Daily English Speaking-practice

In this lesson learners can learn English speaking everyday practice

Spoken English Practice : 06

Structure : I ‘m + Verb . ing

★ I ‘m going = আমি যাইতে ছি।
★ I ‘m eating = আমি খাইতে ছি।
★ I ‘m running = আমি দৌড়াইতে ছি।
★ I ‘m doing = আমি করতে ছি।
★ I ‘m playing = আমি খেলিতে ছি।
★ I ‘m walking = আমি হাটিতে ছি।
★ I ‘m taking = আমি লইতে ছি।
★ I ‘m coming = আমি আসিতে ছি।
★ I ‘m writing = আমি লিখিতে ছি।
★ I ‘m flying = আমি উড়িতে ছি।
★ I ‘m planning = আমি প্লান করিতে ছি।
★ I ‘m working = আমি কাজ করিতে ছি।

★ I ‘m studying = আমি পড়িতে ছি।

★How about = কেমন হয়?

Structure : Subject + verb (ing) + Extension.

★কম্পিউটার শিখলে কেমন হয়?
= How about learning computer?
★এখন কফি খেলে কেমন হয়?
= How about having coffee now?
★ অাজ ঘুরতে গেলে কেমন হয়?
= How about roaming around today?
★ এই শীতে রাঙ্গামাটি গেলে কেমন হয়?
= How about going to Rangamati in this winter?
★ মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়?
= How about meeting the girl?
★ অাজ বিরিয়ানী রান্না করলে কেমন হয়?
= How about cooking biryani today?
★অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়?
= How about doing freelancing online?

এখন নিজেরা বাক্য তৈরি করুন নিয়মগুলো ফলো করে।

Simple Future Tense
★ I shall go = আমি যাবো।
★ I shall eat = আমি খাবো।
★ I shall do = আমি করবো।
★ I shall play = আমি খেলবো।
★ I shall read = আমি পড়বো।
★ I shall take = আমি নিবো।
★ I shall sleep = আমি ঘুমাবো।
★ I shall walk = আমি হাটবো।
★ I shall think = আমি চিন্তা করবো।
★ I shall come = আমি আসবো।
★ I shall talk = আমি বলবো।
★ I shall write = আমি লিখবো।
★ I shall show = আমি দেখাবো।
★ I shall work = আমি কাজ করবো।
★ I shall listen = আমি শুনবো।
★ I shall fly = আমি উড়বো।
★ I shall sit = আমি বসবো।
★ I shall help = আমি সাহায্য করবো।

★ I shall win = আমি জয়ী হবো।

Pattern- 5
★There is, are, was, were = অাছে, থাকে, ছিলো।
★ There have/has been = হয়েছে।
★ There can be = হতে পারে / থাকতে পারে।
★There could be = হতে পারতো, থাকতে পারতো।
★There may be = হতে পারে / থাকতে পারে।
★There might be= হতেও পারতো,থাকতেও পারতো
★ There must be = নিশ্চয়ই অাছে।
★ There seems to be = অাছে বলে মনে হয়।
প্যাটার্ন দিয়ে বাক্য তৈরীঃ
★There is no water in the glass
= গ্লাসে কোন পানি নেই।
★There has been a school in the villages
= গ্রামটিতে একটি বিদ্যালয় হয়েছে।
★There can be mistake in the report
= এই রিপোর্টে কোন ভূল থাকতে পারে।
★There could be a problem here
= এখানে কোনো সমস্যা হতে পারতো।
★There may be snake in this pond
= এই পুকুরে সাপ থাকতে পারে।
★There might be terrorist in this road
= এই রাস্তায় সন্ত্রাসী থাকতে পারতো।
★There must be a problem in this laptop
= ল্যাপটপটিতে নিশ্চয়ই কোন সমস্যা অাছে।
★ There seems to be something wrong here

= এখানে কিছু ভুল অাছে বলে মনে হয়।

Simple Past Tense
★ l went = আমি গিয়েছিলাম।
★I ate = আমি খেয়েছিলাম।
★I did = আমি করেছিলাম।
★I took = আমি নিয়েছিলাম।
★I came = আমি এসেছিলাম।
★I flew = আমি উড়েছিলাম।
★I wrote = আমি লিখেছিলাম।
★I played = আমি খেলেছিলাম।
★I stood = আমি দাড়িয়েছিলাম।
★I talked = আমি বলেছিলাম।
★I listened = আমি শুনেছিলাম।
★I liked = আমি পছন্দ করেছিলাম।
★I showed = আমি দেখিয়েছিলাম।
★I sat = আমি বসেছিলাম।
★I drank = আমি পান করেছিলাম।
★I helped = আমি সাহায্য করেছিলাম।
★I agreed = আমি রাজি হয়েছিলাম।

★I worked = আমি কাজ করেছিলাম।

Pattern- 4
★ Ever = কখনো, সবসময়।
★ Whatever = যা কিছু।
★ Whoever = যেই হোক।
★ Whenever = যখনই।
★ However = যা হোক।
★ Whichever = যেটাই হোক।
★ Wherever = যেখানেই হোক না কেন।
প্যাটার্ন দিয়ে বাক্য তৈরীঃ
★ Don’t ever leave
= কখনো ছেড়ে যেও না।
★ I’ll do whatever you ask
= তুমি যা করতে বলো অামি তাই করব।
★ Take whichever you want
= তুমি যেটা চাও সেটাই নাও।
★ However you can go with him
= যা হোক, তুমি তার সাথে যেতে পার।
★ You can come whenever you want
= তুমি অাসতে পার যখনই তুমি চাও।
★ You may give this photo whoever want’s it
= যে-ই ছবিটা চায় তুমি তাকে দিতে পার।

এখন নিজেরা বাক্য তৈরি করুন নিয়মগুলো ফলো করে।

Pattern- 3
★ I must be
= অামি অবশ্যই হবো
★ You have to be
= তোমাকে হতে হবে
★ You can be
= তুমি হতে পারো
★ You could be
= তুমি হতে পারতে
★l may be
= অামি হতেও পারি
★ I had to be
= অামি হতে পারতাম
★ You need to be
= তোমার হওয়া দরকার
★ I have the right to be
= অামার হওয়ার অধিকার অাছে
প্যাটার্ন দিয়ে বাক্য তৈরীঃ
★I must be a player.
= অামি অবশ্যই খেলোয়াড় হব।
★ You can be a ideal teacher
= তুমি একজন অাদর্শ শিক্ষক হতে পারো।
★ You could be fluent in English
= তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে
★I may be a Entrepreneur
= অামি একজন উদ্যোক্তা হতেও পারি
★ You have to be optimistic
= তোমাকে অাশাবাদী হতে হবে
★ I had to be a Bcs cader
= অামি একজন বিসিএস ক্যাডার হতে পারতাম।
★ You need to be conscious about career.
= তোমার ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়া দরকার।
★ I have the right to be a social worker
= অামার একজন সমাজকর্মী হওয়ার অধিকার অাছে।

এখন নিজেরা বাক্য তৈরি করুন নিয়মগুলো ফলো করে।

★Simple Present Tense★
I go = আমি যাই।
I eat = আমি খাই।
I run = আমি দৌড়াই।
I do = আমি করি।
I sleep = আমি ঘুমাই।
I walk = আমি হাটি।
I show = আমি দেখাই।
I sit = আমি বসি।
I agree = আমি একমত হই।
I help = আমি সাহায্য করি।
I enjoy = আমি মজা করি।
I swim = আমি সাতার কাটি।
He goes = সে যায়।
He eats = সে খায়।
He does = সে করে।
He reads = সে পড়ে।
He sits = সে বসে।
He shows = সে দেখায়।
They go = তারা যায়।
They eat = তারা খায়।
They do = তারা করে।
They walk = তারা হাটে৷
They come = তারা আসে।
They sleep = তারা ঘুমায়।
They show = তারা দেখায়।
We go = আমরা যাই।
We eat = আমারা খাই।
We sit = আমরা বসি।
We talk = আমরা বলি।
We write = আমরা লিখি।
We work = আমরা কাজ করি।We show = আমরা দেখাই

Pattern- 2

★ I can do
= অামি করতে পারি
★ I could do
= অামি করতে পারতাম
★ I must do
= অামি অবশ্যই করবো
★ I have to do
= অামাকে করতে হবে
★I may do
= অামি করতেও পারি
★ I might do
= অামি করতেও পারতাম
★ I had to do
= অামাকে করতে হয়েছিল
★ I used to do
= অামি করতাম
প্যাটার্ন দিয়ে তৈরীঃ
★I can speak English
= অামি ইংরেজি বলতে পারি।
★ I could manage him
= অামি তাকে ম্যানেজ করতে পারতাম।
★ I must learn computer
= অামি অবশ্যই কম্পিউটার শিখবো।
★ I have to earn
=অামাকে উপার্জন করতে হবে।
★ I used to smoke
= অামি ধূমপান করতাম।
★ I may go to shopping
= অামি শপিং এ যেতে পারি।
★ I might help him
= অামি তাকে সাহায্য করতেও পারতাম।
★ I had to tolerate a lot of rough words

= অামাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল।

Pattern- 1( Should )
★ You should do.
=তোমার করা উচিত।
★ You should be.
= তোমার হওয়া উচিত।
★ You should be be doing.
= তোমার করতে থাকা উচিত।
★ You should have.
= তোমার থাকা উচিত।
★ You should have done.
= তোমার করা উচিত ছিল।
প্যাটার্ন দিয়ে বাক্য তৈরিঃ
★ You should study.
= তোমার পড়াশোনা করা উচিত।
★ You should patient.
= তোমার ধৈর্যশীল হওয়া উচিত।
★ You should be learning English.
= তোমার ইংরেজী শিখতে থাকা উচিত।
★ You should have skill in Computer.
= তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিত।
★ You should have learnt Computer.

= তোমার কম্পিউটার শেখা উচিত ছিল।

✪ আমি যেতে চাই – I would like to go.
✪ আমি তার সাথে দেখা করতে চাই – I would like to meet him.
✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই – I would like to thank you.
✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shopping.
✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই – I would like to explain myself.
✪ আমি একজন শিক্ষক হতে চাই – I would like to become a teacher.
✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই – I would like to see you more often.
✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই – I would like to meet the manager.
✪ আমি অনুশীলন করতে চাই – I would like to practice.
✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই – I would like to compete in a cooking contest.
✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
I would like to know more about creation of Almighty Allah.

Share now