আরবী বর্ণমালা সঠিক উচ্চারণ বা মাখরাজঃISLAMIC SCHOOL·আরবী বর্ণমালা সঠিক উচ্চারণ জেনে নিন।1️⃣ আরবি বর্ণমালা (ব্যঞ্জনবর্ণ- Consonant)
আরবি বর্ণমালা ২৯ টি –
2️⃣ অক্ষরের উচ্চারণ বা মাখরাজঃ১নং মাখরাজ: হলকের শুরু হতে – ء – ه
২নং মাখরাজ: হলকের মধ্যখান হতে – ح- ع
৩নং মাখরাজ: হলকের শেষভাগ হতে – خ – غ
৪নং মাখরাজ: জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে – ق
৫নং মাখরাজ: জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে – ك
৬নং মাখরাজ: জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে – ج – ش – ى
৭নং মাখরাজ: জিহ্বার গোড়ার কিনারা,সামনের উপরের(একপাশের) মাঢ়ির দাতের গোড়ার সঙ্গে লাগিয়ে – ض
৮নং মাখরাজ: জিহ্বার আগার কিনারা সামনের উপরের একপাশের দাতের গোড়ার সঙ্গে লাগিয়ে – ل
৯নং মাখরাজ: জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে – ن
১০নং মাখরাজ: জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে – ر
১১নং মাখরাজ: জিহ্বার আগা সামনের উপরের দুই দাতের গোড়ার সঙ্গে লাগিয়ে – ط – د – ت
১২নং মাখরাজ: জিহ্বার আগা সামনের নিচের দুই দাতের আগার সঙ্গে লাগিয়ে – ص – س – ز
১৩নং মাখরাজ: জিহ্বার আগা সামনের উপরের দুই দাতের আগার সঙ্গে লাগিয়ে – ظ – ذ – ث
১৪নং মাখরাজ: নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাতের আগার সঙ্গে লাগিয়ে – ف
১৫নং মাখরাজ: দুই ঠোঁট হতে – م – ب – و
১৬নং মাখরাজ: মুখের খালি জায়গা হতে মাদ্দের হরফ উচ্চারিত হয়। যেমন: با – بو – بي
১৭নং মাখরাজ: নাকের বাঁশী হতে গুন্নাহ উচ্চারিত হয়। যেমন : إِنَّ – أَنَّ – أَمَّ আন্না, ইন্না, আম্মা ইত্যাদি।3️⃣ হারাকাত বা স্বরবর্ণ ( যের যবর পেশ)
আরবি স্বরবর্ণ (Vowels) দুই প্রকার :১. হ্রস্ব স্বরবর্ণ বা হারাকাত ক্বসীরাহ
আরবিতে হ্রস্ব স্বরবর্ণ (Short Vowels) ৩ টি:
★ফাতহা বা যবর ـَ
★কাসরা বা যের ـ ِ
★দম্মা বা পেশ ـُ২. দীর্ঘ স্বরবর্ণ বা হারাকাত ত্ববীলাহ:
দীর্ঘ স্বরবর্ণ (Long Vowels) ৩টি
★মাদে আলিফ ا + َ
★মাদে ইয়া ي + ِ
★মাদে ওয়াও و + ُ4️⃣ মাদের অক্ষর ৩টি যেমনঃ
★ জবরের বাম পাশে খালি আলিফ – بَا
★ জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া – بِيْ
★ পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও – بُوْ
অথবা
★ খাড়া জবর – بٰ
★ খারা জের – بٖ
★ উল্টা পেশ – بٗ5️⃣ লীনের হরফ ২টি যেমনঃ
★ যবরের বামে ওয়াও সাকিন (বা জজম ওয়ালা ওয়াও) – خَوْ ও
★ যবরের বামে ইয়া সাকিন (বা জজম ওয়ালা ইয়া) – بَيْসুতরাং লীনের হরফের পরে ওয়াক্বফের হরফ হলে তাকেই মাদ্দে লীন বলে
(১-৩ আলিফ) টান্তে হবে।যেমনঃ قُرَيْشٍ , الْبَيْتِ , والصَّيْفِ6️⃣ আরবি স্বরধ্বনি ৩টি।
★হস্ চিহ্ন বা সুকুন/জজম ( ـْ )
★দ্বীত্ব চিহ্ন বা শাদ্দাহ/তাশদীদ ( ـّ )
★তানভীন ( نْ = ـً ـٍ ـٌ )
Page: 1 2