Category: Word Meaning

  • Daily Spoken English Words

    Daily Spoken English Words

    সহজে ইংলিশ শিখুন

    personally = (পারসোনালি) = ব্যক্তিগতভাবে
    come here = (কাম হেয়ার) = এখানে আস
    enough = (এনাফ) = যথেষ্ট
    energy = (এনার্জি) = শক্তি
    compare = (কম্পেয়ার) = তুলনা করা
    commitment = (কমিটমেন্ট) = প্রতিশ্রুতি/অঙ্গিকার
    qualification = (কোয়ালিফিকেশন) = যোগ্যতা
    go there = (গো দেয়ার) = সেখানে যাও
    listen = (লিসেন) = কথা শোনা
    stop = (স্টপ) = থেমে যাওয়া/বন্ধকরা
    crime = (ক্রাইম) = অপরাধ
    criminal = (ক্রিমিনাল) = অপরাধী
    catch it = (কেচ ইট) = এটা ধর
    keep it = (কিপ ইট) = এটা রাখ

    বিভিন্ন রোগের ইংরেজি প্রতিশব্দঃ
    ❍ Fever – (ফিভার) – জ্বর
    ❍ Pain – (পেইন) – ব্যথা
    ❍ Gripe – (গ্রাইফ) – পেট ব্যথা
    ❍ Pill – (পিল) – বড়ি
    ❍ Ulcer – (আলসার) – ক্ষত
    ❍ Leprosy – (লেপ্রসি) – কুষ্ঠ
    ❍ Cold – (কোল্ড) – সর্দি
    ❍ Cough – (কফ) – কাঁশি
    ❍ Cancer – (ক্যান্সার) – কাউট রোগ
    ❍ Diabetes – (ডায়াবেটিস) – বহুমূত্র
    ❍ Bandage – (ব্যান্ডেজ) – পট্টি
    ❍ Boil – (বয়েল) – ফোঁড়া
    ❍ Medicine – (মেডিসিন) – ঔষধ
    ❍ Piles – (পাইলস) – অর্শ্ব
    ❍ Patient – (পেশেন্ট) – রোগী
    ❍ Asthma – (অ্যাজমা) – হাঁপানি
    ❍ Tumour – (টিউমার) – টিউমার
    ❍ Typhoid – (টাইফয়েড) – টাইফয়েড
    ❍ Tetanus – (টিট্যানাস) – ধনুষ্টংকার
    ❍ Treatment – (ট্রিটমেন্ট) – চিকিৎসা
    ❍ Malaria – (ম্যালেরিয়া) – ম্যালেরিয়া
    ❍ Headache – (হেডঅ্যাক) – মাথা ব্যথা
    ❍ Toothache – (টুথঅ্যাক) – দাঁত ব্যথা
    ❍ Jaundice – (জন্ডিস) – পান্ডুরোগ

    It’s my turn👉(“এবার আমার পালা”) দিয়ে কিছু বাক্য গঠন।
    ✪ It’s my turn to learn everything. – এবার আমার সবকিছু শিখে নেওয়ার পালা।
    ✪ It’s my turn to help him. – এবার আমার তাকে সাহায্য করার পালা।
    ✪ It’s my turn to complete the work. – এবার আমার কাজটি শেষ করার পালা।
    ✪ It’s my turn to pay for lunch. – এবার আমার পালা দুপুরের খাবারের বিল পরিশোধের।
    ✪ It’s my turn to tell you a secret. – এবার আমার পালা তোমাকে একটি গোপন কথা বলার।
    ✪ It’s my turn to give her a gift. – এবার আমার তাকে একটা গিফট দেওয়ার পালা।
    ✪ It’s my turn to find out a restaurant. – এবার আমার একটা রেস্টুরেন্ট খুজে বের করার পালা।

    It’s high time- ইহাই উপযুক্ত সময়.
    Structure : It’s high time to + verb+ extension
    (y) এটাই প্রস্তুতি গ্রহণ উপযুক্ত সময়|
    It is high time to take preparation
    (y) এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়।
    it’s high time to solve this problem.
    (y) ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়।
    It’s high time to learn English.
    (y) তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়।
    It’s high time to build your carrier.
    (y) ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার।
    it’s high time to put away our bad habits.


    ✮ আমাকে ব্যাখ্যা করতে দাও – Let me
    explain.
    .
    ✮ তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছো – You
    are crossing the limit.
    .
    ✮ জীবন উপভোগ করো – Enjoy your life.
    .
    ✮ অহংকারী হইও না – Don’t be egoist.
    .
    ✮ আমি সন্তুষ্ট – I am satisfied.
    .
    ✮ আমাকে শেষ করতে দাও – Let me finish.
    .
    ✮ আমাকে কখনও ভুলো না – Please never
    forget me.
    .
    ✮ তৈরি হও – Please be ready.
    .
    ✮ বেশি কথা বলো না – Don’t talk too
    much.
    .
    ✮ সাহসী হও – Be brave.
    .
    ✮ উদ্ধমী হও – Be enthusiastic.
    .
    ✮ মোটেও না – Not at all.
    .
    ✮ আমার কথা শুনো – Listen to me.
    .
    ✮ তোমার দিন শুভ হোক – Good day to you.
    .
    ✮ কিছু মনে করো না – Please never mind.
    .
    ✮ আমাকে অনুসরণ করো – Follow me.
    .
    ✮ পিতামাতাকে শ্রদ্ধা করো – Respect your parents.

    কিছু মনে রাখার বিষয়:-😃
    ∆ Sick & ill
    অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick আর দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।
    ∆ Cool & cold
    আরামদায়ক ঠান্ডা হলে cool আর কষ্টদায়ক হলে cold হয়।
    ∆ Hot & warm
    আরামদায়ক গরম হলে warm
    আর কষ্টদায়ক হলে Hot হবে ।
    ∆ Handsome & beautiful
    ছেলেরা Handsome আর মেয়েরা beautiful হয় ।
    ∆ In time & on time
    ঠিক সময়ে হলে on time
    আর ঠিক সময়ে না হলে in টাইম ।
    ∆ low & short
    ব্যক্তির ক্ষেত্রে short আর বস্তুর ক্ষেত্রে low হয় ।
    ∆ Put & keep
    অল্প সময়ের জন্য রাখলে put আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।
    ∆ drown & sink
    প্রাণী ডুবলে drown আর বস্তু ডুবলে sink
    ∆ Hope & wish
    বাস্তব আশার ক্ষেতে hope & অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।
    ∆ Revenge & Avenge
    নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge & অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।
    Write done after reading the post.🥰🥰

    I am impressed.= আমি মুগ্ধ।
    I was impressed.= আমি মুগ্ধ ছিলাম।
    I will be impressed.= আমি মুগ্ধ হব।
    I am convinced.= আমি রাজি।
    I was convinced.= আমি রাজি ছিলাম।
    I will be convinced.= আমি রাজি হব।
    I am inspired.= আমি উৎসাহিত।
    I was inspired.= আমি উৎসাহিত ছিলাম।
    I will be inspired.= আমি উৎসাহিত হব।
    He is concerned.= সে চিন্তিত।
    He was concerned.= সে চিন্তিত ছিলো।
    He will be concerned.= সে ছিন্তিত হবে।
    He is motivated.= সে উদ্দিপ্ত।
    He was motivated.= সে উদ্দিপ্ত ছিলো।
    He will be motivated.= সে উদ্দিপ্ত হবে।
    She is educated.= সে শিক্ষিত।
    She was educated.= সে শিক্ষিত ছিলো।
    She will be educated.= সে শিক্ষিত হবে।
    She is respected.= সে সম্মানিত।
    She was respected.= সে সম্মানিত ছিলো।
    She will be respected.= সে সম্মানিত হবে।

    1.তুমি ইংরেজি বলতে পার?
    Can you speak English?
    2.তুমি কি ইংরেজি পড়?
    Do you study English?
    3.এ বিষয়ে মতভেদ আছে।
    Opinions differ on this subject.
    4.আমি চেষ্টার আর কিছু বাকি রাখিনি।
    I have left no stone unturned.
    5.এক মাঘে শীত যায় না।
    One shallow does not make a summer.
    6.এক হাতে তালি বাজে না।
    It takes two to make a quarrel.
    7.তুমি আমার মনের মানুষ।
    You are a man after my heart.
    8.তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর।
    Have it your way.
    9.আমার কথা কি বুঝতে পারছো?
    Are you getting me?
    10.তুমি ক্রেডিট কার্ডে দাম নাও?
    Do you take credit cards?
    ✏️Write Done✅

  • Important Abbreviation and Elaboration

    Important Abbreviation and Elaboration

    eSchoolbd.com

    Important Abbreviation and Elaboration

    important মনে হলে, শেয়ার করে রাখুন ….——————————————-১। GPA – এর পূর্ণরূপ—Grade point Average২। J.S.C – এর পূর্ণরূপ — Junior School Certificate.৩। J.D.C – এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.৪। S.S.C – এর পূর্ণরূপ — Secondary School Certificate.৫। H.S.C – এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.৬। A.M – এর পূর্ণরূপ — Ante meridian.৭। P.M – এর পূর্ণরূপ — Post meridian.৮। B. A – এর পূর্ণরূপ — Bachelor of Arts.৯। B.B.S – এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.১০। B.S.S – এর পূর্ণরূপ — Bachelor of Social Science.১১। B.B.A – এর পূর্ণরূপ — Bachelor of Business Administration১২। M.B.A – এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.১৩। B.C.S – এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.১৪ । M.A. – এর পূর্ণরূপ — Master of Arts.১৫। B.Sc. – এর পূর্ণরূপ — Bachelor of Science.১৬। M.Sc. – এর পূর্ণরূপ — Master of Science.১৭। B.Sc. Ag. – এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.১৯ । M.B.B.S. – এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.২০। M.D. – এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.২১। M.S. – এর পূর্ণরূপ — Master of Surgery.২২। Ph.D./ D.Phil. – এর পূর্ণরূপ — Doctor of Philosophy (Arts & Science)২৩। D.Litt./Lit. – এর পূর্ণরূপ — Doctor of Literature/ Doctor of Letters.২৪। D.Sc. – এর পূর্ণরূপ — Doctor of Science.২৫। B.C.O.M – এর পূর্ণরূপ — Bachelor of Commerce.২৬। M.C.O.M – এর পূর্ণরূপ — Master of Commerce.২৭। B.ed – এর পূর্ণরূপ — Bachelor of education.২৮। Dr. – এর পূর্ণরূপ — Doctor.২৯। Mr. – এর পূর্ণরূপ — Mister.৩০। Mrs. – এর পূর্ণরূপ — Mistress.৩১। M.P. – এর পূর্ণরূপ — Member of Parliament.৩২। M.L.A. – এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.৩৩। M.L.C – এর পূর্ণরূপ — Member of Legislative Council.৩৪। P.M. – এর পূর্ণরূপ — Prime Minister.৩৫। V.P – এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.৩৯। S.P- এর পূর্ণরূপ — Superintendent of police৪০। S.I – এর পূর্ণরূপ — Sub Inspector( of Police.). Like, Comment & Share দিয়ে সঙ্গেই থাকুন, ধন্যবাদ ।

    Some Most Important Abbreviation and Elaboration?

    Abbreviation Elaboration
    HDML Handheld Device Markup Language.
    HDMI High Definition Multimedia Interface.
    Wi-Fi Wireless Fidelity.
    SIM Subscriber Identification Module.
    WWW World Wide Web
    TF Trans Flash.
    USB Universal Serial Bus.
    Micro SD Micro Secure Digital.
    LED Light Emitting Diode.
    LCD Liquid Crystal Display.
    PC Personal Computer.
    .com Company.
    .info Information.
    .org Organization.
    .net Network.
    .bd Bangladesh.
    .gov Government.
    AM Ante Meridian. Latin = before midday.
    PM Post Meridian. Latin = after midday.
    AD Anno Domini.
    BC Before Christ.
    GPS Global Positioning System.
    GPRS Global Packet Radio Service
    UPS Uninterruptible Power Supply.
    IPS Instant Power Supply
    Triple Three Numeric Number (222).
    Tetraple Four Numeric Number (2222).
    SMS Short Message Sending.
    MMS Multimedia Message Sending.
    PIN Personal Identification Number.
    IDE Integrated Drive Electronics
    LAN Local Area Network.
    WAN Wide Area Network
    HDD Hard Disk Drive.
    FDD Floppy Disk Drive.
    RAM Random Access Memory.
    ROM Read Only Memory.
    CD Compact Disc.
    DVD Digital Video Disc (versatile).
    Cc Carbon Copy.
    Bcc Blind Carbon Copy
    e.g. Exempli Gratia (for example).
    i.e. Id Est (in other words).
    SATA Serial ATA
    PATA Parallel ATA
    CPU Central Processing Unit
    PDF Portable Document Format
    XL Extra Large
    DOS Disk Operating System
    b bit
    B Byte
    KB Kilo Byte
    MB Mega Byte
    GB Giga Byte
    TB Tera Byte
    PB Peta Byte
    EB Exa Byte
    ZB Zetta Byte
    YB Yotta Byte
    JS Java Script
    JRE Java Runtime Environment
    J2EE Java 2 Enterprise Edition
    J2ME Java 2 Micro Edition
    J2SE Java 2 Standard Edition
    UNIX Uniplexed Information and Computer System
    PnP Plug and Play
    PDA Personal Digital Assistant
    MP3 Motion Pictures Layer–3
    MPEG Motion Pictures Experts Group
    AMR Adaptive Multi Rate
    MIDI Musical Instrument Digital Interface
    FAQ Frequently Asked Questions
    BIOS Basic Input Output System
    DPI Dots Per Inch
    RTC Real Time Clock
    FAT File Allocation Table
    NTFS New Technology File System
    ATA Advanced Technology Attachment
    VGA Video Graphics Array
    SVGA Super Video Graphics Array
    QVGA Quarter Video Graphics Array
    AGP Accelerated Graphics Port
    PCI Peripheral Component Interconnect
    CRT Cathode Ray Tube
    JPEG Joint Photographic Experts Group
    GIF Graphics Interchange Format
    PNG Portable Network Graphics
    CD-R CD-Recordable
    CD-ROM CD Read-Only Memory
    CD-RW CD-Rewritable
    DVD-R DVD-Recordable
    DVD-ROM DVD-Read Only Memory
    DVD-RW DVD-Rewritable
    DAT Digital Audio Tape
    DIVX Digital Video Expres
    TCP Transmission Control Protocol
    SQL Structured Query Language
    PHP Pre Processor Hypertext
    CSS Cascading Style Sheets
    XML EXtensible Markup Language
    ISP Internet Service Provider
    HTML Hypertext Markup Language
    HTTP Hypertext Transfer Protocol
    WAP Wireless Access Point
    WLAN Wireless Local Area Network
    DNS Domain Name System
    VOIP Voice over Internet Protocol
    VPN Virtual Private Network
    URL Uniform Resource Locator
    IP Internet Protocol
    IT Information Technology
    ICT Information and Communication Technology
    CSE Computer Science & Engineering
    EEE Electrical and Electronics Engineering
    OS Operating System
    etc Etcetera

    Daily Talks 03 VDO

    [embedyt] https://www.youtube.com/embed?listType=playlist&list=

    &layout=gallery[/embedyt]

    Daily Talks 04

    Updating every day … 

    • See Next >>
    • Spoken English
    • FREE Courses


    Facebook


    Twitter


    Facebook


    Youtube


    Wordpress

    Welcome

    free education programme

    eSchoolbd.com provides FREE educational contents to the students of all stages

    Join UsYouTube


    Important Abbreviation and Elaboration

    Important Abbreviation and Elaboration


    admin

    Important Abbreviation and Elaboration


    ghore-boshe-spoken-english-pdf-download-free-pdf-book-eSchoolbd.com

    ঘরে বসে স্পোকেন ইংলিশ || Ghore Boshe Spoken English


    admin

    SPOKEN ENGLISH daily self talks Daily Self Talks 01 🔥 I am happy- আমি সুখী🔥 I am okay – আমি


    How to learn spoken English within 10 minutes, super fast, and Easy Way - eSchoolbd.com

    How to learn spoken English within 10 minutes, super-fast, and Easy Way?


    admin

    Do you want to learn spoken English within 10 minutes, super fast and Easy Way? The following tips are just


    how-to-introduce-yourself-at-a-job-interview-eSchoolbd.com

    How to Introduce in English


    admin

    Format _ 1 Introduce Yourself :Format_1:I am Md. Mahfuzul Alam, the son of Mr. Md. Lokman Hakim & Mrs. Mosssammat


    Spoken English Teaching - eSchoolbd.com

    Spoken English


    admin

    Spoken English Tips Spoken English Teaching [embedyt] https://www.youtube.com/embed?listType=playlist&list=PLBjYeaH6nLg2hknYyfBOH8L4oooF_jlpk&layout=gallery[/embedyt] Important Abbreviation and Elaboration February 5, 2021February 5, 2021 admin Important Abbreviation

  • ঘরে বসে স্পোকেন ইংলিশ || Ghore Boshe Spoken English

    ঘরে বসে স্পোকেন ইংলিশ || Ghore Boshe Spoken English

    eSchoolbd.com

    SPOKEN ENGLISH daily self talks

    Daily Self Talks 01

    🔥 I am happy- আমি সুখী
    🔥 I am okay – আমি ঠিক আছি
    🔥 I am busy – আমি ব্যস্ত
    🔥 I am sociable – আমি মিশুক
    🔥 I am lucky – আমি ভাগ্যবান
    🔥 I am proud – আমি গর্বিত
    🔥 I am fit – আমি উপযুক্ত
    🔥 I am thirsty- আমি তৃষ্ণার্ত
    🔥 I am optimistic- আমি আশাবাদী
    🔥 I am exited- আমি উত্তেজিত
    🔥 I am so so- আমি মোটামুটি
    🔥 I am shy – আমি লজ্জিত
    🔥 I am sorry- আমি দুঃখিত
    🔥 I am talking – আমি কথা বলছি
    🔥 I am feeling – আমি অনুভব করছি
    🔥 I am concerned – আমি উদ্বিগ্ন
    🔥 I am devoted- আমি অনুগত
    🔥 I am nervous – আমি বিচলিত
    🔥 I am improving – আমি উন্নতি করছি
    🔥 I am working – আমি কাজ করছি
    🔥 I am so tired – আমি খুব ক্লান্ত
    🔥 I am astonished – আমি বিস্মিত
    🔥 I am unmarried – আমি অবিবাহিত
    🔥 I am nervous – আমি বিচলিত
    🔥 I am playing – আমি খেলছি
    🔥 I am sick- আমি অসুস্থ
    Daily Self Talks 02
    in – ভিতরেis – হয়him – তারme – আমাকেwe – আমরাus – আমাদেরdo – করাthink – ভাবাthat’s – উহা, ঐ, যেthan – অপেক্ষা, থেকেthen – বস্তু নিদর্শকwill – ইচ্ছাas – যেহেতুthese এ সকলkind – দয়ালুan – কোন একup – উঁচুit – ইহা,এইbe – তাই হোক,few – কয়েকজন বা অল্পসংখ্যকcan – সমর্থ হওয়া, পারাof – থেকে, হতে, মধ্যেon – উপরেif – যদি,for – জন্য, পক্ষে, যেহেতুor – অথবা, কিংবাinfo – সন্দেহmore – আরো, অধিকthough – যদিওno – না, নয়, নহেwas – ছিলোwere – ছিলোhas – আছেshould – উচিতcould – পারিতmay – পারাgo – যাওয়াmake – গঠন বা তৈরি করাhelp – সাহায্যdoing – করেছেনoften – প্রায়ইwork – কাজlook – তাকান, দেখাfind – দেখতে পাওয়াAgain – আবারmy – আমারonce – একদাlot – প্রচুর পরিমাণnow – এখন, বর্তমানright – সঠিকsorry – দুঃখিতbut – কিন্তুwho – কে, কারা, যে, যারাwhom – যাকে, কাকেelse – নতুবাwhere – কোথায়, যেথায়and – এবং, ও,আরোwhy – কেনever – সমানwhen – কখনwith – সাথেkeep – রাখাhow – কিভাবেyou – তুমি, আপনিyour – তোমারshe – সে বা তিনিhe – সে, তিনিare – হয়, আছেtheir – তাদেরsee – দেখাher – তাকেget – পাওয়া, অর্জন করাout – দূরে, বাইরেput – রাখা, স্থাপন করাPlan – পরিকল্পনা,after – পরেbefore – আগেanyone – যে কেউ, যে কোনyet – তখনওwould – হতে ইচ্ছুক, বা ভাবীgive – দেওয়া, প্রদান করা
    Daily Self Talks 03
    কিভাবে দুঃখ প্রকাশ করবেন:Sorry – দুঃখিতI’m sorry – আমি দুঃখিত।I’m really sorry – আমি সত্যিই দুঃখিত।I apologize – আমি ক্ষমা চাইছি।Excuse me – আমাকে ক্ষমা করবেন।Pardon me! – আমাকে ক্ষমা করুনI regret – আমি অনুতপ্ত।Silly me! – কি বোকা আমি!Please forgive me – দয়া করে আমাকে ক্ষমা করুন।I messed up – আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম।I am sorry to have disappointed you – তোমাকে হতাশ করে আমি দুঃখিত।I hope you can forgive me – আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন।I am/was in the wrong – আমি ভুলের মধ্যে আছি/ছিলাম।I would like to express my regret – আমি আমার অনুতাপ প্রকাশ করতে চাই।I am really most terribly sorry – আমি সত্যিই অনেক দুঃখিত।ইংরেজিতে কারো দৃষ্টি আকর্ষণ করাExcuse Me – শুনুন।Can you hear me? – আমার কথা শুনছেন?Listen to me – আমার কথা শুনুন।Hey, got it? – এই, বুঝতে পেরেছো?Oh, come on! – আহ, একটু বুঝতে চেষ্টা করোতো!May I have your attention please- আপনি যদি একটু এদিকে নজর দেন।Is it clear to you? – এটা কি তোমার কাছে পরিষ্কার?Are you with me? – আমার কথা শুনছেন তো?Do you follow me? – আমার কথা বুঝতে পারছো তো?Do you understand? – তুমি কি বুঝতে পারছো?Don’t you hear me? – তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো না?
    Daily Self Talks 04
    কমন ১০০টি Verb শিখে নিন। পরবর্তী ১০০টি Verb খুব শীঘ্রই পোস্ট করা হবে।100. Be (Am/is/are – হয়)101. will – ইচ্ছা করা102. can – পারা103. may – পারা104. must – বাধ্য হত্তয়া105. Thank – ধন্যবাদ দেওয়া106. hope – আশা করা107. Produce – উৎপাদন করা108. ensure – নিশ্চিত করা109. assure – নিশ্চিত করা110. confirm – নিশ্চিত করা111. insure – নিশ্চিত করা112. suppose – অনুমান করা113. guess – অনুমান করা114. wish – কামনা করা115. carry – বহন করা116. support – সমর্থন করা117. hit – আঘাত করা118. develop – উন্নতিসাধন করা119. prosper – উন্নতিসাধন করা120. improve – উন্নত করা121. better – উন্নতিসাধন করা122. agree – রাজী হত্তয়া123. apply – আবেদন করা124. appeal – আবেদন করা125. avoid – পরিহার করা126. form – গঠন করা127. construct – নির্মাণ করা128. explain – ব্যাখ্যা করা129. return – ফিরে আসা130. accept – গ্রহণ করা131. receive – গ্রহণ করা132. eat – আহার করা133. increase – বৃদ্ধি করা134. voice – ব্যক্ত করা135. express – প্রকাশ করা136. join – যোগদান করা137. enter – প্রবেশ করা138. reduce – হ্রাস করা139. decrease – হ্রাস করা140. lessen – হ্রাস করা141. minimize – হ্রাস করা142. save – রক্ষা করা143. protect – রক্ষা করা144. defend – রক্ষা করা145. depend – নির্ভর করা146. rely – নির্ভর করা147. require – দরকার হওয়া148. acquire – অর্জন করা149. achieve – অর্জন করা151. attain – অর্জন করা152. gain – অর্জন করা153. obtain – লাভ করা/অর্জন করা154. earn – উপার্জন করা/অর্জন করা155. mind – কিছু মনে করা/স্মরণ করা156. recall – স্মরণ করা157. choose – পছন্দ করা158. opt – পছন্দ করা159. select – নির্বাচন করা160. prevent – বাধা দেত্তয়া161. deal – বণ্টন করা162. divide – বিভক্ত করা163. face – মুখামুখি হত্তয়া164. check – দমন করা165. enjoy – উপভোগ করা166. tend – ঝোঁক থাকা167. raise – বৃদ্ধি করা168. draw – অঙ্কন করা169. paint – অঙ্কন করা170. forget – ভুলে যাওয়া171. imagine – কল্পনা করা172. act – অভিনয় করা173. pick – বাছাই করা174. cause – ঘটান175. cost – খরচ হত্তয়া176. break – ভাঙ্গা177. overcome – অতিক্রম করা178. prove – প্রমাণ করা179. occur – ঘটা180. discuss – আলোচনা করা181. listen – শোনা182. end – শেষ করা183. finish – শেষ করা184. maintain – বজায় রাখা185. exist – বিদ্যমান থাকা186. seek – সন্ধান করা187. search – সন্ধান করা188. share – অংশগ্রহণ করা189. participate – অংশগ্রহণ করা190. establish – প্রতিষ্ঠা করা191. found – প্রতিষ্ঠা করা192. center – কেঁন্দ্রীভূত করা193. control – নিয়ন্ত্রণ করা194. govern – শাসন করা195. rule – শাসন করা196. encourage – উৎসাহিত করা197. answer – উত্তর দেত্তয়া198. identify – শনাক্ত করা199. visit – পরিদর্শন করা200. care – যত্নবান হওয়া
    Daily Self Talks 05
    ✹ আমি সন্তষ্ট- I’m satisfied✹ আমি হতাশ- I’m disappointed.✹ আমি আনন্দিত- I’m cheerful.✹ আমি বিষন্ন- I gloomy.✹ আমি আশাবাদী- I’m optimistic.✹ আমি আশাহীন- I’m hopeless.✹ আমি আগ্রহী- I’m interested.✹ আমি বিরক্ত – I’m bored.✹ আমি বাস্তববাদী- I’m realistic.✹ আমি কল্পণাপ্রবণ- I’m imaginative.✹ আসি সুস্থ্য- I’m healthy.✹ আমি অসুস্থ্য – I’m sick.✹ আমি প্রাণবন্ত- I’m lively.✹ আমি ক্লান্ত- I’m tired.✹ আমি আবেগপ্রবণ- I’m emotional.✹ আমি অনুভূতিহীন- I’m impassive.✹ আমি সক্রিয়- I’m active.✹ আমি নিষ্ক্রিয়- I’m sluggish.✹ আমি আনন্দিত- I’m delightful.✹ আমি অসুখী- I’m unhappy.✹ আমি উদ্বিগ্ন- I’m concerned.✹ আমি উদ্বেগহীন- I’m unconcerned.———————–★ Noun তথা ইংরেজি শব্দের শেষে “en” Suffix যোগ করে Verb গঠন।✍ Black (ব্ল্যাক) – কালো = Blacken – কালো করা✍ Broad (ব্রড) – প্রশস্ত = Broaden – প্রশস্ত করা✍ Bright (ব্রাইট) – উজ্জ্বল = Brighten উজ্জ্বল করা✍ Haste (হেইস্ট) – তাড়া = Hasten (হ্যাসন) তাড়াহুড়ো করা✍ Thick (থিক) পুরু = Thicken (থিকেন) পুরু করা✍ Tight (টাইট) – আঁটসাঁট = Tighten (টাইটেন) আঁটসাঁট করা✍ Length (লেংথ) – দৈর্ঘ্য = Lengthen (লেংথেন) দীর্ঘ করা✍ Dead (ডেড) – মৃত = Deaden – হত্যা করা✍ Hard (হার্ড) কঠিন – Harden – কঠিন করা✍ Soft (সফ্ট) নরম – Soften – নরম করা——————————————Polite Expressions(বিনয়ের সাথে অনুরোধ করা):✪ Would you…….?Would you give me a cup of tea?- আমায় এক কাপ চা দেওয়া যাবে কী?✪ Could you……….?Could you help me?- আমাকে একটু সাহায্য করবেন?Could you open the door?- দরজাটি একটু খুলে দিবেন?✪ Would you please………?Would you please give me your contact number?আপনার পার্সোনাল নাম্বার দেওয়া যাবে কী?✪ Could you please……..?Could you please explain the matter?- দয়া করে ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন?✪ Do you mind+ verb (ing)Do you mind keeping the phone here?এখানে ফোনটি রাখলে তোমার অসুবিধা হবে কি ?✪ Would you mind…… + verb (ing)?Would you mind keeping a seat for me? – তুমি কি আমার জন্য একটা সিট রাখবে?Note: Do you mind/ Would you mind…. এর ক্ষেত্রে verb (ing)————————————
    Daily Talks VDO

    [embedyt] https://www.youtube.com/embed?listType=playlist&list=PLb6GSMUIsgoDnd4JhroA8SshRLV5Xyjbb&layout=gallery[/embedyt]

    • Daily Talks
    • Spoken English
    • Vegetable words

    দৈনন্দিন কথপোকথনে এই ইংরেজি বাক্যগুলোর অনেক প্রয়োজন:✪ আল্লাহ না করুক – May it not happen.✪ কে রে তুই?- Who the hell are you?✪ এটা পানির চেয়েও সহজ-It’s easier then easy.✪ ইদানিং তোমাকে দেখাই যায় না -You are hardly seen nowadays.✪ খিল খিল করে হেস না -Don’t burst into a giggle.✪ তোমাকে যেন কোথায় দেখেছিলাম!I think, I saw you somewhere!✪ হায়! আমি তোমাকে কিভাবে বুঝাবো!Oh! How can I make you understand✪ মানুষকে ভালোবাসতে শেখো -Try to learn how to love the people around you.✪ আমাদের তাড়াতাড়ি করতে হবে।we will have to hurry.✪ মাঝে মাঝে এসো- Visit us often.✪ আমি যেভাবে বলি সেভাবে কর – Do as I say.✪ আপনাকে দেখতেই আমি এখানে এসেছি ।I’m here to see you.✪ যা হবার হবে – Things to happen will happen.✪ এই আনন্দ তো আমার! – Pleasure is mine.✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগতসম্পর্কে আরো জানতে চাই।I would like to know more about the creation ofAlmighty Allah.

    প্রায় 100 Common Expressions যা আমাদের প্রতিদিনের কথাবার্তায় কাজে লাগে:
    📖 I think so – আমি তাই মনে করি
    📖 No more buts – আর কোন কিন্তু নয়
    📖 What’s up – কি খবর?
    📖 Carry on – চালিয়ে যাও
    📖 Wow – বাহ, দারুন তো
    📖 My goodness! – একি!
    📖 How come – কি ব্যাপার?
    📖 What a mess! – কি এক ঝামেলা!
    📖 Oh shit! – ধ্যাত্তেরি!
    📖 Yes, go on – হ্যা, বলতে থাক
    📖 Oh dear! – বলো কী!
    📖 Hi guys – হ্যালো বন্ধুরা
    📖 Good job! – সাবাশ!
    📖 So what? – তাতে কি?
    📖 Oh, no! – এ হতে পারেনা!
    📖 Pay attention! – মনোযোগ দিন!
    📖 Definitely – অবশ্যই
    📖 Let it pass – ছেড়ে দিন।
    📖 Obviously – স্পষ্টত, সম্ভবত
    📖 It’s your turn – এবার তোমার পালা
    📖 As if – যেন, কি যে হতো
    📖 Damn it! – চুলায় যাক!
    📖 What a surprise!- হটাৎ যে!
    📖 Go to the devil! – গোল্লায় যাক!
    📖 What about you? – তোমার খবর কি?
    📖 so so – মোটামোটি
    📖 So be it – তবে তাই হোক
    📖 Who cares! – কার কি যায় আসে!
    📖 I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
    📖 Heiya! It is you I see – আরে তুমি যে!
    📖 Oh! come on – আহ! একটু বুঝতে চেষ্টা করো
    📖 Excuse me – এই যে শুনুন
    📖 Not a bit – একটুও না
    📖 That’s fantastic – এটা সত্যি চমৎকার
    📖 Next to nothing – বলতে গেলে কিছুই না
    📖 Mind your language – ভাষা সংযত করো
    📖 Come to the point – আসল কথা বল
    📖 That’s right – ঠিক বলেছেন
    📖 To be frank – খোলাখুলি ভাবে বলতে গেলে।
    📖 Really pleased – সত্যি আনন্দিত
    📖 I am delighted- আমি আনন্দিত ।
    📖 So kind of you! – আপনার দয়া।
    📖 Anybody home? – বাড়িতে কেউ আছেন?
    📖 Keep quiet – চুপ কর
    📖 No entrance – প্রবেশ নিষেধ
    📖 It’s enough – যথেষ্ট হয়েছ
    📖 What happened – কি হয়েছে
    📖 What an idea! – কি বুদ্ধি!
    📖 Well done – সাবাশ
    📖 Indeed! – সত্যি!
    📖 How peaceful! – কি শান্ত!
    📖 Get lost – বিদায় হোন।
    📖 Let me see – আমাকে দেখতে দাও
    📖 Oh sure – ও নিশ্চয়ই
    📖 Who knows! – কে জানে!
    📖 Bullshit! – বাজে কথা
    📖 But who cares! – কে ধারধারে!
    📖 How so – তা কি করে হয়?
    📖 Calm down – শান্ত হও
    📖 Let’s have a look – চল দেখি
    📖 Let’s run away – চলো এক্ষুনি পালাই
    📖 I am getting wet – আমি ভিজে যাচ্ছি
    📖 I don’t care! – আমার কিছু যায় আসেনা!
    📖 How else – আর কিভাবে?

    চলুন আজকে জেনে নেই ইংরেজিতে শাকসবজি এর নাম:
    Vocabulary (vegetables):
    ✪ Arum (এরাম) – কচু
    ✪ Bean (বীন) – শিম
    ✪ Beet (বীট্) – পালংশাক
    ✪ Balsam-apple – করলা
    ✪ Brinjal (ব্রিন্জাল) – বেগুন
    ✪ Carrot (ক্যারট) – গাজর
    ✪ Cucumber (কিউক্যাম্বার) – শশা
    ✪ Celery (সেলারি) – শাক
    ✪ Chili (চিলি) – শুকনো লঙ্কা
    ✪ Gourd (গুওর্ড) – লাউ
    ✪ Kohlrabi (কৌল্রাবি) – ওলকপি
    ✪ Lady’s finger (লেডিস ফিঙ্গার) – ঢেঁরশ
    ✪ Mint (মিন্ট) – পুদিনা
    ✪ Pulse (পালস্) – কলাই
    ✪ Pumpkin (পামকিন) – কুমড়া
    ✪ Pot-herb (পট-হারব্) – শাকপাতা
    ✪ Radish (র্যাডিশ) – মূলা
    ✪ Snake gourd (স্নেকগারড্) – চিচিংগা
    ✪ Turnip (টার্নিপ) – শালগম
    Vocabulary Spices
    ✪ Chili (চিলি) – মরিচ
    ✪ Black-peeper (ব্ল্যাক-পেপার) – গোল
    মরিচ
    ✪ Cumin-seed (কিউমিন-সীড) – কালজিরা
    ✪ Cardamom (কারডামম্) – এলাচ
    ✪ Cassia-leaf (ক্যাসিয়া-লীফ) – তেজপাতা
    ✪ Cinnamon (সিনামান) – দারুচিনি
    ✪ Clove (ক্লোভ) – লবঙ্গ
    ✪ Garlic (গার্লিক) – রসুন
    ✪ Ginger (জিঞ্জার) – আদা
    ✪ Greenchilli (গ্রীনচিলি) – কাঁচামরিচ
    ✪ Mustard seed (মাষ্টার্ড সীড) – সরিষা
    ✪ Nutmeg (নাটমেগ) – জায়ফল
    ✪ Onion (অনিঅন্) – পেঁয়াজ
    ✪ Peeper (পিপার) – মরিচ
    ✪ Red peeper (রেড-পিপার) – শুকনা মরিচ
    ✪ Saffron (স্যাফরান) – জাফরান
    ✪ Turmeric (টার্মারিক) – হলদ

    • Kid’s Guide
    • Spoken English
    • FREE Courses


    Facebook


    Twitter


    Facebook


    Youtube


    Wordpress

    Welcome

    free education programme

    eSchoolbd.com provides FREE educational contents to the students of all stages

    Join UsYouTube

  • How to learn spoken English within 10 minutes, super-fast, and Easy Way?

    How to learn spoken English within 10 minutes, super-fast, and Easy Way?

    eSchoolbd.com

    Do you want to learn spoken English within 10 minutes, super fast and Easy Way?
    The following tips are just for you :

    Yes !  you can .

    a) Think in English

    a) Try to think in English and try to describe something – object, person, moment, or anything else.

    b) Practice as Habit

    b) Keep practicing making expressions with – Statements, Negation, questions (yes/no,wh), and orders. Self-talks and introduce something

    c) Use useful Daily words

    c) Try to collect situational words and useful daily words – Name of something, Action word, Adverb of time, place, and reason. Adjectives, the preposition of time, place and reason, etc

    d) Increase Vocabularies

    d) Try to Increase vocabularies – phrase and idioms, synonyms-antonyms, suffix-prefix, and parts of speech, etc

    e) Basic English Grammar

    Try to have Basic ideas on English grammar : Tense, sentences, and verbal words- Usage of  verb -be, have, do and modals, etc

    Daily Talks 03 VDO

    [embedyt] https://www.youtube.com/embed?listType=playlist&list=

    &layout=gallery[/embedyt]

    other

    Make English as your part of life as your mother tongue. 

    Other

    a) Try to think in English and try to describe something – object, person, moment, or anything else.

    b) Keep practicing making expressions with – Statements, Negation, questions (yes/no,wh), and orders. Self-talks and introduce something

    c) Try to collect situational words and useful daily words – Name of something, Action word, Adverb of time, place, and reason. Adjectives, the preposition of time, place and reason, etc

    d) Try to Increase vocabularies – phrase and idioms, synonyms-antonyms, suffix-prefix, and parts of speech, etc

    e) grammar: Tense, sentences, and verbal words- be, have, do and modals, etc

    • Kid’s Guide
    • Spoken English
    • FREE Courses


    Facebook


    Twitter


    Facebook


    Youtube


    Wordpress

    Welcome

    free education programme

    eSchoolbd.com provides FREE educational contents to the students of all stages

    Join UsYouTube

  • Tag-Question Exercise for SSC, HSC – Class 9 – Class 10

    Tag-Question Exercise for SSC, HSC – Class 9 – Class 10

    [embedyt] https://www.youtube.com/watch?v=d_Y8OaCcei4[/embedyt]

    Tag-Question Exercise and Practice for SSC, HSC – Class 9 – Class 10

    A tag question refers to a declarative or an imperative statement entailing a question tag as an interrogative fragment that turns the statement into a question. For example, in the sentence “You’re John, aren’t you?”, the statement “You’re John” is turned into a question by the tag “aren’t you”

    Can anyone answer me these tag question please?
    [41]
    (*) Success can't be achieved without efforts.___Can it?
    (1) Infact, everything glorious is achieved through much efforts.___?
    (2) We could not achieve our independence if we did not struggled for it.___?
    (3) Surely not. Everyone of us should try hard to gain success.___?
    (4) Of course. It wont descend on us automatically.___?
    [42]
    (5) Everybody is liable to error.___?
    (6) Please do the work.___?
    (7) Let us go for a walk.___?
    (8) The sun is hardly seen.___?
    (9) He is going to be mad soon.___?
    [43]
    (10) We need to prepare very well for the exam.___?
    (11) Sure. To do so we must study regularly.___?
    (12) Certainly. But we do not follow the rule at all.___?
    (13) No, we do not. And when the examination approaches there is no way but start cramming.___?
    That is exactly-what i do.
    (14) You should not do that.___?
    [44]
    (15) You are speaking highly of him.___?
    (16) Yes, i am. He is really good. ___?
    (17) I admit it. But he sits idle.___?
    (18) Yes he does. But he has some qualities.___?
    (19) You may say so. All qualities should be praised properly.___?
    [45]
    (20) I'm pleased at his conduct.___?
    (21) Neither of them complained.____?
    (22) We ought to love our country.___?
    (23) Do study attentively.___?
    (24) Everybody is liable to error.___?
    [46]
    (25) Everybody Respects freedom fighters.___?
    (26) They fought for the Independence of our country.___?
    (27) Their sacrifice has given us freedom in every sphere of life.___?
    (28) Their names are written in golden letters.___?
    (29) We should never forget them.___?

    [47]
    (30) We live in Bangladesh.___?
    (31) She is one of the smallest countries in the world.___?
    (32) But she has a large population.___?
    (33) We must turn this population into power.___?
    (34) Let's work together in this regard.___?

    [48]
    (35) Take a seat.___?
    (36) You have prepared for this exam.___?
    (37) The question are very realistic.___?
    (38) Many can get more than ninty.___?
    (39) The final exam is not very far.___?

    [49]
    (40) I am your friend.___?
    (41) Yes, i think so.___?
    (42) Then, lend me some money.___?
    (43) I hardly have enough money.___?
    (44) Ok, take the money.___?

    [50]
    (45) I'd meet the Prime Minister.___?
    (46) Fatema has little idea about it.___?
    (47) How sweetly the birds sing.___?
    (48) Let them do their work.___?
    (49) He thinks he will complete all the subjects before January.___?

    Latest Posts :

  • Spoken English useful words

    Spoken English useful words

    🗹 Articles
    📌 the
    The কে বলা হয় “definite article”। এটি একটি noun (ব্যক্তি, বস্তু অথবা স্থান) এর পূর্বে বসে থাকে, যখন আপনি কোনোকিছুকে নির্দিষ্টভাবে বোঝাতে চান।
    The sandwich I ate for lunch was delicious. (দুপুরে আমি যে স্যান্ডউইচটি খেয়েছিলাম সেটি খুবই সুস্বাদু ছিলো।)
    📌a
    অন্যদিকে, a কে বলা হয় “indefinite article”। এটিও একটি noun এর পূর্বে বসে থাকে কিন্তু এটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো নির্দিষ্ট কিছু নিয়ে কথা বলেন না।
    I would love to eat a sandwich. (আমি একটি স্যান্ডউইচ খেতে পছন্দ করবো।)
    যখন এমন একটি শব্দের আগে a বসে যার vowel sound রয়েছে, তখন a হয়ে যায় ‍an।
    I would love to eat an apple. (আমি একটি আপেল খেতে পছন্দ করবো।)
    Verbs
    ———
    Verbs হলো ক্রিয়াপদ ( যে শব্দগুলো দ্বারা কোনো কাজকে বোঝানো হয়)। সবসময় মনে রাখবেন ইংরেজি verb গুলোর বানান মাঝে মাঝে বাক্যের subject এবং tense এর উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
    📌be
    Be ব্যবহৃত হয় কোনোকিছুর অবস্থা বা অস্তিত্ব সম্পর্কে বোঝানোর জন্য।
    Everyone wants to be free. (প্রত্যেকেই মুক্ত হতে চায়।)
    📌have
    Have শব্দটি কোনোকিছুর মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। এটি আপনার অধিকারে থাকা বস্তু এবং অবাস্তব বা বিমূর্ত ব্যাপারগুলো প্রকাশ করে।
    I have a cat. (আমার একটি বিড়াল আছে।)
    I have a meeting today. (আমার একটি মিটিং আছে।)
    এছাড়াও যখন আমাদের কোনোকিছু করার দরকার প্রকাশ করতে হয়, তখন আমরা have শব্দটির আরেকটি প্রচলিত ব্যবহারের সাহায্য নিই।
    I have to go grocery shopping because there is no food in the house. (আমার মুদি দোকানে যাওয়া দরকার কারণ বাসায় কোনো খাবার নেই।)
    📌do
    যখন আমরা কোনো কাজ করা সম্পর্কে কথা বলি, তখন do ব্যবহৃত হয়।
    I will do my work. (আমি আমার কাজ করবো।)
    📌say
    Say মানে হচ্ছে মৌখিক ভাষা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করা। যখন আমরা কারো সাথে কথা বলি, তখন আমরা তাদের প্রতি বিভিন্ন শব্দ বলি (say) বা উচ্চারণ করি।
    I say hello to my mother when I see her. (আমি যখনই আমার মাকে দেখি তখনই তাকে হ্যালো বলি।)
    Conjunctions
    Conjunctions একটি বাক্যের বিভিন্ন অংশ বা চিন্তাকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
    📌 and
    and শব্দটি ব্যবহার করে একটি বাক্যের দুটি চিন্তাকে যুক্ত করা যায়। এটি বাক্যটিকে আরো বিস্তারিত হতে সাহায্য করে।
    The girl went to the kitchen and made a cup of coffee. (মেয়েটি রান্নাঘরে গেল এবং এক কাঁপ কফি তৈরি করলো।)
    I am wearing a sweater and a jacket. (আমি একটা সোয়েটার এবং একটা জ্যাকেট পড়ে আছি।)
    📌 or
    Or শব্দটি বাক্যে and এর মতই কাজ করে। কিন্তু, এটি আলাদা আলাদা চিন্তাকে যুক্ত করে অথবা দেখায় কীভাবে দ্বিতীয় চিন্তাটি প্রথমটির থেকে আলাদা। শব্দটি কোনোকিছু সম্পর্কে বিকল্প অথবা নতুন চিন্তাকে প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে।
    Would you like tea or coffee? (আপনি চা নাকি কফি পছন্দ করবেন?)
    We can have the meeting in the office or by phone. (আমরা মিটিংটি অফিসে অথবা ফোনেও করতে পারি।)
    📌 but
    But শব্দটি দুইটি চিন্তাকে সংযুক্ত করে এবং দেখায় তারা কীভাবে একে অপরের থেকে আলাদা। যখন দুইটি অসম্পর্কিত বা বিপরীত ঘটনা একসাথে ঘটে তখন সেটি ব্যাখ্যা করার জন্য শব্দটি ব্যবহৃত হয়।
    It was sunny but she was cold. ( আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও সে ছিলো ঠাণ্ডা।)
    I want to go to the bar, but I have to finish my work. (আমি বারে যেতে চাই, কিন্তু আমাকে অবশ্যই আমার কাজ শেষ করতে হবে।)
    Prepositions
    Prepositions আপনাকে বলবে কোথায় একটি noun অন্যান্য জিনিসের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে।
    📌 of
    Of একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ যা বিভিন্ন জিনিসের সম্পর্ক ব্যাখ্যা করতে সহায়তা করে।
    আপনি প্রায়ই কোনো ব্যক্তি বা বস্তুর দায়িত্ব বা অবস্থান সম্পর্কে বর্ণণা করার জন্য শব্দটির ব্যবহার শুনে থাকবেন।
    The president of the United States. (যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।)
    Of আমাদের আরো বলে কোন জিনিস কোথায় আছে। ব্যাপারটি সাধারণত এমন সব শব্দ দিয়ে ব্যাখ্যা করা থাকে যা দিক নির্দেশনা সম্পর্কিত যেমন to the right of অথবা to the left of।
    The table is to the right of the door. (টেবিলটি দরজার ডানপাশে।)
    এছাড়াও শব্দটি বিভিন্ন বস্তুকে বিভক্ত করার কাজেও ব্যবহৃত হয়।
    I read most of the books. (আমি অধিকাংশ বইই পড়ে ফেলেছি।)
    I took a piece of the pie. (আমি পাই এর একটা টুকরা নিয়েছি।)
    📌 for
    আমরা এখন এমন একটা প্রচলিত ইংরেজি শব্দ পেয়ে গিয়েছি যার অনেক ধরণের ব্যবহার রয়েছে।
    সাধারণত, for কোনো চিন্তা কেন করা হলো বা তার অর্থ কী, এগুলো বোঝানোর জন্য ব্যবহৃত হয়।
    I am going to the pool for a swim. (আমি সাঁতার কাটার জন্য পুলে যাচ্ছি)
    He stopped eating sugar for his health. (সে তার স্বাস্থ্যর জন্য চিনি খাওয়া ছেঁড়ে দিয়েছে।)
    এছাড়াও শব্দটি প্রায়ই আপনার অধিকারে থাকার ব্যাপারটি এবং কোনোকিছু করার প্রতি আপনার উদ্দেশ্য, কারণ ইত্যাদিকে বুঝিয়ে থাকে।
    This present is for you. (এই উপহারটি তোমার জন্য।)
    I ordered waffles for breakfast. (আমি সকালের নাস্তার জন্য ওয়াফল দিতে বলেছি।)
    📌 in
    In একটি noun এর মধ্যকার জায়গার ভিতরে কোনোকিছুর অবস্থানকে প্রকাশ করে। শব্দটি out এর বিপরীত।
    The girl is in the car. (মেয়েটি গাড়ির ভিতরে।)
    📌 to
    To সাধারণত একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য চলাচল ও তার দিককে প্রকাশ করে থাকে।
    The boy walked to the park. (ছেলেটি পার্কের দিকে হেঁটেছিলো।)
    📌 with
    With শব্দটি ব্যবহৃত হয় যখন দুইটি জিনিস একসাথে থাকে। শব্দটি এমন সব ঘটনা প্রকাশ করতে সাহায্য করে যেগুলো একসাথে হচ্ছে বা ঘটছে।
    My phone is with my keys. (আমার ফোন আমার চাবিগুলোর সাথে ছিলো।)
    📌 on
    যদি কোনোকিছু কোনোকিছুর উপরে (on) থাকে, এর অর্থ হলো যেটি উপরে আছে সেটি অন্যবস্তুটির উপরিতল স্পর্শ করে আছে।
    The food is on the table. (খাবার টেবিলের উপরে রয়েছে।)
    এছাড়াও On সাধারণত আমরা যে ইলেকট্রনিক যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
    Turn the TV on so we can watch something! (টিভি চালু করো যাতে আমরা কোনোকিছু দেখতে পারি!)
    📌 from
    From ব্যবহৃত হয় কোনো জায়গা বা কোনোকিছু থেকে শুরু হওয়া বোঝাতে। এটি কোনোকিছুর উৎপত্তিস্থল এবং কোনোকিছু কোন সময় থেকে ঘটে চলছে তার ব্যাখ্যা দেয়। From একটি নির্দিষ্ট পরিমাণ সময় বা দূরত্ব বর্ণণা করতে সহায়তা করে।
    I come from China. (আমি চীন থেকে এসেছি)
    It will take 10 minutes to walk from the shops. (দোকান থেকে হেঁটে যেতে ১০ মিনিটের মত লাগবে।)
    📌 at
    At আমাদের বলে কখন এবং কোথায় কোনোকিছু ঘটছে। শব্দটি বোঝায় কোনো noun একটি নির্দিষ্ট জায়গার ভিতরে, উপরে নাকি কাছাকাছি অবস্থান করছে।
    He is at the beach. (সে সৈকতে আছে।)
    At কোনো ঘটনা কোন সময়ে ঘটছে সেটিও ব্যাখ্যা করে।
    She eats at noon every day. (সে প্রতিদিন দুপুরে খায়।)
    📌 by
    যখন কোনোকিছু অন্য কোনোকিছুর কাছাকাছি আছে, এরকম বোঝানো হয় তখন by শব্দটি ব্যবহৃত হয়।
    She sat by the tree. (সে গাছের পাশেই বসে ছিলো।)
    শব্দটি আরো ব্যবহৃত হয় যখন কোনোকিছুকে অন্য একটি নির্দিষ্ট বস্তুর সাহায্যের দ্বারা ব্যবহার করতে হয়।
    She got on the train by the back door. (সে পিছনের দরজা দিয়ে ট্রেনে উঠেছিলো।)
    Pronouns
    📌 it
    It আমরা একটি noun এর পরিবর্তে ব্যবহার করতে পারি। সাধারণত শব্দটি বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যক্তিবাচক নয়।
    Our house is new. It is small and white. (আমাদের বাড়িটি নতুন। এটি ছোট এবং সাদা।)
    📌 I
    I ব্যবহৃত হয় যখন আপনি নিজের বিষয়ে কথা বলেন। আপনার নাম ব্যবহার করার পরিবর্তে আপনি I শব্দটি ব্যবহার করতে পারেন।
    I am happy today. (আমি আজকে খুশি।)
    📌 you
    I যেমন আপনি নিজের ব্যাপারে কথা বলার জন্য ব্যবহার করতে পারেন, তেমনি you অন্য কারো সম্পর্কে বলার জন্য ব্যবহার করতে পারেন। শব্দটি যখন আমরা সরাসরি কারো সাথে কথা বলি তখন ব্যবহৃত হয়।
    What do you think? (আপনি/তুমি কি মনে করছেন/করছো?)
    📌 he
    He আরেকটি শব্দ যেটি noun এর জায়গায় আমরা ব্যবহার করে থাকি। শব্দটি আমরা যখন কোনো পুরুষমানুষকে নিয়ে কথা বলি তখন ব্যবহৃত হয়, কিন্তু সরাসরি কথার ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয় না।
    My dad is funny. He tells me jokes. (আমার বাবা খুবই মজার। সে আমাকে কৌতুক বলে থাকে।)
    📌 she
    যখন কোনো নারী বা স্ত্রীমানুষকে নিয়ে আমরা কথা বলি কিন্তু ঐ নারী সরাসরিভাবে কথোপকথনে যুক্ত থাকেন না তখন আমরা she ব্যবহার করি।
    She was talking on her phone. (সে তার ফোনে কথা বলছিলো।)
    📌 they
    They এমন ‍কিছু বস্তু বা মানুষকে বোঝায় যারা কথোপকথনের অংশ নয়।
    The students in the class are tired. They need a break. (এই ক্লাসের ছাত্ররা খুবই ক্লান্ত। তাদের বিরতি দরকার।)
    📌 we
    I শব্দটি দিয়ে শুধু নিজেকে না বুঝিয়ে কোনো দলের সদস্য হিসেবে নিজেকে বোঝানোর জন্য we ব্যবহার করুন। We দুই বা ততোধিক মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি।
    We like going to the movies. (আমরা সিনেমা হলে যেতে খুবই পছন্দ করি।)
    Miscellaneous
    এই শব্দগুলো অনেক জায়গায় এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যায়। আমরা প্রত্যেকটি শব্দের সবচেয়ে প্রচলিত ব্যবহারটি তুলে ধরছি।
    📌 his
    যখন কোনো পুরুষমানুষের অধিকারে থাকা কোনোকিছু আমরা বোঝাতে চাই তখন his শব্দটি আমরা ব্যবহার করি।
    বিস্ময়করভাবে, যেখানে his ইংরেজি ভাষার ২৫তম সবচেয়ে প্রচলিত শব্দ, hers (যখন কোনো নারীর অধিকারে থাকা কোনোকিছু বোঝানো হয়) Corpus of Contemporary American English list এর ৩৮৮৫ তম প্রচলিত শব্দ।
    His car is old. (তার গাড়িটি পুরোনো।)
    The man waved to his family. (লোকটি তার পরিবারের দিকে হাত নাড়লো।)
    📌 that
    That ব্যবহার করা হয় যখন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা চিন্তাকে বোঝাই যা কথোপকথনের সাথে সরাসরি যুক্ত নয়।
    Look at that beautiful tree across the street! (রাস্তার ওপাশের ঐ সুন্দর গাছটার দিকে দেখুন!)
    📌 this
    This শব্দটি that এর মতই একটি শব্দ এবং বহু ইংরেজি শিক্ষার্থী এদের পার্থক্যকে সঠিকভাবে ধরতে পারে না। সাধারণভাবে বললে, this ব্যবহার করুন সেইসব বস্তু বা মানুষের জন্য যারা তুলনামূলকভাবে আপনার কাছাকাছি অবস্থিত।
    This ring looks wonderful on my finger. (এই আংটিটি আমার আঙুলে খুব সুন্দর দেখাচ্ছে।)
    📌 not
    Not শব্দটি নেতিবাচকতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি কোনোকিছু, কোনো কাজ বা কোনো অবস্থা ইত্যাদির অনুপস্থিতিকে বোঝায়।
    It will not rain today. (আজকে বৃষ্টি হবে না।)
    She is not at work. (সে আজ কাজে আসেনি।)
    📌 n’t
    এটি একটি অদ্ভুত শব্দ।
    কোনো ইংরেজি-ভাষী আপনাকে বলবে না যে n’t একটি শব্দ। কিন্তু যেহেতু নেতিবাচকতা বোঝাতে এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, Corpus of Contemporary American English word list তালিকাটিতে এটি তার নিজের জায়গা দখল করে নিয়েছে।
    শব্দের শেষে n’t যুক্ত হয় not এর সংকোচন হিসেবে।
    যখন not শব্দটিকে অন্য কোনো শব্দের সাথে যুক্তভাবে ব্যবহার করা হয়, তখন not সংক্ষিপ্ত হয়ে n’t হিসেবে ঐ শব্দটির শেষে ব্যবহৃত হয় এবং নতুন একটি শব্দ তৈরি হয়।
    উদাহরণস্বরূপ, is এবং not যুক্ত হয়ে সংক্ষিপ্ত রূপ isn’t তৈরি করে।
    I can’t study today. (আমি আজ পড়তে পারবো না।)
    My mail hasn’t arrived. (আমার চিঠি এখনো আসেনি।)
    এরা দেখতে ছোট হতে পারে, কিন্তু আমাদের তালিকার শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রচলিত শব্দগুলো জানা ইংরেজি ভাষায় আপনার যোগাযোগের দক্ষতাকে বহুলাংশে উন্নত করবে। যা থেকে আপনি অর্জন করবেন ইংরেজি বলা, পড়া এবং লেখার আত্মবিশ্বাস!

     

  • Vocabulary pronunciation and word meaning in Bengali – ইংরেজি শব্দার্থ উচ্চারণ

    Vocabulary pronunciation and word meaning in Bengali – ইংরেজি শব্দার্থ উচ্চারণ

    যার ইংরেজি একবারে বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য (পর্ব 2 )➡️⬇️
    let’s = (লেট’স)= চলো
    start = (স্টার্ট)= শুরু করা
    with = (উইথ) = সাথে
    english = (ইংলিশ) = ইংরেজী
    Let’s start with english! = (লেট’স স্টার্ট উইথ ইংলিশ) = চলো ইংরেজীতে শুরু করি!
    I = (আই) = আমি
    like = (লাইক) = পছন্দ করা
    I like = (আই লাইক) = আমি পছন্দ করি।
    you = (ইউ) = তুমি
    I like you = (আই লাইক ইউ) = আমি তোমাকে পছন্দ করি।
    your = (ইয়োর) = তোমার
    smile = (স্মাইল) = হাসি
    I like your smile = (আই লাইক ইয়োর স্মাইল) = আমি তোমার হাসি পছন্দ করি।
    how = (হাউ) = কেমন
    are = (আর) = হয়কি? / আছে / হই এসব অর্থে ব্যাবহার হয়।
    How are you? = (হাউ আর ইউ?) = তুমি কেমন আছ?
    that = (দ্যাট) = যার
    means = (মিন্স) = মানে
    That means = (দ্যাট মিন্স) = যার মানে
    fine = (ফাইন) = ভাল
    Are you fine? = (আর ইউ ফাইন?) = তুমি ভাল আছ?
    am = (এ্যাম) = আছ / হয় / হই এসব অর্থে ব্যাবহার হয়।
    I am fine = (আই এ্যাম ফাইন) = আম ভাল আছি।
    and = (এ্যান্ড) = এবং
    And you? = (এ্যান্ড ইউ) = এবং তুমি? (তার মানে আমি ভাল এবং তুমি কেমন আছ?)
    also = (অলসো) = ও
    I am also fine = (আই এ্যাম অলসো ফাইন) = আমিও ভাল আছি।
    is = (ইজ) = হয়
    not = (নট) = না
    bad = (ব্যাড) = খারাপ
    He is not bad = (হি ইজ নট ব্যাড) = সে খারাপ না।
    bed = (বেড) = বিছানা
    (এখানে মনে রাখবেন bed-অর্থ বিছানা আর bad-অর্থ খারাপ এখানে বানান মনে রাখতে হবে)
    this = (দিস) = ইহা
    my = (মাই) = আমার
    This is my bed = (দিস ইজ মাই বেড) = ইহা আমার বিছানা।
    what = (হোয়াট) = কি?
    do = (ডু) = করা
    mean = (মিন) = মানে / অর্থ বুঝাতে
    What do you mean? = (হোয়াট ডু ইউ মিন?) = তুমি কি বুঝাতে চাইছ?
    have = (হেভ) = আছে
    nothing = (নাথিং) = কিছুনা
    to = (টু) = প্রতি
    say = (ছে) = বলা
    I have nothing to say = (আই হেভ নাথিং টু ছে) = আমার কিছু বলার নাই।
    can = (ক্যান) = পারা
    share = (শেয়ার) = অংশীদার
    me = (মি) = আমাকে
    about = (এবাউট) = সম্পর্কে / বিষয়ে
    problem = (প্রবলেম) = সমস্যা
    You can share with me about your problem = (ইউ ক্যান শেয়ার উইথ মি এবাউট ইয়োর প্রবলেম) = তুমি তোমার সমস্যার বিষয়ে আমাক বলতে পার।
    I mean = (আই মিন) = আমি বুঝাতে চাই
    I mean what is your problem? = (আই মিন হোয়াট ইজ ইয়োর প্রবলেম) = আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি?
    listen = (লিসেন) = কথাশোনা
    Listen to me = (লিসেন টু মি) = আমার কথা শোন।
    please = (প্লিজ) = অনুগ্রহ / দয়া করে
    Please listen = (প্লিজ লিসেন) = দয়া করে আমার কথা শোন।
    thanks = (থ্যাংকস) = ধন্যবাদ
    a lot = (এ লট) = অনেক
    Thanks a lot = (থ্যাংকস এ লট) = অনেক ধন্যবাদ।
    how = (হাউ) = কিভাবে
    make = (মেইক) = বানানো
    design = (ডিজাইন) = ডিজাইন / নকশা
    How to make a design? = (হাউ টু মেইক এ ডিজাইন?) = কিভাবে একটি ডিজাইন বানাতে হয়?
    home = (হোম) = বাড়ি
    How to make a home? = (হাউ টু মেইক এ হোম?) = কিভাবে একটি বাড়ি বানাতে হয়?
    এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন
    যেমনঃ-
    কিভাবে গাড়ি বানাতে হয়? {car-কার-গাড়ি}।
    কিভাবে মোবাইল বানাতে হয়? {mobile-মোবাইল-মোবাইল}।
    কিভাবে টাকা বানাতে হয়? {money-মানি-টাকা}।
    কিভাবে জামা বানাতে হয়? {dress-ড্রেস-জামা}।
    কিভাবে জুতা বানাতে হয়? {show-শু-জুতা}।
    এভাবে অনেক কিছু শিখতে পারবেন শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয় সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলেই ১০০% ভাল ফল পাওয়া যাবে)
    can = (ক্যান) = পারা
    Can I help you? = (ক্যান আই হেল্প ইউ?) = আমি কি আপনাকে সাহায্য করতে পারি?
    how = (হাউ) = কেমন
    help = (হেল্প) = সাহায্য
    How can I help you? = (হাউ ক্যান আই হেল্প ইউ?) = আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
    tell = (টেল) = বলা
    problem = (প্রবলেম) = সমস্যা
    Tell me, what’s your problem = (টেল মি হোয়াট’স ইয়োর প্রবলেম?) = আমাকে বল, তোমার কি সমস্যা?
    some = (ছাম) = কিছু
    I have some problems = (আই হেভ ছাম প্রবলেমস) = আমার কিছু সমস্যা আছে।
    will = (উইল) = করব / হব
    call = (কল) = ডাকা / কল করা
    I will call you = (আই উইল কল ইউ) =আমি তোমাকে কল করব অথবা ডাকব।
    later = (লেইটার) = পরে
    I will call you later = (আই উইল কল ইউ লেইটার) = আমি তোমাকে পরে ডাকব অথবা কল করব।
    tomorrow = (টুমোরো) = আগামীকাল
    I will call you tomorrow = (আই উইল কল ইউ টুমোরো) = আমি তোমাকে আগামীকাল কল করবো।
    back = (ব্যাক) = পিছনে / পুনরায়
    I will call you back = (আই উইল কল ইউ ব্যাক) = আমি তোমাকে পুনরায় কল করব।
    go = (গো) = যাওয়া
    sleep = (স্লিপ)= শুতে / ঘুমোতে যাওয়া
    I will go to sleep = (আই উইল গো টু স্লিপ) = আমি শুতে যাবো।
    now = (নাউ) = এখন
    I will go to sleep now = (আই উইল গো টু স্লিপ নাউ) = আমি এখন শুতে যাবো।
    shop = (শপ) = দোকান
    I will go to shop now = (আই উইল গো টু শপ নাউ) = আমি এখন দোকানে যাব।
    পড়া শেষ হলে done লিখে যাবেন।😍

  • Spelling English Word vocabulary with Bengali meaning

    Spelling English Word vocabulary with Bengali meaning

    ইংরেজি শব্দের বানান-রীতি ও কৌশল
    বানান মনে রাখার সহজ উপায় হলো যখন শব্দটি পড়বেন তখন বানানটিও মনোযোগ দিয়ে দেখে নিতে হবে সবচেয়ে ভালো হয় কয়েকবার syllable ভাগ করে পরা ও লেখা । কিছেু কৌশল আছে যেগুলো সহজেই আয়ত্ত করা যাবে।নিচে সেই রকম কিছু কম কৌশল দেওয়া হল
    Rule-1: ‘l’ দ্বারা গঠিত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে একটিমাত্র vowel থাকে, তাহলে এ শব্দের শেষে ‘ll’ ব্যবহার করতে হয়। যেমন: Well, tell, fill till.
    Rule-2: ‘l’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে দুইটি vowel থাকে, তাহলে ঐ শব্দের শেষে একটি ‘l’ ব্যবহার করতে হয়। যেমন: Feel, weal, meal, goal.
    Rule-3: Consonat যুক্ত কোনো suffix (ness ব্যতীত) যদি ‘ll’ দ্বারা সমাপ্ত হয়ে এক syllable বিশিষ্ট কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাহলে শেষের ‘l’ বাদ যাবে।
    যেমনঃ Well+come=welcome; well+fare=welfare; full+fil=fulfil.
    কিন্তু vowel যুক্ত Suffix হলে ‘ll’ ই ব্যবহার করতে হবে। যেমন: ill+ness=illness.
    Rule-4: ‘ll’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দ যদি suffix হিসেবে ব্যবহৃত হয়, তাহলে শেষের ‘l’ বাদ দিতে হবে।
    যেমনঃ roll-enrol, fill-fulfil, full-doubtful etc.
    Rule-5: কোনো শব্দের শেষে যদি একটি consonant থাকে এবং consonant টির পূর্বে যদি একটি vowel থাকে এবং এরপর আদিতে যদি vowel বিশিষ্ট কোনো suffix (প্রত্যয়) যুক্ত হয়, তাহলে শেষের consonant টি দ্বিত্ব (double)হবে। যেমন: concel+ed=cancelled, travel+er=traveller.
    ব্যতিক্রমঃ Benefited, credited, differed, galloped, paralleled, visitor.
    Rule-6: যে সমস্ত word এর শেষে ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি consonant থাকে তাহলে i বিশিষ্ট প্রত্যয় (ing+ist) বাদে অন্যান্য প্রত্যয় যুক্ত করার সময় ‘y’ এর স্থানে ‘i’ হয়। যেমন: Accompany=Accompaniment, Busy=Business.
    Rule-7: দুই বা তিন syllable যুক্ত word এর শেষে যুদি একটি consonant এবং তার আগে যদি একটি vowel থাকে এবং উচ্চারণের সময় যদি শেষ syllable এ stress পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো suffix যোগ করতে হলে শেষ Consonant টি double (দ্বিত্ব) করতে হয়।
    যেমনঃ begin+er=beginner, swim+ing=swimming.
    কিন্তু stress যদি প্রথম syllable এর উপর দেওয়া হয়, তাহলে Consonant টি double হয় না।
    যেমনঃ Murmur+ed=murmured, orbit+ing=orbiting.
    Rule-8: কোনো শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং তার পূর্বে যদি কোনো vowel থাকে, তাহলে সেই শব্দের সাথে কোনো suffix যোগ করার সময় সাধারণত ‘y’ এর কোনো পরিবর্তন হয় না।
    যেমনঃ Buy=Buyer, Boy=Boyish, Journey=Journeyed ইত্যাদি।
    ব্যতিক্রমঃ Say=said, Day=Daily ইত্যাদি।
    Rule-9: শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি ‘t’ থাকে এবং তারপর যদি ‘ous’ যোগ করতে হয় তাহলে ‘y’ এর স্থলে e হয়।
    যেমনঃ Beauty=Beauteous, Pity=Piteous ইত্যাদি।
    Rule-10: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর প্রথমে যদি vowel বিশিষ্ট কোনো প্রত্যয় যুক্ত করতে হয়, তাহলে শব্দের শেষের ‘e’ সাধারণত বাদ দিতে হয়।
    যেমনঃ Come=Coming, Write=Writing. কিন্তু word এর শেষে ‘e’ এবং word টির পূর্বে যদি ‘g’ বা ‘c’ থাকে তাহলে সে word এর শেষে ‘ous’ এবং ‘abl’ যুক্ত করার সময় word এর শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Courage= Courageous, Charge=Chargeable.
    ব্যতিক্রমঃ Practice=Practicable.
    Rule-11: কোনো word এর শেষে যদি ee, oe বা ye থাকে তাহলে সে word এর শেষে ed বাদে প্রথমে যদি vowel বিশিষ্ট অন্য কোনো প্রত্যয় যুক্ত হয়, তাহলে শব্দের শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Agree=Agreeable, Free=Freeing, See=Seeing ইত্যাদি।
    Rule-12: যদি কোনো word এর শেষে ie থাকে, তবে সে word এর শেষে ing যোগ করতে হলে ie-এর স্থানে ‘y’ হয়।
    যেমনঃ Die=Dying, Tie=Tying ইত্যাদি।
    Rule-13: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর শেষে যদি consonant বিশিষ্ট কোনো প্রত্যয় যোগ করতে হয়, তাহলে ‘e’ বাদ যাবে। যেমনঃ Argue=Argument, Simple=Simple, Awe=Awful.
    ব্যতিক্রমঃ Achieve=Achievement. আবার কিছু কিছু word আছে যেগুলোতে e বাদ দিলেও চলে, না দিলেও চলে। যেমনঃ Abridge=Abridgment/Abridgement.
    Rule-14: কোনো word এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ একত্রে থেকে যদি দীর্ঘ-ঈ (বা Double) এর মত উচ্চারিত হয়, তাহলে সাধারণত প্রথমে ‘i’ ব্যবহৃত হয় এবং পরে ‘e’ ব্যবহৃত হয়।
    যেমনঃ Achieve, belief, brief, chief, friend. ব্যতিক্রমঃ Conceive, Ceiling,
    Rule-15: কোনো word-এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ যদি একত্রে থেকে দীর্ঘ-ঈ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সাধারণত প্রথমে ‘e’ এবং পরে ‘i’ ব্যবহৃত হয়। যেমনঃ Heir, Height.
    Rule-16: কিন্তু word এর পদান্তর (যেমন: Noun-Adjective) হলে মাঝে মাঝে ‘u’ বাদ দিতে হয়। যেমনঃ Honorary, Labour=Laborious.
    Rule-17: ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে পৃথক করে লেখা যায় না।
    যেমনঃ Anybody, Everybody, Elsewhere, Cannot, Instead, Nothing, Nowhere, Welcome, Sometimes, Nobody.
  • British and American Words

    British and American Words

    British and American Words

    Here you will know some British and American Words.

    British English Meaning American English
    Hello! ওহে! Hi!
    Taxi ট্যাক্সি Cab
    Pub শুড়িখানা Bar
    Film চলচ্চিত্র Movie
    Hire ভাড়া Rent
    Holiday ছুটির দিন Vacation
    Lorry লরি Truck
    Underpants হাফ প্যান্ট Shorts
    Sweets মিষ্টি Candy
    Rubber রবার ঘর্ষক Eraser
    Lift লিফট Elevator
    Flat ফ্লাট Apartment
    Aerial বেতার সংকেত গ্রহনের তার Antenna
    Greengrocery সব্জি বা ফলের দোকান A fruit & vegetable store
    Trousers ট্রাউজার Pants
    Paraffin কেরোসিন তেল Kerosene
    Rubbish বাজে বস্তু Garbage
    Works কারখানা Factory
    Queue লাইন Line
    Petrol পেট্রুল Gasoline
    Luggage ভ্রমনকারীর মালপ্ত্র Baggage
    Bill হুন্ডি Cheque
    Timetable কার্যাদির সময় সূচি Schedule
    Windscreen মোটর গাড়ির কাচ Windshield
    Puncture ছোট ছিদ্র Blow-out
    Ok হ্যা/ঠিক আছে Sure
    All right হ্যা/ঠিক আছে Sure
    Yes হ্যা/ঠিক আছে Sure
    Tap কল Faucet

     

    Common confusing words.

    There are a lot of common confusing words in English which are used in daily activities in our life. Sometimes we forget the use of correct rules of grammar. Here I will share with you the commonly confused words. Such as hear/listen, home/house, cool/cold, laugh/smile/giggle, hot/worm, sick/ill, breast/chest, finger/toe, dress/suit, glad/delighted।

    1.কখন Hear/ কখন Listen:
    মনোযোগ দিয়ে শোনা বুঝাতে Listen হবে আর সাধারণভাবে শোনা বুঝাতে hear হবে।Example: 1. Listen to me. 2.Jihad heard the news.
    2. কখন Home/ কখন House:
    Home বসবাসের উদ্দশ্যে ব্যবহৃত হয় আর house বসবাসের উদ্দশ্যে ও ব্যবসা-বানিজ্যে ব্যবহৃত হয়।
    Example: 1. Juicy will go home next Friday. 2. We shall start grocery in the land house..
    3. কখন Cool/ কখন Cold:
    আরামদায়ক ঠান্ডাবুঝাতে cool আর কষ্টদায়ক ঠান্ডা বুঝাতে cold হয়।
    Example: 1. A winter morning is cold. 2. Jihad always uses ice cool.
    4. When Laugh/ when smile/ when Giggle ? (হাসা)।
    মুচকী হাসলে smile, শব্দ করে হাসলে laugh আর মুখ চেপে হাসলে giggle হয়।
    Example: 1. Shamim smiled.
    5.When Hot /when Worm (গরম):
    আরাম দায়ক গরম হলে Worm এবং কষ্টদায়ক গরম হলে hot হয়।
    Example: We can not stay in the class in a hot day.

    Learn English New Way
    Note : ব্যক্তি গরম হওয়া অর্থেও hot হয়। Example: Is anyone too hot? ( কেউ কি গরম/রাগান্বিত হয়েছে?
    6.When sick/when ill ? (অসুস্থ )
    অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick এবং দীর্ঘসময়ের জন্য অসুস্থ থাকলে ill হবে।
    Example:1. Amal is in a sickbed. 2. The old man is suffering from illness for some years.
    7.When Breast/ when Chest ?(বুক):
    ছেলেদের বুক হলে Chest আর মেয়েদের বুক হলে Breast হবে.
    Example: 1. The boy is suffering from chest pain. 2. The mother is suffering her breast to her child.
    8. When Finger/ when Toe? (আঙুল):
    হাতের আঙুল হলে Finger আর পায়ের আঙুল হলে Toe হবে.
    Example: 1. Your fingers are neat and clean. 2. Your toes are burnt.
    9. When Dress/when Suit? 9পোশাক):
    Dress হচ্ছে মেয়েদের পোশাক আর Suit হচ্ছে ছেলেদের পোশাক।
    Example: 1. Jakia wore her new dress.
    2.Arman wore his new suit.
    10.When Glad/ when Delighted? (আনন্দিত)
    Glad মানে আনন্দিত । কিন্ত তার চেয়েও বেশী আনন্দিত বুঝাতে delighted হয়।
    Example: 1. Rupok is glad. 2. Kona is delighted with her book.

    Phrase and Idioms.

    1.A bed of roses
    =আরামের স্থান
    Heaven is a bed of roses.
    2.A bed of thorns
    = কষ্টের স্থান।
    The hell is a bed of thorns.
    3.A fish out of water
    =অস্বস্তিকর অবস্থা।
    I feel like a fish out of water in a new place.
    4. A fool’s paradise
    =বোকার স্বর্গ
    The world is a fool’s paradise.
    5. A jailbird
    =আসামী
    Saki is not a jailbird.
    6. A laughing stock
    =হাস্যকর ব্যক্তি/বিষয়
    Dilder was a laughing stock.
    7. At one’s wit’s end
    =হতবুদ্ধি
    Farid is at one’s wits end what to do?
    8. A man of letters
    =পন্ডিত ব্যক্তি
    Biddasagar was a man of letters.
    9. Bite your tongue
    =চুপ হয়ে যাওয়া।
    Sometimes, Rima needs to bite her tongue.
    10. Pic in the sky
    =আকাশ কুশুম কল্পনা।
    It is a Pic in the sky.
    11. Sleep tight
    =ভালঘুম।
    Saki, good night, sleep tight.
    12. kick the bucket
    = অকেজো হয়ে যাওয়া।
    My old mobile kicked the bucket.
    13. At deadlock
    =অচল
    Nowadays, five Paisa is at a deadlock.
    14. A rainy day
    = দুর্দিন
    We should save something against rainy days.
    15. At home
    = আরাম।
    Does Juicy feel at home.
    16. A1
    =ভাল
    Smart Grammar is a A1 book.
    17. Come true
    =হত্য হওয়া।
    One day my dream will come true.
    18. heart and soul
    =মনোযোগ।
    I will try to love Allah heart and soul.
    19. At every step
    = পদে পদে
    I faced problems at every step of my life.
    20. Acid test
    =কঠিন পরিক্ষা
    It is an acid test for me.
    21. Backwards and forwards
    =সামনে-পিছনে
    Jihad looks backwards and forwards.
    22. At all times
    =সবসময়
    I can not help a man at all times.
    23.At first
    =প্রথমে
    At first, I did not see her.
    24. A man of word
    =এক কথার লোক।
    Rashed is a man of word.
    25. A close fisted man
    =কৃপণ লোক
    All hate close fisted man.
    26. Breath one’s last
    =My grandfather breathed his last.
    27. Call attention
    =মনোযোগ আকর্ষণ করা
    The students called attention to their teacher.
    28. Cart before the horse
    = বিশৃংখলা
    To act illogically is to put the cart before the horse.
    29. Break one’s heart
    =কষ্ট দেওয়া।
    The sad news broken my heart.
    30. Begger description
    =বর্ননাতীত
    His sufferings begger description.

  • Spoken English practice 06

    Spoken English practice 06

    1..A long time ago অনেক দিন আগের কথা।
    2..A one day ticket একদিনের টিকেট।
    3.A few কিছু।
    4.A little কিছু ।
    5.A round trip ticket যাওয়া আসার টিকেট ।
    6. About 2oo kilometers প্রায় ২০০ কিমি।
    7. Across from the post office পোস্ট অফিসের বিপরীতে।
    8. All day সারাদিন ।
    9. All seems yellow to the jaundice eye চক্ষু মন্দ তো জগৎ মন্দ
    10. Am I pronouncing it correctly? আমি কি সঠিক উচ্চারন করেছি?
    11. Juicy is Rupu’s girlfrind জুইসি রুপুর বান্ধবী।
    12. And you?আর তুমি?
    13. Anything else?আর কিছু?
    14. Is there any concerts? কোন গানের অনুষ্ঠান আছে?
    15.Are they coming this evening?তারা কি আজ সন্ধ্যায় আসছে?
    16.Are the the same? তারা কি একই রকম?
    17.Are you afraid? তুমি কি তুমি ভীত?
    18.Are you allergic to anything? তুমার কোন বিষয়ে স্পর্শকাতরতা আছে?
    19.Are you Bangladishi? তুমি কিবাংলাদেশি?
    20. Are you comfortable?তুমি কিআরামবোধ করছ?
    21.Are you free tonight? আজ রাতে তুমার সময় হবে?
    22.Are you getting me ? আমার কথা কি বুঝতে পারছ?
    23.Are you going to attend their wedding? তুমি ওদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ?
    24.Are you going to help her? তুমি কি মেয়েটিকে সাহায্য করছ?
    25. Are you going to take a plan or train? তুমি প্লেন নাকি ট্রেন এ যাবে?
    26.Are you here alone? এখানে কি তুমি একা?
    27.Are you hungry? তুমি কি ক্ষুধার্থ?
    28 Are you married? তুমি কিবিবাহিত?
    29 Are you okay? তুমি ঠিক আছ তো ?
    30 Are you ready ?তুমি কিপ্রস্তুত?
    31. Are you sick?তুমি কিঅসুস্থ?
    32 Are you sure?তুমি কি নিশ্চিত?
    33 Are you waiting for someone? তুমি কারো জন্য অপেক্ষা করছ?
    34 Are you working today? আজ কি কাজ করছ?
    35 Are you working tomorrow? কাল কি কাজ করবে?
    36 Are your children with you? তোমার বাচ্চারা কি তোমার দাথে?
    37 As soon as possible যত তাড়াতাড়ি সম্ভব।
    38 At 3 o’clock. ৩ টায়
    39At 3 o’clock. in the afternoon বিকাল ৩ টায়
    40 At 5th street ৫ নম্বর রাস্তায়।
    Is this article useful yes or no?