Category: Freelancing

  • Fiverr Gig image guidelines

    #Fiverr_Gig_image_guidelines_2022 : #fiverr_update
    Making the most of your Gig image
    Success begins with a great Gig image
    In business, image is everything—and first impressions count. When potential buyers see your Gig, its appeal is determined very quickly. If judged as “attractive,” buyers are more likely to click on it and spend more time exploring your service. Use Gig images that stand out to attract buyers and generate more revenue. In short, a great Gig image means more sales—so make the most of how your business presents itself in the marketplace using these Gig image guidelines.
    Quick links:
    General guidelines
    Using a picture of yourself
    Showcasing your work
    Using text as an image
    Using stock images

    General guidelines
    Note: Guidelines are also applied to Gig video and audio thumbnails. If you need guidance, when creating your Gig image, our dedicated Gig image experts are here to help.

    Recommended image size
    1280 x 769 px, with a minimum of 712 x 430 and a maximum of 4000 x 2416 px (at 72 DPI).

    Resizing images
    If you’re using a Mac, use Preview. On Windows, use Photo Gallery. Other free tools are available online.

    Image quality
    Use sharp and clear images. Avoid pixelated, blurry, stretched, or “squashed” images. Use high-resolution, eye-catching images that stand out to potential buyers.

    Number of images per Gig
    You can upload up to 3 images—so make them count! If you’d like to combine photo and text, remember that less is more. Keep it simple.

    Image usage and commercial rights
    Only use images that you have the consent to use. If you plan to use images for commercial purposes, make sure you have the rights.

    Don’t use “clickbait”
    This can cause frustration among potential buyers, and lower your ranking in search results. Only use images that accurately represent your service.

    Relevancy
    Gig images must directly relate to the service provided. Random images 
can damage a Gig’s reputation and lower your chances of being chosen for editorial selections.

    Never share contact information
    Don’t share any contact information in your Gig image. All communication should take place within Fiverr.

    Use as little text as possible
    Avoid repeating text that’s already somewhere else in your Gig.
    Make your Gig stand out
    If you have more than one Gig, each Gig’s image and message must be unique.
    Be trustworthy
    If you’d like to use a photo of yourself, show yourself clearly and face the front. For more information, see Fiverr’s Community Standards.
    Name your image file
    Make your Gig easier to find with a clear and relevant file name. This can be valuable in terms of Search Engine Optimization (SEO) as your Gig can be found in search results.
    Objectionable content is not accepted
    Example: Adult material or hate speech. For more, see Fiverr’s Community Standards.
    Compliance
    Gig images must meet Fiverr’s Terms of Service and Community Standards. If your Gig doesn’t meet the policies’ standards, it will be removed.
    Privacy
    Do not use any private information on your Gig images. This applies to both individual and business information relating to yourself or your clients.
    Logos: Dos and don’ts
    Image usage rights
    Don’t use logos without the owner’s consent or the license holder’s permission. Read the Terms of Service for each logo.
    Clear and easy to read
    Make sure that you’re not overcrowding your Gig image with too much text or too many logos. If you choose to include text, make sure it’s easy to read.

    See more  on Fiverr

  • Fiverr-Payoneer-freelancing-outsourcing

    Fiverr-Payoneer-freelancing-outsourcing

    Fiverr.com is World’s biggest online marketplace for freelance services. The company provides a platform for freelancers to offer services to customers worldwide.

    Create your Fiverr Account

    Payoneer.com  is World’s most trusted financial services company that provides online money transfer, digital payment services and provides customers with working capital worldwide.

    Create your Payoneer Account
  • Fiverr Tips

    Fiverr Tips

    Fiverr এ কাজ পাবার কিছু টিপস

    ১. ব্লগিং : আপনি নিজে ফ্রি একটি ব্লগ তৈরী করেন সেটা হোক wordpress.com or blogspot এ এবং সেখানে আপনি আপনার গিগ সম্পর্কিত একটি আর্টিকেল লিখুন আর্টিকেল এর নিচে গিয়া আপনার গিগ এর লিংক দিয়া আসতে পারেন। অথবা আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন সে ক্ষেত্রে গেস্ট পোস্টিং করতে পারেন যেমন techtunes একটি আর্টিকেল লিখলেন শেষে আপনি আপনার গিগ এর লিংক দিলেন। বলে রাখা দরকার আপনি যে আর্টিকেল লিখবেন সেটি যেন আরেক জনের উপকার হই সেই ধরনের আর্টিকেল যেমন আপনি গ্রাফিক্স সার্ভিস দেন সে ক্ষেত্রে আপনি লিখতে পারেন, কিভাবে লোগো তৈরিতে কি ধরনের রং ব্যবহার করবেন।
    ২. সোশ্যাল মিডিয়া : বর্তমানে সবচাইতে বেশি ভিসিটর হচ্ছে সোশ্যাল মিডিয়া তে।, তার মধ্যে হচ্ছে facebook, twitter, pinterest . এগুলোতে আপনি আপনার গিগ এর শর্ট লিংক শেয়ার করতে পারেন।
    ৩. ফোরাম : গিগ মার্কেটিং এর জন্য সবচাইতে ভালো জায়গা হচ্ছে ফোরাম এ discussion এ অংশগ্রহন করুন।
    ৪. ইউটিউব চ্যানেল : আপনি আপনার গিগ নিয়া ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট এর একটি ভিডিও তৈরী করতে পারেন যার মধ্যে আপনি দিতে পারেন,

    আপনি কে।
    আপনার গিগ এর বর্ণনা।
    কেন আপনার সার্ভিস টি সবচাইতে ভালো ইত্যাদি। এবার আপনি সেই ভিডিও এর ডেসক্রিপশন গিয়া আপনার গিগ আর লিংক টি দিয়া আসুন।
    ৫. ব্লগ কমেন্টস : আপনার গিগ সম্পর্কিত ব্লগ এর আর্টিকেল সার্চ করুন এবং সেখানে গিয়া আপনি কমেন্টস করে আপনার গিগ এর লিংক দিয়া আসুন।
    ৬. সোশ্যাল বুকমার্কিং: সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট গুলোতে আপনার গিগ এর লিংক বুকমার্কিং করে রাখতে পারেন। বুকমার্কিং সাইট এর মধ্যে Digg, StumbleUpon, Raddit, Delicious, shaldot , etc.
    ৭. স্লাইড শেয়ার: এটি একটি ওয়েবসাইট যে খানে আপনি পিডিএফ , স্লাইড , ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। আপনি আপনার গিগ সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট এ স্লাইড তৈরী করুন এবং সেটা উপরের সব জায়গায় শেয়ার করুন।

    ফাইবার বায়ার রিকোয়েস্টঃ

    ফাইবার বায়ার রিকোয়েস্টঃ এইটা নিয়ে অনেকেই ইনবক্স এ জানতে চান ভাই কেমনে করে লিখলে ভালো হবে, কেমনে ভালো কভার লেটার লিখব, ইত্যাদি ইত্যাদি…।
    আমি আজকে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু জিনিস শেয়ার করবো। কাজে লাগলে লাগতেও পারে 😊
    বায়ার রিকোয়েস্ট করে কাজ হয়না, এটা আমি বিশ্বাস করি না। আমরা যা করি, একই লেখা প্রত্যেক বায়ারের কাছে সেন্ড করি। বিষয়টা এমন, যে স্কুলে থাকতে দেখেছি ১ টা ইংরেজী রচনা পড়লে ৫০টা রচনা লেখা যায়। এখনতো আপনারা সবাই স্কুলের গন্ডি পেরিয়ে এসেছেন, ভাবুনতো একবার সেই ইংরেজী রচনার মান কেমন হবে। আরো একটা ধারণা আছে আমাদের, ১০/১২ টা অফার সেন্ড হয়ে গেছে এখন আর অফার পাঠিয়ে কাজ হবে না। আমি মনে করি এটা ঠিক না, কারণ বায়ার টাকা খরচ করে কাজ করিয়ে নেবে অথচ প্রথম অফার পাওয়া মাত্রই কাজ দিয়ে দিবে এমনটা না। উনি নিশ্চয়ই কয়েকটা অফার দেখে তারপর অর্ডার করবে। এজন্য আমরা বায়ার রিকোয়েস্ট করার সময় যেভাবে ডিসক্রিপশন লিখতে পারি…
    ১। বায়ার কি লিখেছে সেটা ভালো করে পড়তে হবে।
    ২। আমার যে ৪/৫ বছরের অভিজ্ঞতা আছে সেটা না বলাই ভালো। এর পরিবর্তে কিভাবে বায়ারের কাজ করে দিবেন বা কিভাবে কাজটা করলে ভালো হবে সে বিষয়ে পরামর্শ দিন।
    ৩। তারপর পয়েন্ট আকারে লিখুন.. আপনার কাছ থেকে সে কি কি সুবিধা পাবে যেমন, আনলিমিটেড রিভিশন, দ্রুত ডেলিভেরি দিতে পারবেন, 24/7 যোগাযোগ রাখবেন, সোর্স ফাইল দিবেন কিনা সে বিষয়ে, হাই কোয়ালিটির কাজ প্রোভাইড করবেন… এরকম কিছু কথা লেখা যেতে পারে।
    ৪। আবারো বলছি, বায়ার কি চেয়েছে সেটার উপর ভিত্তি করেই রিকোয়েস্ট পাঠাবেন।
    ৫। দ্রুত টাইপ করার চেষ্টা করুন।
    ৬। মোট কথা বায়ার যদি আপনার অফার টা পড়ে, সে যেন বুঝতে পারে আপনি তার কাজের জন্য যোগ্য ।
    আমি এভাবেই কাজ পাওয়ার চেষ্টা করেছি এবং এখনো করছি। 🙂
    ধৈর্য্য ধরুন, রেগুলার বায়ার রিকোয়েস্ট করুন, কাজের ইমপ্রুভ করুন, ইংলিশ স্কিল বাড়ান এক সময় আপনিই হবেন সেরাদের মধ্যে একজন। 🥰🥰🥰🥰
    সবার প্রতি শুভকামনা ❤️