- I get up or wake up at 7.00 am.=আমি সকাল ৭টায় উঠি।
- I go to (the) fresh room= আমি ফ্রেশ রুমে যাই।
- I use (the) fresh room= আমি ফ্রেশ রুম ব্যবহার করি।
- I get out from (the) fresh room= আমি ফ্রেশ রুম থেকে বের হই।
- I brush (my) teeth= আমি (আমার) দাঁত মাঝি।
- I wash (my) hands & face= আমি (আমার) হাত মুখ ধুই।
- I make (my) Ablution= আমি অজু করি।
- I wipe (my) hands & face= আমি (আমার) হাত মুখ মুছি।
- I pray (my) fazar= আমি ফজরের নামাজ পড়ি।
- I wake up (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে উঠাই।
- I go to morning walk= আমি সকালে হাটতে যাই।
- I walk for some time. = আমি কিছুক্ষন হাটি।
- I come back at (my) home= আমি বাসায় ফিরে আসি।
- I go back to (the) residence= আমি বাসায় ফিরে যাই।
- I take/ have an exercise= আমি ব্যায়াম করি।
- I take / have a bath/shower= আমি গোছল করি।
- I wear (my) dresses= আমি (আমার) কাপর পরি।
- I get Ready for (my) office= আমি অফিসের জন্য রেডী হই।
- I take/ have (my) breakfast= আমি সকালের নাস্তা করি।
- I get out from (the) residence= আমি বাসা থেকে বের হই।
- I get into (the) car/ rickshaw= আমি গাড়িতে বা রিক্সায় উঠি।
- I reach to (the) office= আমি অফিসে গিয়ে পৌঁছাই।
- I get down from (the) car/ rickshaw= আমি গাড়িতে বা রিক্সায় নামি।
- I enter (my) office= আমি (আমার) অফিসে প্রবেশ করি।
- I look after (my) work= আমি (আমার) কাজ দেখাশুনা করি।
- I speak over (the) mobile phone= আমি মোবাইলে কথা বলি।
- I receive a phone= আমি রিসিভ করি।
- I call (my) manager= আমি (আমার) ম্যানেজারকে ডাকি।
- I speak with (my) staff= আমি (আমার) স্টাফদের সাথে কথা বলি।
- I hold a meeting= আমি মিটিং করি।
- I read (my) newspaper= আমি পত্রিকা পড়ি।
- I start (my) work = আমি (আমার) কাজ শুরু করি।
- I work up to 1.00 pm.= আমি ১টা পর্যন্ত কাজ করি।
- I say (my) johar prayer = আমি জোহরের নামাজ পরি।
- I take/ have (my) lunch at 2 O’ Clock. = আমি দুটায় দুপুরের খাবার খাই।
- I take/ have a rest for sometime= আমি কিছুক্ষন রেস্ট নেই।
- I restart (my) work= আমি পুনরায় (আমার) কাজ শুরু করি।
- I work for sometime= আমি কিছুক্ষন কাজ করি।
- I take/ have some snacks and tea= আমি চা নাস্তা খাই।
- I finish (my) work= আমি (আমার) কাজ শেষ করি।
- I leave (my) office= আমি (আমার) অফিস ত্যাগ করি।
- I get into (the) car= আমি গাড়িতে উঠি।
- I arrive at home= আমি বাসায় এসে পৌঁছাই।
- I get down from (the) car= আমি গাড়ি থেকে নামি।
- I enter (my) home= আমি (আমার) বাসায় প্রবেশ করি।
- I come back at home at 9 p.m.= আমি রাত ৯টায় বাসায় ফিরে আসি।
- I change (my) dress= আমি (আমার) কাপর পাল্টাই।
- I freshen (myself)= আমি নিজে ফ্র্যাশ হই।
- I play with (my) children= আমি (আমার) বাচ্চাদের সাথে খেলি।
- I watch (the) TV= আমি টিভি দেখি।
- I read (my) esha prayer = আমি এশার নামাজ পড়ি।
- I take/ have (my) dinner/supper= আমি রাতের খাবার খাই।
- I gossip with (my) family = আমি (আমার) পরিবারের সাথে গল্প করি।
- I listen the news= আমি খবর শোনি।
- I go to sleep at 12 midnight. = আমি রাত ১২টায় ঘুমাতে যাই।
- I make (the) breakfast=আমি সকালের নাস্তা বানাই।
- I say (my) maid to sweep= আমি (আমার) বুয়াকে ঝাড়ু দিতে বলি।
- I prepare (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে প্রস্তুত করি।
- I Feed (my) children breakfast =আমি (আমার) বাচ্চাদেরকে সকালের নাস্তা খাওয়াই।
- I drop (my) son at his school= আমি (আমার) ছেলেকে তার স্কুলে নামাই।
- I buy something=আমি কিছু কিনি।
- I work in the house =আমি বাসায় কাজ করি।
- I cook (my) lunch= আমি দুপুরের খাবার রান্না করি।
- I say (my) maid to cook= আমি (আমার) বুয়াকে রান্না করতে বলি।
- I bathe (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে গোছল করাই।
- I feed all lunch = আমি সবাইকে দুপুরের খাবার খাওয়াই।
- I lull (my) children sleep = আমি (আমার) বাচ্চাদেরকে ঘুম পাড়াই।
- I teach (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে পড়াই।
- I cook (my) dinner= আমি রাতের খাবার রান্না করি।
- I say (my) maid to cook= আমি (আমার) বুয়াকে রান্না করতে বলি।
- I tidy the table= আমি টেবিল গোছাই।
- I say (my) maid to wash the utensils=আমি(আমার) বুয়াকে থালা বাসন ধুতে বলি।
- I clothe (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে কাপর পরাই।
- I rig up Mosquito net= আমি মশারি খাটাই।
- I sweep the floor= আমি ঘর ঝাড়ু দেই।
- 76. I wet the cloths= আমি কাপর ভিজাই।
আপনি প্রতিদিন কী করেন, গতকাল কী করেছিলেন, আজ কী করেছেন ও আগামীকাল কী করবেন তা বিভিন্ন WAY তে PRACTICE করার দুটি নিয়ম দেওয়া হয়েছে।
আমি প্রতিদিন সকাল ৭টায় উঠি
আমি গতকাল সকাল ৭টায় উঠেছিলাম
আমি আজ সকাল৭টায় উঠেছি
আমি আজ সকাল ৭টায় উঠব
আমি আগামীকাল/ আজ সকাল ৭টায় উঠব
উঠার পর আমি প্রতিদিন ফ্রেশরুমে যাই
আমি গতকাল ফ্রেশরুমে গিয়েছিলাম
আমি আজ ফ্রেশ রুমে গিয়েছি
আমি আজ ফ্রেশ রুমে যাব
আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুমে যাব
ফ্রেশ রুমে যাওয়ার পর আমি প্রতিদিন ফ্রেশ রুম ব্যবহার করি
আমি গতকাল ফ্রেশ রুম ব্যবহার করেছিলাম
আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করেছি
আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করব
আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুম ব্যবহার করব
আমি প্রতিদিন সকাল ৭টায় উঠি না
আমি গতকাল সকাল ৭টায় উঠি নাই
আমি আজ সকাল ৭টায় উঠি নি
আমি আজ সকাল ৭টায় উঠব না
আমি আগামীকাল/ আজ সকাল ৭টায় উঠব না
ঘুম থেকে না উঠে আমি প্রতিদিন ফ্রেশ রুমে যাই না
আমি গতকাল ফ্রেশ রুমে যাই নাই
আমি আজ ফ্রেশ রুমে যাই নি
আমি আজ ফ্রেশ রুমে যাব না
আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুমে যাব না
ফ্রেশ রুমে না গিয়ে আমি প্রতিদিন ফ্রেশ রুম ব্যবহার করি না
আমি গতকাল ফ্রেশ রুম ব্যবহার করি নাই
আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করি নি
আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করব না
আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুম ব্যবহার করব না