SPOKEN ENGLISH

Daily Spoken English Words

সহজে ইংলিশ শিখুন

personally = (পারসোনালি) = ব্যক্তিগতভাবে
come here = (কাম হেয়ার) = এখানে আস
enough = (এনাফ) = যথেষ্ট
energy = (এনার্জি) = শক্তি
compare = (কম্পেয়ার) = তুলনা করা
commitment = (কমিটমেন্ট) = প্রতিশ্রুতি/অঙ্গিকার
qualification = (কোয়ালিফিকেশন) = যোগ্যতা
go there = (গো দেয়ার) = সেখানে যাও
listen = (লিসেন) = কথা শোনা
stop = (স্টপ) = থেমে যাওয়া/বন্ধকরা
crime = (ক্রাইম) = অপরাধ
criminal = (ক্রিমিনাল) = অপরাধী
catch it = (কেচ ইট) = এটা ধর
keep it = (কিপ ইট) = এটা রাখ

বিভিন্ন রোগের ইংরেজি প্রতিশব্দঃ
❍ Fever – (ফিভার) – জ্বর
❍ Pain – (পেইন) – ব্যথা
❍ Gripe – (গ্রাইফ) – পেট ব্যথা
❍ Pill – (পিল) – বড়ি
❍ Ulcer – (আলসার) – ক্ষত
❍ Leprosy – (লেপ্রসি) – কুষ্ঠ
❍ Cold – (কোল্ড) – সর্দি
❍ Cough – (কফ) – কাঁশি
❍ Cancer – (ক্যান্সার) – কাউট রোগ
❍ Diabetes – (ডায়াবেটিস) – বহুমূত্র
❍ Bandage – (ব্যান্ডেজ) – পট্টি
❍ Boil – (বয়েল) – ফোঁড়া
❍ Medicine – (মেডিসিন) – ঔষধ
❍ Piles – (পাইলস) – অর্শ্ব
❍ Patient – (পেশেন্ট) – রোগী
❍ Asthma – (অ্যাজমা) – হাঁপানি
❍ Tumour – (টিউমার) – টিউমার
❍ Typhoid – (টাইফয়েড) – টাইফয়েড
❍ Tetanus – (টিট্যানাস) – ধনুষ্টংকার
❍ Treatment – (ট্রিটমেন্ট) – চিকিৎসা
❍ Malaria – (ম্যালেরিয়া) – ম্যালেরিয়া
❍ Headache – (হেডঅ্যাক) – মাথা ব্যথা
❍ Toothache – (টুথঅ্যাক) – দাঁত ব্যথা
❍ Jaundice – (জন্ডিস) – পান্ডুরোগ

It’s my turn👉(“এবার আমার পালা”) দিয়ে কিছু বাক্য গঠন।
✪ It’s my turn to learn everything. – এবার আমার সবকিছু শিখে নেওয়ার পালা।
✪ It’s my turn to help him. – এবার আমার তাকে সাহায্য করার পালা।
✪ It’s my turn to complete the work. – এবার আমার কাজটি শেষ করার পালা।
✪ It’s my turn to pay for lunch. – এবার আমার পালা দুপুরের খাবারের বিল পরিশোধের।
✪ It’s my turn to tell you a secret. – এবার আমার পালা তোমাকে একটি গোপন কথা বলার।
✪ It’s my turn to give her a gift. – এবার আমার তাকে একটা গিফট দেওয়ার পালা।
✪ It’s my turn to find out a restaurant. – এবার আমার একটা রেস্টুরেন্ট খুজে বের করার পালা।

It’s high time- ইহাই উপযুক্ত সময়.
Structure : It’s high time to + verb+ extension
(y) এটাই প্রস্তুতি গ্রহণ উপযুক্ত সময়|
It is high time to take preparation
(y) এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়।
it’s high time to solve this problem.
(y) ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়।
It’s high time to learn English.
(y) তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়।
It’s high time to build your carrier.
(y) ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার।
it’s high time to put away our bad habits.


✮ আমাকে ব্যাখ্যা করতে দাও – Let me
explain.
.
✮ তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছো – You
are crossing the limit.
.
✮ জীবন উপভোগ করো – Enjoy your life.
.
✮ অহংকারী হইও না – Don’t be egoist.
.
✮ আমি সন্তুষ্ট – I am satisfied.
.
✮ আমাকে শেষ করতে দাও – Let me finish.
.
✮ আমাকে কখনও ভুলো না – Please never
forget me.
.
✮ তৈরি হও – Please be ready.
.
✮ বেশি কথা বলো না – Don’t talk too
much.
.
✮ সাহসী হও – Be brave.
.
✮ উদ্ধমী হও – Be enthusiastic.
.
✮ মোটেও না – Not at all.
.
✮ আমার কথা শুনো – Listen to me.
.
✮ তোমার দিন শুভ হোক – Good day to you.
.
✮ কিছু মনে করো না – Please never mind.
.
✮ আমাকে অনুসরণ করো – Follow me.
.
✮ পিতামাতাকে শ্রদ্ধা করো – Respect your parents.

কিছু মনে রাখার বিষয়:-😃
∆ Sick & ill
অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick আর দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।
∆ Cool & cold
আরামদায়ক ঠান্ডা হলে cool আর কষ্টদায়ক হলে cold হয়।
∆ Hot & warm
আরামদায়ক গরম হলে warm
আর কষ্টদায়ক হলে Hot হবে ।
∆ Handsome & beautiful
ছেলেরা Handsome আর মেয়েরা beautiful হয় ।
∆ In time & on time
ঠিক সময়ে হলে on time
আর ঠিক সময়ে না হলে in টাইম ।
∆ low & short
ব্যক্তির ক্ষেত্রে short আর বস্তুর ক্ষেত্রে low হয় ।
∆ Put & keep
অল্প সময়ের জন্য রাখলে put আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।
∆ drown & sink
প্রাণী ডুবলে drown আর বস্তু ডুবলে sink
∆ Hope & wish
বাস্তব আশার ক্ষেতে hope & অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।
∆ Revenge & Avenge
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge & অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।
Write done after reading the post.🥰🥰

I am impressed.= আমি মুগ্ধ।
I was impressed.= আমি মুগ্ধ ছিলাম।
I will be impressed.= আমি মুগ্ধ হব।
I am convinced.= আমি রাজি।
I was convinced.= আমি রাজি ছিলাম।
I will be convinced.= আমি রাজি হব।
I am inspired.= আমি উৎসাহিত।
I was inspired.= আমি উৎসাহিত ছিলাম।
I will be inspired.= আমি উৎসাহিত হব।
He is concerned.= সে চিন্তিত।
He was concerned.= সে চিন্তিত ছিলো।
He will be concerned.= সে ছিন্তিত হবে।
He is motivated.= সে উদ্দিপ্ত।
He was motivated.= সে উদ্দিপ্ত ছিলো।
He will be motivated.= সে উদ্দিপ্ত হবে।
She is educated.= সে শিক্ষিত।
She was educated.= সে শিক্ষিত ছিলো।
She will be educated.= সে শিক্ষিত হবে।
She is respected.= সে সম্মানিত।
She was respected.= সে সম্মানিত ছিলো।
She will be respected.= সে সম্মানিত হবে।

1.তুমি ইংরেজি বলতে পার?
Can you speak English?
2.তুমি কি ইংরেজি পড়?
Do you study English?
3.এ বিষয়ে মতভেদ আছে।
Opinions differ on this subject.
4.আমি চেষ্টার আর কিছু বাকি রাখিনি।
I have left no stone unturned.
5.এক মাঘে শীত যায় না।
One shallow does not make a summer.
6.এক হাতে তালি বাজে না।
It takes two to make a quarrel.
7.তুমি আমার মনের মানুষ।
You are a man after my heart.
8.তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর।
Have it your way.
9.আমার কথা কি বুঝতে পারছো?
Are you getting me?
10.তুমি ক্রেডিট কার্ডে দাম নাও?
Do you take credit cards?
✏️Write Done✅

Share now
admin

Recent Posts

Electronic Diversity Visa Program U S Department of State gov DV-2026

VISA Immigration interview 20 question in English DV-2026 Program: Online Registration DV-2026 Program: The online…

1 month ago

VISA Immigration interview 20 questions in English

VISA Immigration interview 20 question in English 01. আপনি কেন এই দেশে আসতে চান? Why…

3 months ago

ফটোশপের টুলবার পরিচিতি

আপনার যদি টুলবক্সের উপর ভাল দক্ষতা থাকে তবে মনে করবেন আপনি ফটোশপ দিয়ে যে কোন…

3 months ago

৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণি নির্বাচনী পরীক্ষা

৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণি নির্বাচনী পরীক্ষা ২০২১ ৬ষ্ঠ শ্রেণি…

3 months ago

Ramadan Dua – রমাদান দোয়া

মাহে রমজান - Ramadan Dua একটা সুন্দর পরিকল্পনা হয়তো পরিবর্তন করে দিতে পারে আপনার জীবননিজে…

9 months ago