fbpx

Stop-RAPE : Rape is a violence and Rapist is a criminal.

Rape is a violence and Rapist is a criminal.

Rape is a violence and Rapist is a criminal.

পুরুষ হয় কোন মানবীর বাবা, ভাই, ছেলে, স্বামী, প্রেমিক, মামা, চাচা, নানা, দাদা, বন্ধু, সহকর্মী, প্রতিবেশী, পথযাত্রী ইত্যাদি। পুরুষ মাত্রই ধর্ষক নয়।

ধর্ষকরা কখনো কখনো ছেলেদেরও ধর্ষণ করে। প্রাচীন জমিদারদের ঘেটুপুত্র চর্চা থেকে শুরু করে বাংলা বা ইংলিশ মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসাগুলিতে, চার্চগুলিতে, মন্দিরগুলিতে খুঁজলে ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে।

যারা ধর্ষক তারা মানসিকভাবে অসুস্থ। এদের কোনো স্বজন নেই, জাতি নেই, গোত্র নেই। এরা ঘৃণ্য। এরা দুর্জন। এদের কাজকে পাশবিক বললে পশুত্বের অপমান হবে।

সুস্থ মনের, সুস্থ চিন্তার, সুস্থ অনুভূতির পুরুষরাও তীব্রভাবে ধর্ষকদের ঘৃণা করেন ঠিক যেমনটা নারীরা করেন।

কিছুদিন আগেই আমরা দেখেছি এই নির্যাতনের আগুনে যখন কন্যা পুড়ে যায় পিতা রেললাইনে ঝাঁপ দেন, ভাই ছুটে যান। মাথার চিন্তার ভেতরে বহু বছরের লালিত পুরুষতন্ত্রর সুবিধাবাদী চিন্তাটা থেকে আজ বহু নারী পুরুষ দূরে সরে গেছেন, তারা দেখেছেন পুরুষতন্ত্র কিভাবে নারী পুরুষের সম্পর্কের বৈষম্য সৃষ্টি করে।ফলে নারীরা যেমন কষ্ট পান পুরুষরাও কিন্তু কষ্ট পান। পুরুষকে কাঁদতে দেয়া হয় না, কারন পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই। পুরুষের হাতে শুধু তুলে দেওয়া হয় রাগ। কোমলতা, ভয় এগুলা নাকি পৌরুষের লক্ষণ না। ফলে ক্রমাগত পুরুষ হয়ে পড়ছে নিঃসঙ্গ।

কাজেই মানুষের তৈরি করা এই পুরুষবাচক চিন্তাটা থেকে একবার দূরে সরে দাঁড়ালেই পুরুষরা আজ দেখবেন কিভাবে পুড়ে যাচ্ছে তার মা, তার বোন, তার সন্তান। একমাত্র নারী-পুরুষের সম্মিলিত নাগরিক উদ্যোগই পারে এই বিভীষিকা সমাজ থেকে দূর করতে।

 

writer:  Diya Moni

Share now
error: Content is protected !!