Some birds feed on insects.
47) Married to (বিবাহিত), with নয়। Don’t say: Angela was married with a rich man.Say: Angela was married to a rich man.Note: সর্বদা engaged (বাগদান করা)-এর পরেও to বসে। যেমনঃ Sally was engaged to Peter for a year before they got married.48) Opposite to (সম্মুখবর্তী/মুখোমুখি/উল্টো দিকে/বিপরীতে), from নয়। Don’t say: Their house is opposite from ours.Say: Their house is opposite to ours. Note: Opposite ours-ও শুদ্ধ।
49) Pass by a place (কোন স্থানকে অতিক্রম করা/পেছনে ফেলা), from a place নয়। Don’t say: Will you pass from the post-office? Say: Will you pass by the post-office? Note: সর্বদা pass the post-office শুদ্ধ।
50) Play for a team (কোন দলে/দলের হয়ে খেলা), with a team নয়।Don’t say: He plays regularly with that team.Say: He plays regularly for that team.
51) Pleased with (সন্তুষ্ট/খুশি/আনন্দিত), from নয়।Don’t say:The teacher is pleased from me. Say: The teacher is pleased with me. Note: আমরা বলতে পারি pleased at বা pleased with যদি, পরে একটি abstract noun বা clause বসে, যেমন : They were pleased at (or with) what he said; They were pleased at (or with) her results.
52) Popular with (জনপ্রিয়/লোকপ্রিয়), among নয়। Don’t say: John’s popular among his friends.Say: John’s popular with his friends.
53) Prefer to (শ্রেয় মনে করা/পছন্দ করা), from নয়।Don’t say: I prefer a blue pen from a red one. Say: I prefer a blue pen to a red one. Note: সর্বদা preferable to (অধিকমাত্রায় প্রিয়), যেমনঃ This car is preferable to my old one.
54) Preside at বা over (সভাপতিত্ব করা/প্রধান হওয়া), in নয়। Don’t say: Who presided in the last meeting?Say: Who presided at (or over) the last meeting?
55) Proud of (গর্বিত/মর্যাদাবান হওয়া), for নয়। Don’t say: He’s very proud for his promotion.Say: He’s very proud of his promotion. Note: আবার আমরা বলতে পারি take (a) pride in, যেমনঃ A craftsman takes a pride in his work.
56) Rejoice at বা in (আহ্লাদিত/উল্লসিত হওয়া), for নয়। Don’t say: We rejoiced for her success. Say: We rejoiced at (or in) her success.
57) Related to (আত্মীয়তা সূত্রে সম্পর্কিত/জড়িত/সংশ্লিষ্ট হওয়া), with নয়।Don’t say: Are you related with Simon in any way? Say: Are you related to Simon in any way? Note: সর্বদাই relation (সম্পর্ক) এরপরে to বসে, যেমমঃ Is he any relation to you?
58) Repent of (অনুশোচনা করা/হওয়া), from নয়। Don’t say: He repented from his crime.Say: He repented of his crime. Note: লক্ষণীয় repentance (অনুশোচনা/অনুতাপ)-এর পরে for বসে। যেমনঃ He feels repentance for his sin.
59) Satisfied with (পরিতৃপ্ত/সন্তুষ্ট), from নয়।Don’t say: Are you satisfied from your marks?Say: Are you satisfied with your marks?Note: সর্বদা content (খুশি হওয়া), delighted (আনন্দিত হওয়া), unhappy, happy, displeased (অসন্তুষ্ট হওয়া), dissatisfied (অসন্তুষ্ট হওয়া), disgusted (বিরক্ত হওয়া) এদের পরে preposition with বসে।
60) Similar to (সদৃশ/অনুরূপ/সমমনা), with নয়। Don’t say: Your house is similar with mine.Say: Your house is similar to mine.
61) Sit at a desk (ডেস্কে বসা) ইত্যাদি, on a desk নয়।Don’t say: The bank manager was sitting on his desk.Say: The bank manager was sitting at his desk. Note: সর্বদাই sit at a table (টেবিলে বসা) এক্ষেত্রে at হবে। কিন্তু chair, bench, sofa ইত্যাদির ক্ষেত্রে on হবে। যেমনঃ on a chair/bench/sofa; আবার in an arm-chair, in a tree বা up a tree, যেমনঃ A bird sometimes perches (= sits) on a tree.
62) Spend on (অতিবাহিত/ব্যয় করা), for নয়। Don’t say: I spend a lot of time for my computer. Say: I spend a lot of time on my computer.
63) Succeed in (কৃতকার্য/সফল হওয়া), at নয়। Don’t say: I hope he’ll succeed at his work.Say: I hope he’ll succeed in his work. Note: লক্ষণীয়, একজন ব্যক্তি সম্পত্তি, পদবী, কার্যালয় (অফিস) ইত্যাদির উত্তরাধিকারী (মালিক) succeeds to হয়। যেমন: Queen Elizabeth II succeeded to the throne in 1952.
64) Superior to (শ্রেষ্ঠ/উপরস্থ), from বা than নয়।Don’t say: This is superior from (or than) that.Say: This is superior to that. Note: inferior (নিকৃষ্ট/অধস্তন), junior (বয়ঃকনিষ্ঠ/অধস্তন), senior (বয়োজ্যেষ্ঠ/উপরস্থ), subsequent, prior (পূর্ববর্তী) ইত্যাদির পরেও to বসে।
65) Sure of (নিশ্চিত/নিঃসংশয় হওয়া), for নয়। Don’t say: I’m quite sure for her honesty. Say: I’m quite sure of her honesty. Note: সর্বদা certain (নিশ্চিত)-এর পরেও of বসে। যেমনঃ I am quite certain of it.
66) Surprised at or by (হতবাক/বিস্মিত), for নয়।Don’t say: Harold was surprised for the loud bang.Say: Harold was surprised at/by the loud bang. Note: সর্বদা astonished (বিস্মিত করা), amazed (বিস্মিত করা), alarmed (উদ্বিগ্ন), puzzled (কিংকর্তব্যবিমূঢ় করা), shocked (মর্মাহত) ইত্যাদির পরেও at/by বসে।
67) Suspect of (সন্দেহ করা), for নয়। Don’t say: I suspect Kate for stealing the pen.Say: I suspect Kate of stealing the pen. Note: সর্বদা suspicious (সন্দেহপ্রবণ)-এর পরে of বসে। যেমন: Dogs are suspicious of strangers.
68) Take by (চেপে ধরা) from নয়। Don’t say: Robert took his brother from the hand.Say: Robert took his brother by the hand. Note: সর্বদা hold (চেপে ধরা), catch (ধরা), seize (ধরা/পাকড়ানো), snatch (তাড়াতাড়ি ধরা), grasp (আঁকড়িয়ে ধরা)ইত্যাদির পরেও by বসে।
69) Tie to (বাঁধা), on নয়। Don’t say: The girl tied the string on the kite.Say: The girl tied the string to the kite. Note: সর্বদাই bind (বাধা/বন্ধন করা/বাঁধানো)-এর পরেও to বসে। যেমন: The prisoner was bound to the stake.
70) Tired of (ত্যক্ত/বিরক্ত হওয়া), from নয়। Don’t say: The boys are tired from eating boiled eggs. Say: The boys are tired of eating boiled eggs. Note : Tired with (ক্লান্ত/বিরক্ত, উদ্যোমহীন/অবসন্ন), যেমনঃ I am tired with walking. I want to rest. Tired of এবং tired with উল্লেখ্য যে, weary (ক্লান্ত) of এবং weary with এরাও।
72) Tremble with cold (ঠাণ্ডায় কেঁপে ওঠা), from cold ইত্যাদি নয়।Don’t say: The man was trembling from cold.Say: The man was trembling with cold.Note: সর্বদা shake (ঝাঁকা দেওা/বিচলিত করা/কাঁপা) এবং shiver (কাঁপা)-এর পরেও with বসে।যেমনঃ The thief was shaking with fear.
73) Warn (a person) of danger বিপদ সম্পর্কে (কোন ব্যক্তিকে) সতর্ক করে দেওয়া, about danger নয়। Don’t say: They were warned about the danger.Say: They were warned of the danger.Note: সর্বদাই কোন ব্যক্তিকে দোষ/ত্রুটি সম্পর্কে সতর্ক করে দিতে, warned against ব্যবহার হয়। যেমনঃ His teacher warned him against disobeying the regulations.
74) Write in ink (কালিতে লেখা), with ink নয়। Don’t say: I’ve written the letter with ink.Say: I’ve written the letter in ink. Note: আপনি in ব্যবহার করবেন যখন আপনি কাজ শেষ করে ফেরত আসবেন। The drawing was done in charcoal. Dora writes her letters in green ink. আপনি যখন কোন instrument নির্দেশ করবেন তখন ব্যবহার করবেন with. The children art learning to write with a pen. Helen prefers to paint with a thin brush.
This article is useful yes or no commence. -
Make Question with ‘How’
How question? ‘How’ is a very useful question word. The Wh-word ‘how’ can talk about a lot of different things. Let’s look at some of the ways it can be used.
**Structure : 1)Wh-word ‘How’/phrase
2)A-uxiliary verb
3)S-ubjecet
4)M-ain verb / Infinitive
( Four steps must be in this sequence)
★’How’ qu-estion specifically used ‘ Four’ common types of how.
For example :
1)’ How + much ‘ is asking you about a uncountable (singular) nouns.
Ex. water, money,time, coffee, sugar, love, English etc.
2) ‘ How + many’ is asking you about a countable (plural) nouns.
Ex..Apples, oranges, bags,cars,peoples, pens, cats etc.
3)’ How + adjective’ is asking you to say the quantity or degree of the adjective.
Ex..How+ old /hot, good serious /difficult/ far/tall/ high /big/deep/wide/cold/large etc.
4) ‘ How + adverb’ is asking you to say the quantity of the adverb.
Ex..’ How+ often/well/long/quickl /quietly /deeply /widely /
highly /largely /coldly /nicely/ closely etc.★1)How + much + uncountable (singular) nouns:
অর্থাৎ How much শব্দটির সাথে uncountable (অগননীয়)) nouns (বিশেষ্য) যুক্ত করে প্রশ্ন তৈরী করতে হয়। যেমন :
How much time (কতটুকু সময়),How much tea ( কতটুকু চা),How much love ( কতখানি ভালোবাসা)।
Time, tea, love এই noun গুলোকে গননা করা যায় না তবে measure বা পরিমাপ করা যায়। যেমন:How much = Amount of Non countable nouns.
1) How much time does she have?= তার (স্ত্রী)কতটুকু সময় আছে?
2) How much tea does she drink?= সে কতটুকু চা পান করে ?( she drink a lot)
3) How much do you love me ?= কতটুকু ভালোবাস আমাকে? ( A lot of)
4) How much water does he drink a day?= সে (পুরুষ) একদিনে কতটুকু পানি পান করে?
5)How much sugar should I put in your coffee? = তোমার কফিতে আমি কতটুকু চিনি দিবো?
6)How much milk do they need?= তাদের কতটুক দুধ প্রয়োজন? (two liter)
7) How much price is this shirt?= এই সার্টের মূল্য কত? ( Nine hundred)
8) How much coffee would you like? = তুমি কতটুকু কফি চাও?( A lot of)
★2) How + many + plural countable nouns :
অর্থাৎ How many শব্দটির সাথে countable বা গননা করা যায়, এমন যেকোন plural (বহুবচন) noun যুক্ত করে প্রশ্ন তৈরি করতে হয়।
যেমন: How many + books (কতগুলো বই), How many peoples (কতজন লোক ), How many apples ( কতটি আপেল)। ‘Books, Peoples, apples ‘ এসব শব্দগুলো count বা গননা করা যায় এবং শব্দগুলোর শেষে s যুক্ত করে plural করা হয়েছে। যেমন:How many? = number of countable nouns
1) How many books do you read in year?= বছরে তুমি কতটি বই পড়ো?( nine)
2)How many people are there?= এখানে কতজন লোক? ( fifteen)
3) How many apples did he bought? = সে ( পুরুষ) কতগুলো আপেল ক্রয় করেছিলো?
4) How many brothers do they have?= তাদের কতজন ভাই আছে?( four)
5) How many shoes does she buy? সে (স্ত্রী) কয়টি জুতা ক্রয় করেছে?
6) How many languages do you speak? = আপনি কতগুলো ভাষায় কথা বলেন ? (two)
7) How many teachers are there in this school? = এই স্কুলে কতজন শিক্ষক আছে?(ten)
8) How many rooms would you like to reserve? = আপনি কয়টি রুম রিজার্ভ করতে চান? ( five rooms)
9) How many total children will be with you?= আপনার সাথে সবমিলিয়ে কয়টি বাচ্চা থাকবে?(Six)
10) How many days would you like the room for? আপনি কয়দিনের জন্য রুমটি চাচ্ছেন?**Tips -1 : প্রশ্নবাচক বাক্যে কারো কিছু ”আছে” বুজালে Subject এর পরে ”have” বসে। যেমন:
1)How many brothers do you have?= তোমার কয়জন ভাই আছে?( five)
2) How many cars do they have? = তাদের কয়টি গাড়ি আছে?( এই বাক্যে they হলো subjet যার পরে have ব্যবহার হয়েছে)**Tips-2 : আমরা জানি 3rd person singular ‘subject ‘এর সাথে has ব্যবহার হয় কিন্তু প্রশ্নবাচক বাক্যে does এবং doesn’t এর সঙ্গে ’have’ নিজের রূপ বদলায় না। সেজন্য তৃতীয় পুরুষের সাথে does have এবং doesn’t have ব্যবহার হয়। যেমন:
1)How many horses does she have?(three)
2) How many children does Asma have?
3) How many cars does he have? (এই প্রশ্নবাচক বাক্য subject ‘he’ হলো তৃতীয় পুরুষ এবং তার আগে helping verb does হওয়ায় subject এর সাথে have ব্যবহার হয়েছে)**Tips -3 : যখন প্রশ্নবাচক বাক্যে কোন কিছু বা কারো উপস্থিত থাকার ব্যাপারে জিঙ্গাসা করা হয় তখন countable nouns এর পরে ” are there” এবং non countable nouns (বিশেষ্যের) পরে ” is there” ব্যবহার হয়। যেমন :
1) How many airports are there in Dhaka?=ঢাকাতে কতগুলো বিমানবন্দর আছে?
2) How many friends are there in the party?= পার্টিটিতে কতজন বন্ধু আছে?
3) How many bags are there? = ওখানে কতটি ব্যাগ আছে?
4) How much milk is there in the bowl?= বাটিতে কতটুকু দুধ আছে?
5) How much love is there in her heart?= তার হৃদয়ে কতখানি ভালোবাসা রয়েছে?
6) How much money is there in your poket?
= তোমার পকেটে কতটাকা রয়েছে?
7) How much hate is there in his mind?=
তার মনে কি পরিমান ঘৃনা রয়েছে?
8) How much kindness /doubt /believe / jealousy is there in her mind?**Tips -4)a) “How many times” অর্থ কত বার । এটা কোন কাজ কতবার হয় তা জিঙ্গেস করে এবং অতীত কালের জন্য ব্যবহার হয়। ( ১ বার, ১০ বার, ২০ বার, এর উত্তরগুলো প্রায় এমনি হয়)
এবং b)How often অর্থও : কতবার কিন্তু এটা বর্তমান ও ভবিষ্যৎ কালের জন্য ব্যবহার হয়। ( প্রতি সাপ্তাহে, মাসে একবার, প্রতিদিন, উত্তরগুলো প্রায় এমন হয়)
যেমন: a) How many times did the phone ring last night? = গতরাতে ফোনটা কতবার বেজেছিল? Ans: Five times.( পাঁচ বার) b) How many times did you visit India last year? ( তুমি গতবছর কতবার ভারত ভ্রমন করেছিলে? = Ans : 4 times. ( চার বার)
How many times did he fail in exam?= সে কতবার পরিক্ষায় ফেল করেছিল? Ans:3 times)
b) : How often do you visit Parish? = তুমি কতবার প্যারিস ভ্রমন করো? Ans : Every month ( প্রতি মাসে)
How often will Jamil go out for a walk? = জামিল কতবার হাঁটার জন্য বাহিরে বের হবে?Ans : Everyday ( প্রতিদিন)
How often will you go to market?=তুমি কতবার মার্কেটে যাবে? Ans : Three days in a week.( সাপ্তাহে তিনদিন)** Tips -5 : ” How much time ” অর্থ : কত সময় কিন্তু ” How long ” অর্থ : কত সময় ধরে। যেমন:
1) How much time do you need?
= আপনার কত সময় প্রয়োজন?
2) How much time does she studying?
= সে পড়ালেখায় কত সময় অতিবাহিত করে?
3) How long have you been waiting ? = আপনি এখানে কত সময় ধরে অপেক্ষা করছেন?
★★Note: যেসব noun কে গননা করা যায় তাদেরকে Countable noun বলে। যেমন : cat, dog, car, pen, bag,book,website, mangos etc. কিন্তু যেসব noun কে গননা করা যায় না তাদেরকে Non countable noun বলে। যেমন : Fun, news,mony,time,politics,information, advice,English, oil, honey,wheat,rice,spices.
Tips : How much অগননীয় জিনিসের সঙ্গে ব্যবহার করা হয় আর How many গননীয় জিনিসের সঙ্গে ব্যবহার করা হয়। যেমন:
How much water = কতটুকু পানি।
How many books = কতগুলো বই।
★ 3) 3) How + adjective : অর্থাৎ প্রশ্নবোধক শব্দ ‘How’ এর সাথে যেকোন adjective যুক্ত করে প্রশ্ন তৈরি করা যায়। যেমন : How + old (কত বড়/কত বছরের), How hot ( কতটুকু গরম), How +tall ( কত লম্বা)। Old, hot, tall শব্দগুলো adjective যা how এর সাথে যুক্ত হয়ে adjective. এর Quantity (পরিমাপ) প্রকাশ করেছে। যেমন:How +adjective -indication=samp. sentence
1) How+ old – age = how old is the building?
= দালানটির বয়স কত?(thirty – three )
2) How+ hot – warm = how hot is it?
= এটা কতটুকু গরম?
3)How + tall – height= how tall is your sister? তোমার বোন কতটা লম্বা?(about two meters)
4)How+far – distance = how far is new market from here = এখান থেকে নিউ মার্কেট কত দূর?( twenty miles far)
How far do we need to go?
= আমাদেরকে কতদূর যাওয়া প্রয়োজন?
How far is your school from here?= এখান থেকে তোমার স্কুল কতদূর?( very far?
5) How high – lofty =how high is the Eiffel Tower? আইফেল টাওয়ারের উচ্চতা কতটুকু?
6)How serious – important =How serious is he?= সে কতটা গম্ভীর?
7) How big – size = how big is this road?=এই রাস্তা কতটা বড়?
8) How fast -speed = how fast is your Internet connection? তোমার ইন্টারনেট সংযোগ কতটা দ্রুত?( very fast)
9) How deep – depth =how deep is the swimming pool? = সুইমিংপুলটা কতটুকু গভীর?
10) How cold – cool = how cold is it?= এটা কতটুকু ঠান্ডা?
11) How good – condition = how good was her health?= তার স্বাস্থ্য কতটা ভালো ছিলো?( not two good)
12)How good is Anamul’s father as a man?= একজন মানুষ হিসেবে এনামুলের বাবা কতটা
ভালো?
13) How soon will they be ready? = তারা কত দ্রুত প্রস্তুত হবে?( In about one hour)
★4) How + adverb : অর্থাৎ, প্রশ্নবাচক শব্দ “How” এর সাথে adverb যুক্ত করে প্রশ্ন তৈরিবকরা যায়। যেমন : How + often ( কতবার), How + long ( কতক্ষন), How + well (কতটা ভালো)। Often, long, well শব্দগুলো হলো adverb, যেগুলো How এর সাথে যুক্ত হয়ে adverb এর quantity ( পরিমাপ) প্রকাশ করেছে।যেমন:How+ adverb – meaning =samp.sentence
1) How + often – frequency= How often do you drive the car in a day = আপনি একদিনে কতবার গাড়ীটি চালান?(Ans: twice a day)
How often does she visit London a year?=সে একবছরে কতবার লন্ডন ভ্রমন করেন?
2) How + long – duration / length(time or space) = How long was your stay in Dhaka?= ঢাকাতে তুমি কত দিন ছিলে? Ans:Two year.
How long will it take?= এটা নিতে কতক্ষন লাগবে?
How long has she been here = সে এখানে কতক্ষন আছে? Ans: Three hour.
How long did it take you to get here?= তোমার আসতে কতক্ষন লাগলো?
3) How + well – goodly = how well does Pranti know him? প্রান্তি তাকে কতটা ভালো করে চিনে/ জানে ?( not very well)
4) How + quickly – speedily = how quickly can you finish this? = তুমি কতটা দ্রুতভাবে এটা শেষ করতে পারো?
5) How + quietly – calmly = how quietly can Puspo speak? = পুষ্প কতটা শান্তভাবে কথা বলতে পারে?
6) How carefully does he drive his car? = কতটা সচেতনভাবে সে তার গাড়ী চালায়?
7) How safely do you stay in Dhaka?=
ঢাকায় তুমি কতটা নিরাপদে থাকো?
8)How loudly were they shouting?
= তারা কত জোরে চিৎকার করতেছিলো?
Note: An adjective modifies a noun or a pronoun by qualifying, specifying or describing it. Ex. nice, happy, wise loud etc.
But an adverbs modify ( describe) verbs, adjectives and other adverb.Ex.well, loudly.** Many adverbs are made by adding -ly to adjectives. EX..
adjectives+ ly =Adverbs
—————- + -= ————–
1) Sweet+ ly = sweetly
2) Loud+ ly = loudly
3) Heavy+ly = heavily
4) Bright + ly = brightly
5) Brave +ly = bravely
6) Smart+ly= smartly
7) Selfish+ly= selfishly
8) Safe + ly= safely
9) Careful +ly=carefully
10) Regular+ly=regularly
11) Close +ly = closely
12) Correct +ly= correctly★ How + other usual:
a) How + modal = অর্থাৎ, How এর সাথে modal auxiliary verb যুক্ত করে প্রশ্ন তৈরি করা যায়। Can,could shall, should, will, would, may, might, must ইত্যাদি verb গুলোকে modal বলা হয়। যেমন :
1) How can I learn English quickly?
= কিভাবে আমি দ্রুত ইংরেজি শিখতে পারি?
2) How could we improve our English
= আমরা কিভাবে আমাদের ইংরেজি ভালো করতে পারবো?
3)How would you do it? = তুমি এটা কিভাবে করতে চাও?
4)How may I wait? আমি কিভাবে অপেক্ষা করতে পারি?
5) How might he go? = সে কিভাবে যেতে পারতো?
6) How can she trust me? সে কিভাবে আমাকে বিশ্বাস করতে পারে?
7) How can I thank you?= আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাতে পারি?
b) How + present tense : অর্থাৎ প্রশ্নবোধক শব্দ ” How” এর সঙ্গে, helping verb হিসেবে am, is, are, do, does, have, has, have been, has been যুক্ত করে প্রশ্ন তৈরি করা যায়। যেমন:
1) How am I a honest man ? আমি কতটা সৎ মানুষ?
2) How is her married life going?
= তার বিবাহিত জীবন কেমন যাচ্ছে?
3) How are you going there?
= তোমরা সেখানে কিভাবে যাচ্ছো?
4) How do they upload photos to your website?= তারা কিভাবে তোমার ওয়েবসাইটে ছবি আপলোড করে?
5)How does this work?= এই কাজটি কেমন?
6) How have you gone there ? তুমি কিভাবে সেখানে গিয়েছো?
7) How has Pranti sang the song?
= প্রান্তি কিভাবে গানটা গেয়েছে?
8)How have you been keeping?
= কেমন যাচ্ছে আপনার?
9) How has she been staying for five years?
= পাঁচ বছর যাবৎ সে কিভাবে এখানে থাকতেছে?
10)How do you know him = তুমি তাকে কিভাবে জানো / চিনো?
11) How do we get to the new market from here? = এখান থেকে আমরা কিভাবে নিউ মার্কেট যাবো?
12) How do you know where I live?
13) How has Arisha’s life changed since her got married? বিয়ে হওয়ার পর থেকে আরিশার জীবন কতটা পরিবর্তন হয়েছে?
14)How do you know that Pranti doesn’t like him? প্রান্তি তাকে পছন্দ করে নাহ তুমি তা কিভাবে জানো?
15) How does it taste? এটার স্বাদ কেমন?
16) How does it look? এটা দেখতে কেমন?
17) How do you like my new shirt?
= আমার নতুন সার্টটা তুমি কতটা পছন্দ করো?
c) How + past tense : অর্থাৎ, অতীত কালের প্রশ্ন তৈরি করতে How এর সঙ্গে was, were, did, had, had been ইত্যাদি helping verb কে যুক্ত করে প্রশ্ন তৈরি করা যায়। যেমন:
1) How was the trip? = ভ্রমনটা কেমন হলো?
2) How were they walking? = তারা কিভাবে হাঁটতে ছিলো?
3) How did you know I was in Dhaka?
= আমি ঢাকায় ছিলাম তুমি কিভাবে জানতে?
4) How had you gone London?
= সে কিভাবে লন্ডন গিয়েছিল?
5) How did they handle the conflict = তারা কিভাবে বিরোধটি মোকাবিলা করলো?
6) How was her time with Jamil last night?
গতরাতে জামিলের সাথে তার সময়টা কেমন ছিলো?
7) How did she help to escape?
= সে কিভাবে পালাতে সাহায্য করেছিলো?
8) How did they know we were here?
= আমরা এখানে ছিলাম তারা কিভাবে জানতো?
9) How did he know her name is Arisha?
= সে কিভাবে জানতো তার নাম আরিশা?
d) How + Future tense: অর্থাৎ, ভবিষ্যৎ কালের প্রশ্ন তৈরি করতে, প্রশ্নবাচক শব্দ “How” এর সঙ্গে ‘ will, will be যুক্ত করে প্রশ্ন তৈরি করা যায়। যেমন : 1) How will Anamul help him? তাকে এনামুল কিভাবে সহযোগীতা করবে?
2) How will Pranti prove it? প্রান্তি এটা প্রমান কিভাবে করবে?
3) How will their react =
তাদের প্রতিক্রিয়া কেমন হবে?
4) How will I carry it? =
আমি কিভাবে এটা বহন করবো?
5) How will you get paid?
তুমি কিভাবে দিতে পারবে?
6) How will you be going to Lakshmipur?
= আপনি কিভাবে লক্ষীপুর যাবেন?
7) How will Pranti be singing a song?
= প্রান্তি কিভাবে গান গাইবে?
8) How will they be staying in Dhaka?
= তারা কিভাবে ঢাকায় থাকবেন?- * Exception (ব্যাতিক্রমী):
a)Some ” How ” questions consists of simply a question word with a main verb. Structure : How + main verb
1) How + goes? = কিভাবে যায়?
2) How looks?= কেমন লাগছে?
3) How wants = কিভাবে চায়?
4) How played = কেমন খেলল?
5) How liked = কেমন লেগেছে?
b) How come: “How come ” phrase টি দ্বারা reason (কারন) বুজায়। যেমন:
1) How come I never see you?
=তোমাকে কেন আর দেখি নাহ?
2) How come you didn’t tell Jamil about me? = কি কারনে তুমি জামিলকে আমার ব্যাপারে বলোনি?
3) How come she mad a great mistake?
= কিভাবে সে এতবড় ভুল করলো?
- * Exception (ব্যাতিক্রমী):