fbpx

আরবী মাখরাজ

আরবীতে মাখরাজ হলো উচ্চারণের স্থান
সঠিক হলে লোকে বলে ভালো পড়ার মান।
১ম মাখরাজ আলিফ হলেও শুন্যে স্থান ভাই
কন্ঠনালী মুখ গহবর ফাঁকা সবটাই।

২য় টা কন্ঠনালীর শুরু হামযা এবং হা

৩য় টা মাঝখান থেকে আইন এবং হা।

৪র্থ টা শেষভাগে গইন এবং খ হয়
এভাবেই ধীরে ধীরে শিখে হবে জয়।

৫ম মাখরাজ জিহবার গোড়া তার উপরে তালু
নোকতা ওয়ালা ক্বফ এবার মোটা হবে চালু।

৬ষ্ঠ মাখরাজ কাফ হলো পেট পেঁচানো নাড়ী
জিহবার গোড়ার সামনেই উচ্চারণের বাড়ী।

৭ম মাখরাজ জিহবার মাঝখান তালুর সাথে লাগাও
জীম শীন ও ইয়া-তে এবার জিহ্বাটাবে জাগাও।

৮ম মাখরাজ দোয়াদ হলো সঙ্গী সাথী ছাড়া
জিহ্বার কিনার লাগাও উপর দাঁতের গোড়া।

৯ম মাখরাজ জিহ্বার আগা সামনের দাঁতের মাড়ি
লাম এবার সুন্দর করে বলো তাড়াতাড়ি।

১০ম মাখরাজ জিহ্বার আগা তালুর সাথে লেগে
নুন উচ্চারণ সেখান থেকে খুবই সহজ লাগে।
জিহ্বার আগার পিঠ লাগাও উপর তালুর সাথে
র-উচ্চরণ করার সময় কাঁপাও একটু তাতে।

১২তম মাখরাজে হলো ত্ব দাল ও তা টা
জিহ্বার আগা লাগাও এবার দাঁতের মাড়িটা।

১৩তম মাখরাজে হয় সোয়াদ সীন ঝা টা
জিহ্বার আগায় টাস করো দাঁতের পেছনটা।

১৪তম মাখরাজ থেকে যোয়া জাল ছা হয়
জিহ্বার আগা টাচ করে দাঁতের আগাটায় রয়।
উপরের দাঁতের আগা লাগাও নীচের ঠোঁটের পেটে
ফা হরফের উচ্চারণ কিন্তু এখান থেকেই মেটে।

১৬তম মাখরাজ পেতে দুই ঠোঁট মিলাও
বা ও মীমের উচ্চারণ তা দিয়ে শোনাও।

১৭তম মাখরাজ হলো অবাক করা ওয়াও
দুই ঠোঁট গোল করে পেয়ে যাবে তাও।
মীম ও নুন উচ্চরণ করতে নাকের বাঁশি লাগে
ওয়াজিব গুন্নাহ তার উচ্চারণ করো সুন্দর রাগে।

Share now
error: Content is protected !!