Tag: English Word spelling

  • সবার জন্য Vocabulary – শিখুন মুখস্থ ছাড়াই,

    সবার জন্য Vocabulary – শিখুন মুখস্থ ছাড়াই,

    সবার জন্য Vocabulary – শিখুন মুখস্থ ছাড়াই,

    সবার জন্য Vocabulary – শিখুন মুখস্থ ছাড়াই,

    🤔 Vocabulary- এর এত এত শব্দ মুখস্থ করতে কী আপনার Boring- লাগে?
    🤔 Vocabulary- এর শব্দগুলো মুখস্থ করার পরও কী আপনি ভুলে যান?
    🤔 Vocabulary- এর শব্দের সঠিক ব্যবহার নিয়ে কী আপনি Confused?
    ভাবছেন Vocabulary- শেখাটাই যেন একটা ঝামেলা। কিন্তু এখন Vocabulary- শেখা যেন খুবই সহজ।

    30 টি গুরুত্বপূর্ণ Word-meaning যা আমাদের দৈনন্দিন কাজে লাগে।
    1.সত্যিই! = Really !
    2.তাই নাকি? = Is it ?
    3.হঠাৎ যে! = What a surprise !
    4.কি বুদ্ধি! = What an idea !
    5.কি সাহস! = How dare !
    6.কি আপদ! = How nuisance !
    7.কি মজার! = How funny !
    8.কি মিষ্টি! = How sweet !
    9.কি সুন্দর! = How lovely ! or,How beautiful !
    10.খুশির খবর! = How joyfull !
    11.আল্লাহর দয়ায়! = By the grace of Allah !
    12.কি লজ্জার কথা! = What a shame !
    13.কি ভয়ানক! = How terrible !
    14.কি দুঃখজনক! = How tragic !
    15.হায় আল্লাহ! = My goodness !
    16.বাহ্ দারুণ তো! =Wow !
    17.কথাটা সত্য! = That’s true !
    18.চুপ কর! = Shut up !
    19.তাই বুঝি। = I see!
    20.মনে হয় । = It seems!
    21.ধ্যাৎতেরি! = Oh shit !
    22.একটুও না। = Not a bit!
    23.প্রশ্নই ওঠে না। = Unquestionable!
    24.যা-ই হোক। = Anyway!
    25.এটা কোনো ব্যাপার না। = It doesn’t matte!
    26.আমার মনে হয়। = I guess!
    27.চুলোয় যাক! = Damn it !
    28.সেটাই ভালো। = That’s good!
    29.তুমি আবার এসেছ! = It’s you again !
    30.সাবাস! = Well done!

    আমি কি পরেরটায় যেতে পারি? – Am I allowed to leave for the next?
    এবং তোমার কি অবস্থা? – And how about you?
    আর কিছু? – Anything else?
    নতুন কোনো খবর আছে? – Anything new going on?
    তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ? – Are you going to attend their wedding?
    তুমি কি বাজারের দিকে যাচ্ছ? – Are you going toward market?
    তুমি কি কি উপস্থাপনায় দক্ষ? – Are you good at presentation?
    তুমি কি কম্পিউটার প্রোগ্রামে ডুবে আছ? – Are you into computer programming?
    তুমি কি ফেসবুকে আলাপচারিতায় মগ্ন? – Are you into Facebook chatting?
    তুমি কি কারো জন্য অপেক্ষা করছ? – Are you waiting for someone else?
    আমার কথা বুঝতে পারছ? – Are you with me?

    eSchoolbd.com

    ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৬৬ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আগ্রহের কারনে ২য় পর্বে 🕺 (৩৪ – ৬৬) নাম্বার রূলস প্রকাশিত হলো। আশা করি উপকৃত হবেন। নিয়মিত সকল পোস্ট নোটিফিকেশন পেতে আইডিতে FOLLOW Button এ হিট করে রাখতে পারেন।
    📚 RULE :34
    It is time to + verb(এখন সময়)
    এখন শিখার সময়
    It’s time to learn
    এখন যাওয়ার সময়
    It’s time to go
    এখন বাড়িতে থাকার সময়
    It’s time to stay at home
    📚 RULE :35
    I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)
    ✪ আমি যেতে চাই – I would like to go.
    ✪ আমি তার সাথে দেখা করতে চাই – I would like to meet him.
    ✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই – I would like to thank you.
    ✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop
    ✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই – I would like to explain myself.
    ✪ আমি একজন শিক্ষক হতে চাই – I would like to become a teacher.
    ✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই – I would like to see you more often.
    ✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই – I would like to meet the manager.
    ✪ আমি অনুশীলন করতে চাই – I would like to practice.
    ✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই – I would like to compete in a cooking contest.
    ✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
    ✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
    I would like to know more about the creation of Almighty Allah.
    ➖➖➖🔹♦️🔹➖➖➖➖
    ইংরেজির উপরে সকল আপডেট ভিডিও পেতে সাবসক্রাইব-
    https://youtube.com/c/MasudurbabuBD

    ★RULE:36
    Use of “Having”
    ভাত খাওয়ার পর আমি কলেজে যাব।
    Having eaten rice, I’ll go to College.
    গোসল করার পর আমি বিছানায় যাব।
    Having taken shower, I will go to my bed.
    আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলব।
    Having Finished our work, we will play cricket.
    পরাশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করবো।
    Having completed my study, I’ll try for job.
    বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনব।
    Having gone to market, I’ll buy some books.
    📚 RULE:37
    ✪ There is/are – আছে
    There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে।
    There are deer in this jungle- এই বনে হরিণ আছে।
    ✪ There was/were – ছিলো
    There was a pen on table – টেবিলের উপর একটা কলম ছিলো
    ✪ There will be – হবে
    ✪ There will have – থাকবে
    ✪ There can be – থাকতে পারে
    There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
    ✪ There could be – থাকতে পারতো
    ✪ There may be – হতে পারে
    There may be a crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
    ✪ There must be – নিশ্চয়ই হবে
    ✪ There may not be – থাকতে নাও পারে
    There may not be people on the street-
    রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে।
    ✪ There must have been – নিশ্চয়ই ছিলো
    There must have been an umbrella inside my bag- আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিলো
    ✪ There should be – থাকা উচিত
    There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত
    ✪ There should not be – থাকা উচিত না
    There should not be any mistakes in the letter- পত্রটিতে কোন ভুল থাকা উচিত না।
    ✪ There should have been – থাকা উচিত ছিলো
    There should have been a mosque in this village -এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিলো।
    ✪ There could have been – থাকতে পারবে।
    ✪ There seems to be – আছে বলে মনে হয়।
    There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
    ★RULE:38
    I know=আমি জানি
    who are you=তুমি কে?
    I know who you are=আমি জানি তুমি কে
    I know what’s happening in you mind=তোমার মনে কি ঘটতেছে আমি তা জানি।
    I know how he has been successful in his life=আমি জানি সে কিভাবে সে তার জীবনে সফল হয়েছে।
    I know how beautiful place the sajek valley is!= আমি জানি সাজেক ভ্যালি কতইনা সুন্দর জায়গাগ!
    ★RULE:39
    Now we will talk about time.
    How to say the time. let’s get started..
    (বাকি থাকলে to হবে আর বেজে গেলে past হবে)
    এখন পাঁচটা বাজে=It is five o’clock.
    এখন সাড়ে পাঁচটা=It is half fast five.
    এখন সোয়া পাঁচটা=It is quarter past five.
    এখন পোনে পাঁচটা=It is quarter to five.
    এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি=It is five minutes to four.
    এখন চারটা বেজে পাঁচ মিনিট=It is five minutes past four.
    এখন প্রায় নয়টা বাজে=It is about nine o’clock.
    ★RULE:40
    How could you + verb…?
    How could you pass the exam? (তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে?)
    How could you give up smoking? (তুমি কিভাবে ধুমপান ত্যাগ করতে পেরেছিলে?)
    How could you win the game?(তুমি কিভাবে খেলায় জিতেছিলে?)
    ★RULE:41
    Uses of that’s why
    That’s what I’m saying.
    👉এটাই আমি বলছি।
    That’s what I mean.
    👉এটাই আমি বুঝাতে চেয়েছি।
    👉এটাই আমাদের দরকার।
    That’s what we need.
    👉এটাই আমি চাচ্ছিলাম।
    That’s what I want.
    That’s what I thought.
    👉আমি এটাই ভেবেছিলাম।
    👉আমি এটাই বলছিলাম।
    That’s what I was saying.
    👉সে আমাকে এটাই বলেছিল।
    That’s what he told me.
    👉এটাই আমাকে পাগল করে তোলে।
    That’s what make me crazy.
    👉এটাই আমি জানতে চাই।
    That’s what I would like to know.
    👉এটাই আমি দেখতে পছন্দ করি।
    That’s what I like to see.
    👉একারণেই আমার দেরি হয়েছে
    That’s why I was late.
    👉এ কারণেই তিনি এতটা সফল।
    That’s why he is so successful.
    👉একারণেই সে হতাশ।
    Thats why she is disappointed.
    👉একারণেই সে সব সময় কান্না করে।
    That’s why She’s crying all the time.
    ★RULE:42
    ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা (Birthday greetings)
    🌸 Happy birthday to you. (তোমাকে শুভ জন্মদিন)
    🌸 Many many happy returns of this day. (এই দিন বার বার ফিরে আসুক)
    🌸 Have a lovely birthday! (তোমার জন্মদিনটি আনন্দদায়ক হোক)
    🌸 May Allah give peace & happiness of this day. (আল্লাহ্ এই দিনে শান্তি ও সুখ দান করুন।)
    🌸 Wishing you a happy and cheerful birthday. (আপনাকে সুখি এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই।)
    🌸 May your day be filled with great moments. (আপনার দিনটি দুর্দান্ত মুহুর্তময় হোক।)
    🌸 Wishing you many years of joy and love. (তোমার জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল।)
    🌸 You deserve all the happiness. (সকল সুখ আপনার প্রাপ্য।)
    🌸 I wish you have a wonderful time on this Day. (এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক এই আমার প্রত্যাশা।)
    🌸 I hope this birthday brings you many facilities. (আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুজোগ এনে দেবে।)
    ★RULE:43
    Dare এর ব্যবহার;
    How dare you?
    তুমার সাহস কত?
    How dare you say so?
    তুমি কোন সাহসে বল?
    How dare you do this?
    তুমি কোন সাহসে এটা করলে?
    How dare you go outside?
    তুমি কোন সাহসে বাহিরে গেলে?
    কোন কিছুতে বা কোন কিছু করতে অভ্যস্ত বুঝালে Used to ব্যবহার করতে হয়।
    Structure : Subject +person অনুযায়ী am/is/are/was/were + used to + noun/verb1+ ing+ extension.
    ★RULE:44
    Used to এর ব্যবহার
    লোকটি চায়ে অভ্যস্ত।
    The man is used to tea.
    আমি শহর জীবনে অভ্যস্ত ।
    I am used to city life.
    আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত।
    I am used to speaking in English.
    আমি চা খেতে অভ্যস্ত।
    I am used to taking tea.
    সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল।
    He was used to riding motorcycles.
    আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম।
    I was used to talking about life.
    লোকটি ধুমপানে অভ্যস্ত।
    The man is used to smoking.
    সে সকালে হাঁটতে অভ্যস্ত।
    She is used to walking in the morning.
    তারা ফুটবল খেলায় অভ্যস্ত।
    They are used to playing football .
    আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়।
    I am not used to talking to you.
    ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত।
    You should be used to learning English.
    আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত।
    My friend is used to reading newspapers.
    আমি আমার জীবনকে ভালবাসতে অভ্যস্ত।
    I am used to loving my life.

    ★RULE:45
    I am being able- আমি পারছি
    আমি ইংরেজিতে কথা বলতে পারছি।
    I am being able to speak English.
    সে মোটরসাইকেল চালাতে পারছে।
    He is being able to ride a motorcycle.
    পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে।
    The boy with broken leg is being able to run.
    আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি।
    I am being able to write paragraphs in English.
    তারা ফুটবল খেলতে পারছে।
    They are being able to play football.
    আমি অংকটি করতে পারছি।
    I am being able to do the sum.
    ★RULE:46
    Get down to–দেরি না করে শুরু কর।
    দেরি না করে ইংরেজি শেখা শুরু কর।
    Get down to learn English.
    দেরি না করে খাওয়া শুরু কর।
    Get down to eat.
    দেরি না লিখা শুরু কর।
    Get down to write.
    দেরি না করে লিখা আরম্ভ কর।
    Get down to write.
    দেরি না করে গান করা আরম্ভ কর।
    Get down to sing.
    ★RULE:47
    ইংরেজিতে কিভাবে উৎসাহিত করবেন……….
    ✪ Good job – সাবাশ!
    ✪ Keep going – চলতে থাকো
    ✪ Don’t be afraid – ভয় পেয়ো না
    ✪ Never Give up – হাল ছেড়ো না
    ✪ That’s a good effort – এটা একটা ভালো প্রচেষ্টা
    ✪ There is nothing to fear – ভয়ের কোন কারন নেই
    ✪ I’m so proud of you – আমি তোমার জন্য গর্বিত
    ✪ Believe in yourself – নিজের ওপর বিশ্বাস রাখ
    ✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
    ✪ Don’t get nervous – ঘাবড়াবে না
    ✪ Stay strong – শক্ত হও
    ✪ I’m behind you absolutely – আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি
    ✪ Rest assured – নিশ্চিন্তে থাকুন
    ✪ Don’t hesitate – সংকোচ করবে না
    ✪ Do your best – সাধ্যমতো চেষ্টা করো
    ✪ Don’t worry – চিন্তা করো না
    ✪ It doesn’t matter – এটা কোন ব্যাপার না
    ✪ That’s a real improvement – এটা বাস্তবে উন্নতি হচ্ছে
    ✪ Come on, you can do it – শোন, তুমি এটা করতে পারবে
    ✪ যদি তোমার ধৈর্য্য থাকে তবে সফল হবে
    If you have the patience, so you will be succeed.
    ★RULE:48
    কোন কিছু করতে বাধ্য হওয়া বোঝালে Compelled to +v1 বসে।
    আমি ইংরেজি শিখতে বাধ্য।
    I am compelled to learn English.
    সে সেখানে যেতে বাধ্য ছিল।
    He was compelled to go there.
    সে বইটি পড়তে বাধ্য হয়েছে।
    He has been compelled to read the book.
    সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে ।
    He has been compelled to learn English to pass the exam.
    তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে।
    You will be compelled to talk to me.
    সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে।
    He has been compelled to wark hard for life.
    তোমাদের ইংরেজি শিখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত।
    You should be compelled to work hard to learn English.
    ★RULE:49
    There’s nothing(মত…কিছুই নেই)
    1. There’s nothing you can proof = প্রমান করার মত তোমার কাছে কিছুই নেই।
    2. There’s nothing we can arrange = সাজিয়ে রাখার মত আমাদের কাছে কিছুই নেই।
    3. There’s nothing you can appreciate = তুমি প্রসংশা করার মত কিছুই খুজে পাবে না।
    4. There’s nothing he can allocate = তার কাছে বন্টন করার মত কিছুই নেই।
    5. There’s nothing the scenery can allure = প্রলুব্ধ করার মত দৃশ্যটিতে কিছুই নেই।
    ★RULE:50
    How about + verb(ing) + extension-কেমন হয়।
    How about learning computer?
    কম্পিউটার শিখলে কেমন হয়?
    How about reading newspaper?
    পত্রিকা পড়লে কেমন হয়?
    How about going home?
    বাড়ি গেলে কেমন হয়?
    How about learning english?
    ইংরেজি শিখলে কেমন হয়?
    ★RULE:51
    বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন
    Eat= খাওয়া, to eat= খাইতে
    go = যাওয়া, to go = যাইতে
    খাইতে আসো = Come to eat.
    গুমাইতে যাও= Go to sleep.
    ………
    ★RULE:52
    বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।
    যেমন:-
    ঘুমন্ত বালক= Sleeping boy.
    চলন্ত ট্রেন= Moving Train.
    উড়ন্ত পাখি= Flying Bird.
    ………….
    ★RULE:53
    বাংলা শব্দের শেষে যদি– ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
    Having been+ V.P.P করতে হয়।
    যেমন
    পদত্যাগ করিয়া – Having been Resigned.
    নির্বাচিত হইয়া -Having been elected.
    শিক্ষিত হইয়া- Having been educated.
    ………………….
    ★RULE:54
    কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে । Feel like+ V+ing
    আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=
    I feel like drinking tea.
    আমার ঘুমাইতে ইচ্ছে করছে =
    I feel like sleeping.
    আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=
    I don’t feel like reading.
    ………………….
    ★RULE:55 বাংলা বাক্যে যদি “কিনা” টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।
    যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না = I don’t know if he went.
    জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don’t know if you recall me, but you are always in my contemplation.
    ★RULE:56
    প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি – এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।
    Looking forward to+ verb+ ing
    যেমন:-
    তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়
    আছি – I am looking forward to meeting you.
    .
    আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home.
    ……..
    ★RULE :57
    কিছু করতে গিয়ে ও করতে পারেনি এমন বুঝাতে,,,
    sub+ couldn’t about to + verb 1 + obj.
    I couldn’t about to tell you.
    আমি তোমাকে বলতে গিয়ে ও বলতে পারিনি।
    I couldn’t about to forget you.
    আমি তোমাকে ভুলতে গিয়ে ও ভুলতে পারিনি।
    I couldn’t about to tell the truth.
    আমি সত্যটা বলতে গিয়ে ও বলতে পারিনি।
    He couldn’t about to come.
    সে আসতে চেয়েও আসতে পারেনি।
    ★RULE:58
    I know +how to +v1
    1. I know how to swim.
    = আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়।
    2. I know how to cook.
    = আমি জানি কিভাবে রান্না করতে হয়।
    3. I know how to speak English.
    = আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়।
    ★RULE:59
    Do you know how to(তুমি কি জানো কিভাবে……?)
    1. Do you know how to recite Holy Quran= তুমি কি জানো কিভাবে কুরআন তিলাওয়াত করতে হয়?
    2. Do you know how to respect others?=তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়।
    3. Do you know how to talk Sweetly?= তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়।
    4. Do you know how to speak in English? তুমি কি জানো কিভাবে ইংরেজি তে কথা বলতে হয়?
    5. Do you know how to play football?
    তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়?
    ★RULE- 60
    Having a lot of fun= আনন্দ পাচ্ছি /মজা পাচ্ছি।
    আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি=
    I am having a lot of fun learning English.
    আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি=I am having a lot of fun helping the poor.
    আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি=
    We are having a lot of fun gossiping.
    আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি=
    I am having a lot of fun reading this book.
    তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে=They are having a lot of fun talking to Miraj.
    ★RULE- 61
    Yet to — এখনো করা হয়নি।
    আমি এখনো তাকে প্রপোজ করিনি।
    I am yet to propose her.
    আমার এখনো বাজারে যাওয়া হয়নি।
    I am yet to go to market.
    ইউসুফ এখনো আসেনি।
    Yousuf is yet to come.
    তারা এখনো শুরু করেনি।
    They are yet to start.
    আমরা এখনো চাঁদপুরে যাইনি।
    We are yet to go to Chandpur.
    ★RULE-62
    Did দিয়ে বাক্য তৈরি
    তুমি কি ইংরেজি শিখে ছিলে?
    Did you learn English?
    গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে?
    Did you practice English yesterday?
    তুমি কি কলেজে গিয়েছিলে?
    Dis you go to College?
    তারা কি গতরাতে টিভি দেখেছিলো?
    Did they watch television last night?
    তুহিন কি মাদ্রাসায় এসেছিলো?
    Did Tuhin come to Madrasah?
    নুসরাত কি গরিবদের সাহায্য করেছিলো?
    Did Nusrat help the poor?
    ★RULE-63
    Cannot + resist + ing = আমি আর পারছি না।
    ইংরেজি না শিখে আর পারছি না।
    I cannot resist learning English.
    তোমাকে না ভালবেসে আর পারছি না।
    I cannot resist loving you.
    আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।
    I cannot resist talking to my Mom.
    ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না।
    I cannot resist turning on the fan.
    ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।
    I cannot resist drinking cold water.
    স্পোকেন রুলস শিখতে মিরাজ ভাইকে ফলো না করে আর পারছি না।
    I cannot resist following Miraj Bhai to learn spoken rules.
    ★RULE-64
    It is no use+ ing( আসলে কোন লাভ নেই)
    সময় অপচয় করে আসলে কোন লাভ নেই।
    It is no use wasting time.
    এখন ঘুমিয়ে আসলে কোন লাভ নেই।
    It’s no use sleeping now.
    বইটা কিনে আসলে কোন লাভ নেই।
    It is no use buying the book.
    মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে লাভ নাই।
    It is no use misbehaving with people.
    নামায ছাড়িয়া আসলে লাভ নেই
    It is no good relinquishing prayer.
    ★RULE-65
    Likely to= সম্ভাবনা আছে
    আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবণা আছে= We are likely to go to Dhaka.
    তুমি ও আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে=I and you are likely to practice english in the afternoon.
    তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে=Today they are likely to catch fish in the pond.
    এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে= It is likely to rain here.
    সে সকালে বাজারে যাওয়ার সম্ভাবণা আছে= He is likely to go to market in the morning.
    ★RULE-66
    Fond of= পছন্দ করি।
    আমি ভ্রমণ করতে পছন্দ করি।
    I am fond of traveling.
    আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। I am fond of reciting Quran.
    আমি মাছ ধরতে পছন্দ করি।
    I am fond of catching fish.
    সে পত্রিকা পড়তে পছন্দ করে।
    She is fond of reading newspapers.
    তারা ঘুরতে পছন্দ করে।
    They are fond of roaming around.
    রিমি গল্প বলতে পছন্দ করে।
    Rimi is fond of telling stories.
    ➖➖➖🔹♦️🔹➖➖➖➖
    ইংরেজির উপরে সকল আপডেট ভিডিও পেতে সাবসক্রাইব-
    https://youtube.com/c/MasudurBabuBD
    ➖➖🔹♦️🔹➖➖➖➖
    পোষ্ট সম্পর্কে জানিয়ে কমেন্ট করুনএবং অবসরে পড়ে নিতে শেয়ার করে রাখুন। ধন্যবাদ


    English


    Grammar


    Words


    ICT

  • Spelling English Word vocabulary with Bengali meaning

    Spelling English Word vocabulary with Bengali meaning

    ইংরেজি শব্দের বানান-রীতি ও কৌশল
    বানান মনে রাখার সহজ উপায় হলো যখন শব্দটি পড়বেন তখন বানানটিও মনোযোগ দিয়ে দেখে নিতে হবে সবচেয়ে ভালো হয় কয়েকবার syllable ভাগ করে পরা ও লেখা । কিছেু কৌশল আছে যেগুলো সহজেই আয়ত্ত করা যাবে।নিচে সেই রকম কিছু কম কৌশল দেওয়া হল
    Rule-1: ‘l’ দ্বারা গঠিত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে একটিমাত্র vowel থাকে, তাহলে এ শব্দের শেষে ‘ll’ ব্যবহার করতে হয়। যেমন: Well, tell, fill till.
    Rule-2: ‘l’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে দুইটি vowel থাকে, তাহলে ঐ শব্দের শেষে একটি ‘l’ ব্যবহার করতে হয়। যেমন: Feel, weal, meal, goal.
    Rule-3: Consonat যুক্ত কোনো suffix (ness ব্যতীত) যদি ‘ll’ দ্বারা সমাপ্ত হয়ে এক syllable বিশিষ্ট কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাহলে শেষের ‘l’ বাদ যাবে।
    যেমনঃ Well+come=welcome; well+fare=welfare; full+fil=fulfil.
    কিন্তু vowel যুক্ত Suffix হলে ‘ll’ ই ব্যবহার করতে হবে। যেমন: ill+ness=illness.
    Rule-4: ‘ll’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দ যদি suffix হিসেবে ব্যবহৃত হয়, তাহলে শেষের ‘l’ বাদ দিতে হবে।
    যেমনঃ roll-enrol, fill-fulfil, full-doubtful etc.
    Rule-5: কোনো শব্দের শেষে যদি একটি consonant থাকে এবং consonant টির পূর্বে যদি একটি vowel থাকে এবং এরপর আদিতে যদি vowel বিশিষ্ট কোনো suffix (প্রত্যয়) যুক্ত হয়, তাহলে শেষের consonant টি দ্বিত্ব (double)হবে। যেমন: concel+ed=cancelled, travel+er=traveller.
    ব্যতিক্রমঃ Benefited, credited, differed, galloped, paralleled, visitor.
    Rule-6: যে সমস্ত word এর শেষে ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি consonant থাকে তাহলে i বিশিষ্ট প্রত্যয় (ing+ist) বাদে অন্যান্য প্রত্যয় যুক্ত করার সময় ‘y’ এর স্থানে ‘i’ হয়। যেমন: Accompany=Accompaniment, Busy=Business.
    Rule-7: দুই বা তিন syllable যুক্ত word এর শেষে যুদি একটি consonant এবং তার আগে যদি একটি vowel থাকে এবং উচ্চারণের সময় যদি শেষ syllable এ stress পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো suffix যোগ করতে হলে শেষ Consonant টি double (দ্বিত্ব) করতে হয়।
    যেমনঃ begin+er=beginner, swim+ing=swimming.
    কিন্তু stress যদি প্রথম syllable এর উপর দেওয়া হয়, তাহলে Consonant টি double হয় না।
    যেমনঃ Murmur+ed=murmured, orbit+ing=orbiting.
    Rule-8: কোনো শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং তার পূর্বে যদি কোনো vowel থাকে, তাহলে সেই শব্দের সাথে কোনো suffix যোগ করার সময় সাধারণত ‘y’ এর কোনো পরিবর্তন হয় না।
    যেমনঃ Buy=Buyer, Boy=Boyish, Journey=Journeyed ইত্যাদি।
    ব্যতিক্রমঃ Say=said, Day=Daily ইত্যাদি।
    Rule-9: শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি ‘t’ থাকে এবং তারপর যদি ‘ous’ যোগ করতে হয় তাহলে ‘y’ এর স্থলে e হয়।
    যেমনঃ Beauty=Beauteous, Pity=Piteous ইত্যাদি।
    Rule-10: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর প্রথমে যদি vowel বিশিষ্ট কোনো প্রত্যয় যুক্ত করতে হয়, তাহলে শব্দের শেষের ‘e’ সাধারণত বাদ দিতে হয়।
    যেমনঃ Come=Coming, Write=Writing. কিন্তু word এর শেষে ‘e’ এবং word টির পূর্বে যদি ‘g’ বা ‘c’ থাকে তাহলে সে word এর শেষে ‘ous’ এবং ‘abl’ যুক্ত করার সময় word এর শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Courage= Courageous, Charge=Chargeable.
    ব্যতিক্রমঃ Practice=Practicable.
    Rule-11: কোনো word এর শেষে যদি ee, oe বা ye থাকে তাহলে সে word এর শেষে ed বাদে প্রথমে যদি vowel বিশিষ্ট অন্য কোনো প্রত্যয় যুক্ত হয়, তাহলে শব্দের শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Agree=Agreeable, Free=Freeing, See=Seeing ইত্যাদি।
    Rule-12: যদি কোনো word এর শেষে ie থাকে, তবে সে word এর শেষে ing যোগ করতে হলে ie-এর স্থানে ‘y’ হয়।
    যেমনঃ Die=Dying, Tie=Tying ইত্যাদি।
    Rule-13: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর শেষে যদি consonant বিশিষ্ট কোনো প্রত্যয় যোগ করতে হয়, তাহলে ‘e’ বাদ যাবে। যেমনঃ Argue=Argument, Simple=Simple, Awe=Awful.
    ব্যতিক্রমঃ Achieve=Achievement. আবার কিছু কিছু word আছে যেগুলোতে e বাদ দিলেও চলে, না দিলেও চলে। যেমনঃ Abridge=Abridgment/Abridgement.
    Rule-14: কোনো word এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ একত্রে থেকে যদি দীর্ঘ-ঈ (বা Double) এর মত উচ্চারিত হয়, তাহলে সাধারণত প্রথমে ‘i’ ব্যবহৃত হয় এবং পরে ‘e’ ব্যবহৃত হয়।
    যেমনঃ Achieve, belief, brief, chief, friend. ব্যতিক্রমঃ Conceive, Ceiling,
    Rule-15: কোনো word-এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ যদি একত্রে থেকে দীর্ঘ-ঈ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সাধারণত প্রথমে ‘e’ এবং পরে ‘i’ ব্যবহৃত হয়। যেমনঃ Heir, Height.
    Rule-16: কিন্তু word এর পদান্তর (যেমন: Noun-Adjective) হলে মাঝে মাঝে ‘u’ বাদ দিতে হয়। যেমনঃ Honorary, Labour=Laborious.
    Rule-17: ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে পৃথক করে লেখা যায় না।
    যেমনঃ Anybody, Everybody, Elsewhere, Cannot, Instead, Nothing, Nowhere, Welcome, Sometimes, Nobody.
  • Phrases & Clause

    Phrases & Clause

    Phrases & Clause

    Clause Definition:

    A clause is referred to as a group of words that has a subject and a predicate and acts as a part of a complex or compound sentence.

    Clause একটি শব্দগুচ্ছ যার একটি subject (উদ্দেশ্য) এবং একটি predicate (বিধেয়) আছে এবং যা একটি complex অথবা একটি compound sentence এর অংশ হিসেবে কাজ করে ।

    Example:

    When the girl was singing, we were listening to her.

    Here the sentence has two clauses, “When the girl was singing” and “we were listening to her”, each having a subject and a predicate.

    এখানে sentence টির দুটি clause আছে, “When the girl was singing” এবং “we were listening to her”, প্রতিটিরই একটি subject (উদ্দেশ্য) এবং একটি predicate (বিধেয়) আছে ।

    Types of Clause:
    Clauses are mainly of two types:

    Clause প্রধানত: দুই প্রকার:

    Independent Clauses (Main Clause)
    Dependent Clause (Subordinate Clause)
    Dependent Clause can be again divided into three types.

    Dependent Clause কে আবার তিন ভাগে ভাগ করা যায়।:

    Noun Clause.
    Adjective or Relative Clause.
    Adverb Clause
    Adjective বা Relative Clause কে আবার দুই ভাগে ভাগ করা যায়।:

    Restrictive Clause
    Nonrestrictive Clause
    All types of clauses are discussed below.:

    নিচে সবধরনের clause বর্ণিত হল।

    Independent Clauses (Main Clause):
    An independent clause is a clause which has a complete meaning and can stand alone as a sentence. Simple sentences are independent clauses.

    একটি Independent Clause হলো এমন একটি clause যার একটি পূর্ণ অর্থ আছে এবং যা একাই একটি sentence হিসেবে দাঁড়াতে পারে । Simple sentence গুলোই হল independent clause ।

    Example:

    The University is closed today.
    I am going out for a vacation.
    She is studying very hard.
    All the simple sentences above are independent clauses because all have complete meanings and stand alone as sentences.

    উপরের সব simple sentence গুলোই independent clauses কারণ সবারই পূর্ণ অর্থ আছে এবং পৃথকভাবে sentence হিসেবে দাঁড়াতে পারে ।

    Dependent Clause (Subordinate Clause):
    Subordinate or dependent clauses refer to the type of clauses that depend on an independent clause to express a complete meaning and cannot stand alone as a sentence. These clauses start with a dependent word like a relative pronoun or a subordinate conjunction. Such as, who, because, and, but, although, where, when, etc.

    একটি dependent clause হল এমন একটি clause যা একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে একটি       independent clause এর উপর নির্ভর করে এবং একটি পৃথক sentence হিসেবে দাঁড়াতে পারে না । এই clause গুলো একটি নির্ভরশীল শব্দ তথা একটি relative pronoun অথবা একটি subordinate conjunction দিয়ে শুরু হয় । যেমন: who, because, and, but, although, where, when, প্রভৃতি।

    Example:

    The writer who came here was my friend.
    When the rain stopped, we started our journey.
    She could not come because she was not in the city.
    Here, ”who came here”, “When the rain stopped” ‍and “because she was not in the city” are subordinate clauses as they cannot stand alone as sentences and are dependent on the independent clauses in the mentioned sentences.

    এখানে, ”who came here”, “When the rain stopped” ‍এবং “because she was not in the city” হল subordinate clause কারণ তারা পৃথক sentence হিসেবে ব্যবহৃত হতে পারে না এবং উল্লেখিত sentence গুলোর independent clause এর উপর নির্ভরশীল ।

    Dependent Clause can be again divided into three types.:

    Dependent Clause কে আবার তিন ভাগে ভাগ করা যায়।:

    These types are discussed below.

    এই প্রকারগুলো নিম্নে বর্ণিত হলো ।

    Noun Clause:
    The clause which can replace any noun in a sentence and act as a subject, object or complement is called noun clause.

    যে clause একটি sentence এ যেকোন noun এর পরিবর্তে বসে এবং subject, object বা complement হিসেবে ভূমিকা পালন করে তাকে noun clause বলে ।

    Example:

    The book I bought yesterday was really helpful to complete my assignment. Or What I bought yesterday was really helpful to complete my assignment.
    Here “What I bought yesterday” is a noun clause acting as the subject.

    এখানে “What I bought yesterday” একটি noun clause যা subject হিসেবে কাজ করছে।

    I did not know that she is coming.
    Here “that she is coming” is the noun clause acting as the object.

    এখানে “that she is coming” একটি noun clause যা object হিসেবে কাজ করছে।

    I am sad that you are leaving tomorrow.
    Here “that you are leaving tomorrow” is a noun clause acting as an adjective complement because it answers the question “why am I sad?”

    এখানে “that you are leaving tomorrow” একটি noun clause যা adjective complement হিসেবে কাজ করছে কারণ এটি “আমি কেন দু:খিত” এই প্রশ্নের উত্তর দিচ্ছে ।

    Adjective or Relative Clause:
    The clause which describes a noun just like an adjective is called adjective or relative clause.

    যে clause একটি nounকে একটি adjective এর মত বর্ণনা করে তাকে adjective বা relative  clause বলে।

    Adjective clauses are of two types:

    i. Restrictive Clause:
    The adjective clause which specifies or restricts the noun is called restrictive clause.

    যে adjective clause কোন nounকে বিশেষভাবে নির্দিষ্ট করে বোঝায় তাকে restrictive clause বলে ।

    Example:

    The building that they build in Dhanmondi sold for five
    Here, “that they build in Dhanmondi” is a restrictive clause because it is specifying the building. It is also implied that there could be several buildings.

    ii. Nonrestrictive Clause:
    The adjective clause which adds extra information about an already specific noun is called nonrestrictive clause.

    যে adjective clause আগে থেকে নির্দিষ্ট কোন noun সম্পর্কে বাড়তি কোন তথ্য দেয় তাকে nonrestrictive clause বলে ।

    Example:

    The building, which they build in Dhanmondi, sold for five
    Here “which they build in Dhanmondi” is a nonrestrictive clause because it is specifying the building which is already specified by a comma. It is also specified here that there is only one building to talk about.

    Adverb Clause:
    An adverb clause expresses where, when, how and why something occurs.

    একটি adverb clause কোথায়, কখন, কিভাবে এবং কেন কোনকিছু ঘটে তা বোঝায় ।

    Example:

    I will meet you when I have completed all my assigned tasks.
    Here “when I have completed all my assigned tasks” is an adverb clause as it is expressing when I will meet you.

    এখানে “when I have completed all my assigned tasks” একটি adverb clause কারণ এটা বোঝাচ্ছে, কখন আমি তোমার সাথে দেখা করব ।

    ——————————————————————

    Phrases Definition:

    A phrase is a group of words having no subject and finite verb which gives meaning to a sentence.
    Phrase একটি শব্দগুচ্ছ যাতে কোন subject এবং finite verb থাকে না ও যা একটি sentence কে অর্থপূর্ণ করে তোলে।

    Example:

    He is indeed a man of parts.
    Life is not a bed of roses.
    She has no kith and kin
    The words in bold letters don’t have any subject and finite verb but still giving the sentence a meaning. They are phrases.

    Bold অক্ষরের শব্দগুলোর কোন subject এবং finite verb নেই কিন্তু তাও sentenceটিকে একটি অর্থ দিচ্ছে। এগুলো phrase।

    Types of Phrases:
    There are generally nine types of phrases (Phrase সাধারণত: নয় ধরনের):

    Noun Phrase.
    Verb Phrase
    Adverbial Phrase
    Adjective Phrase
    Prepositional Phrase
    Conjunctional Phrase
    Interjectional Phrase
    Participial Phrase
    Absolute Phrase
    Noun phrase তিন ধরনের হয়:

    Appositive Phrase
    Gerund Phrase
    Infinitive Phrase.
    Noun Phrase:
    The group of words that perform the task of a noun is called Noun Phrase. Noun phrases are of three types:

    যে শব্দগুচ্ছ noun এর কাজ করে তাকে Noun Phrase বলে। Noun phrase তিন ধরনের হয়:

    i. Appositive Phrase:
    A noun phrase that renames another noun, not technically modifies it is called an appositive phrase.

    যে noun phrase অন্য একটি nounকে নতুন করে নাম দেয়, কৌশলগতভাবে বর্ণনা করে না তাকে appositive phrase বলে।

    Example:

    Nachiketa, my favorite singer, is coming to Dhaka.
    ii. Gerund Phrase:
    A noun phrase with a gerund as its head is called a gerund phrase.

    যে noun phrase এর শুরুতে gerund যুক্ত থাকে তাকে gerund phrase বলে।

    Example:

    I love listening to music.
    iii. Infinitive Phrase:
    An infinitive phrase refers to a noun phrase containing an infinitive at the beginning.

    যে noun phrase এর শুরুতে একটি infinitive থাকে তাকে infinitive phrase বলে।

    Example:

    I love to listen to music.
    Verb Phrase:
    The group of words that perform the task of the verb is called Verb Phrase. A verb phrase has more than one verbs, one is a principal verb, and others are auxiliary verbs, such as am, is, are, was, were, be, being, have, had, has, shall, should, etc.

    যে শব্দগুচ্ছ verb এর কাজ করে তাকে Verb Phrase বলে। একটি verb phrase এ একাধিক verb থাকে, একটি মূল verb এবং অপরগুলো সাহায্যকারী verb, যেমন, am, is, are, was, were, be, being, have, had has, shall, should, প্রভৃতি।

    Example:

    I was reading my favorite book yesterday.
    They were going to the concert.

    Adverbial Phrase:
    The group of words that perform the task of the adverb is called Adverbial Phrase. An adverbial phrase also has other words apart from adverbs such as noun, verb, preposition, and modifiers which function like an adverb in the sentence.

    যে শব্দগুচ্ছ adverb এর কাজ করে তাকে Adverbial Phrase বলে। একটি adverbial phrase এ adverb ছাড়াও অন্যান্য শব্দ যেমন: noun, verb, preposition এবং modifiers থাকে যা sentence এ adverb এর কাজ করে।

    Example:

    I came here
    Once upon a time, he lived here.
    She said it in a polite way.
    Adjective Phrase:
    The phrase that performs the function of an adjective is called Adjective Phrase.

    যে phrase adjective এর কাজ করে তাকে Adjective Phrase বলে।

    Example:

    The girl is always full of life.
    She is slow and steady.
    This rule is now null and void.
    Prepositional Phrase:
    The phrase which has a preposition as its head and functions as an adjective, adverb or noun in a sentence is called a prepositional phrase. Generally, a prepositional phrase starts with a preposition and ends with a noun or pronoun.

    যে phrase এর শুরুতে একটি preposition থাকে এবং যা একটি sentence এ adjective, adverb বা noun এর কাজ করে তাকে prepositional phrase বলে। সাধারণত: একটি prepositional phrase একটি preposition দিয়ে শুরু হয় এবং একটি noun বা pronoun দিয়ে শেষ হয়।

    Example:

    The students with whom I met at the varsity were friendly.
    The salesman sells from door to door.
    We are on the way to Dhaka.
    Conjunctional Phrase:
    The phrase which functions as a conjunction is called a conjunctional phrase.

    যে phrase একটি conjunction এর মত কাজ করে তাকে conjunctional phrase বলে।

    Example:

    We started our journey as soon as the rain stopped.
    Please come as quickly as you can.
    She is not only magnificently gorgeous but also brilliantly intellectual.
    Interjectional Phrase:
    The phrase which functions like an interjection is called an interjectional phrase.

    যে phrase একটি interjection এর মত কাজ করে তাকে interjectional phrase বলে।

    Example:

    What a miracle! She has come to the program.
    My goodness! What have you done?
    For heaven’s sake! Don’t go there.
    Participial Phrase:
    A phrase which has a present or past participle as its head is called a participial phrase.

    যে phrase এর শুরুতে একটি present বা past participle থাকে তাকে participial phrase বলে।

    Example:

    The women sitting by the river were gossiping.
    Coming home, I came to know the truth.
    She was drinking water in a glass made of stone.
    Absolute Phrase:
    The phrase which has a subject but no finite verb and modifies the whole sentence, not a noun is called an absolute phrase.

    যে phrase এর একটি subject আছে কিন্তু কোন finite verb নেই এবং যা সম্পূর্ণ sentenceটিকে মূল্যায়ন করে শুধু একটি noun কে নয়, তাকে absolute phrase বলে।

    Example:

    My friend finally coming back to this country, I will be able to share my thoughts and idea with her.
    Her arrival at the last moment, we all were relieved from tension.

    ************************************************************

  • ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ

    ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ

    Word meaning Analogy based ( যে কোন Relation চিন্তা করতে হলে শব্দের অর্থ জানাটা জরুরী।) তাই এখানে ক্যাটাগরি আকারে ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ দেওয়া হল

    বিভিন্ন পেশা অধিকারী ব্যক্তি:
    Architect (স্থপতি),
    Carpenter (কাঠ মিসি),
    Chef (পাচক),
    Cobbler (মুচি),
    Composer (সুরকার),
    Courier (বার্তাবহ),
    Quack (হাতুড়ে ডাক্তার),
    Refugee (শরনার্থী),
    Surgeon (শল্য চিকিৎসক),
    Archaeologist (প্রত্নতত্ত্ববিদ),
    Brick-Layer (রাজমিস্ত্রি),
    Mason (রাজমিস্ত্রি),
    Sculptor (ভাস্কর),
    Acrobat (সার্কাসে দড়াবাজিকর),
    Advocate (সমর্থক),
    Detective (গোয়েন্দা),
    Heir (উত্তরাধিকারী ব্যক্তি),
    Journalist (সাংবাদিক),
    Linguist (ভাষাবিদ),
    Moderator (মধ্যস্থতাকারী),
    Optician (চশমা নির্মাতা/বিক্রেতা),
    Auditor (নিরীক্ষক),
    Butcher (কসাই),
    Colleague (একই পেশায় সহকর্মী),
    Dramatist (নাট্যকার),
    Pedlar (ফেরিওয়ালা),
    Tenant (ভাড়াটিয়া)।

    বিভিন্ন ধরণের যন্ত্র:
    Adze (বাটালি),
    Auger (তুরপুন),
    Baton (পুলিশের ছোট লাঠি),
    Batter (ময়দা),
    Goggles (ধলা থেকে রক্ষাকারী কালো চশমা),
    Palette (চিত্রকরের রং মেশানোর জন্য ক্ষুদ্র তক্তাবিশেষ),
    Saddle (ঘোড়ার পৃষ্ঠে বসার জন্য গদি),
    Thimble (সেলাইয়ের সময় সুইয়ের খোঁচা এড়ানোর জন্য আঙ্গুলে যে আবরণ পড়া হয়),
    Tourniquet (রক্তপাত বন্ধ করার জন্য যে যম দিয়ে শিরা চেপে ধরা হয়),
    Trowel (রাজমিসী যে যম দিয়ে দেয়ালে প্রলেপ লাগায়),
    Wrench (নাট দিয়ে লাগানোর যম),
    Paddle (বৈঠা),
    Scalpel (শল্য চিকিৎসকের ক্ষুদ্র ছুরি),
    Shears (কাঁচি),
    Cleaver (কসাইয়ের ছুরি),
    Gavel (বিচারকের হাতুড়ি),
    Scissors (কাঁচি),
    Radar (যে যম দিয়ে পে­ন/জাহাজের দিক ও অবস্থান নির্ণয় হয়),
    Armor (বর্ম),
    Club (গলফ খেলার ব্যাট),
    Violin (বেহালা জাতীয় বাদ্যযম)।

    বিভিন্ন জিনিসের আবরণ:
    Chaff (ভূসি),
    Mould (বাসী রুটিতে যে ছাতা পড়ে),
    Pod (মোটর শুটির খোসা),
    Plumage (পাখির পালক),
    Rust (জং পড়ে), Scale (মাছের আঁশ),
    Carapace (কাকড়া/কচ্ছপের খোল),
    Husk (ফলের / শষ্যের খোসা/ তুষ/ভুসি।

    বিভিন্ন ধরণের (দল/ঝাঁক):
    Anthology (সংকলন),
    Convoy (সামরিক জাহাজের বহর),
    Galaxy (নক্ষত্রের ঝাঁক),
    Archipelago (দ্বীপপুঞ্জ),
    Constellation (নক্ষত্রপুঞ্জ),
    School (মাছের ঝাঁক)
    Chorus গায়ক/নর্তক দল ঈৎব((নাবিকের দল)
    Fleet (নৌবহর)
    Poultry (হাঁস-মুরগীর ঝাঁক)
    Range (পর্বত শ্রেণী)
    Regiment (সৈন্যদল)
    Stack (খড়/শস্য/কাঠের গাদা)
    Faculty (শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবর্গ)
    Orchestra (বাদ্যযমী দল)
    Troop (সৈন্যদল)।

    বসবাস করার জায়গা:
    Barn (গোলাঘর),
    Silo (শস্য সংরক্ষণের ঘর),
    Hangar (বিমান রাখার জন্য আচ্ছাদিত স্থান),
    Stable (ঘোড়ার আসাবল),
    Aviary (পাখির বড় খাঁচা/ঘর),
    Den (হিংস্র জন্তুর বাসগুহা),
    Igloo (এস্কিমোদের বাসের ঘর)।

    বিভিন্ন ধরণের অভিব্যক্তি:
    Beam (হাসিতে- উদ্ভাসিত হওয়া),
    Nod (সম্মতিসচক- মাথা নোয়ান),
    Yawn (ঘুমের প্রাবল্যে- হাই তোলা),
    Blush (লজ্জায়- লাল হওয়া),
    Grin (ভেঙ্চি- কাটিয়া হাসা),
    Snore (নাকডাকা),
    Wince (ব্যথায়-সংঙ্কুচিত),
    Squirm/Writhe (ব্যথায়- দেহ মোচড়ান),
    Groan (আর্তনাদ করা),
    Sob (ফুঁপিয়ে কাঁদা)।

    বৈজ্ঞানিক যন্ত্রের কাজ:
    Ammeter (বিদ্যুৎ প্রবাহ মাপার যম),
    Chronometer (সময় মাপার যম),
    Geiger Counter (তেজক্রিয়তা মাপার যম),
    Speedometer (গাড়ির বেগ মাপার যম),
    Barometer (বায়ুচাপ মাপার যম),
    Manometer (গ্যাসের চাপ মাপার যম),
    Thermometer (তাপ-মাপার যম),
    Odometer (ভ্রমণে অতিক্রাম দুরতব মাপার যম),
    Seismograph (ভূমিকমঙ পরিমাপের যম)।

    বিভিন্ন ধরণের গতি:
    Blink (চোখ পিটপিট করা),
    Hum (গুঞ্জন করা),
    Mumble (অসঙষ্টভাবে বলা),
    Guffaw (অট্ট হাসি হাসা),
    Stammer (তোতলান),
    Stumble (হোচট খাওয়া),
    Whisper (কানে কানে বলা),
    Whine (নালিশ করা),
    Chatter (অনর্থক বক বক করা),
    Sprint (পর্ণবেগে দেŠড়ান),
    Bustle (তাড়াহুড়ো করা)।

    বিভিন্ন জীবজন্তুর আওয়াজ:
    Bark (কুকুরের ডাক),
    Buzz (মৌমাছির গুঞ্জন),
    Caterwaul (বিড়ালের ত্রুদ্ধ গর্জন),
    Neigh (ঘোড়ার হ্রেষা ধ্বনি),
    Roar (সিংহের গর্জন),
    Trumpet (হাতির ডাক),
    Moo (গরুর হাম্বা রব),
    Snarl (কুকুরের দাঁত খিচিয়ে ত্রুদ্ধ শব্দ)
    Howl (নেকড়ে/কুকুরের গর্জন)।

    বিভিন্ন জিনিসের শেষাংশ / প্রথমাংশ:
    Appendix (দলিলের শেষে অতিরিক্ত ভাবে সংযুক্ত অংশ),
    Glossary (এই শব্দকোষ বইয়ের শেষে থেকে),
    Preface (কোন পুসকে ব্যবহৃত দুর্বোদ্ধ শব্দের ব্যাখ্যা সম্বলিত তালিকা),
    Codicil (সংযুক্ত উইল),
    Epilogue (গ্রন্থের উপসংহার/শেষ পরিচছদ),
    Preamble (শাসনতম / আইনের ভূমিকা),
    Prelude (নাটকের/ সঙ্গীতের ভূমিকা স্বরূপ অংশ),
    Epilogue (গ্রন্থের উপসংহার/শেষ পরিচ্ছদ)

    বিভিন্ন জীব-জন্তুর বাচ্চা/শাবক:
    Calf (গরু, হাতি, তিমির বাচ্ছা),
    Chicken (হাঁস-মুরগীর ছানা),
    Lamb (ভেড়ার বাচ্চা),
    Kid (ছাগল ছানা),
    Pullet (কুকুর ছানা)।

    বিভিন্ন বিজ্ঞান:
    Anthropology (নৃবিজ্ঞান),
    Archaeology (প্রত্নতত্ত্ববিদ্যা),
    Botany (উদ্ভিদ বিদ্যা),
    Pharmacology (ঔষধ সংক্রাম বিদ্যা),
    Astronomy (জ্যোতিবিদ্যা),
    Biology (জীববিদ্যা),
    Cardiology (হৃদবিজ্ঞান),
    Psychology (মনোবিজ্ঞান),
    Calliography (সুন্দর হসাক্ষর বিদ্যা),
    Entomology (পতঙ্গবিজ্ঞান),
    Meteorology (আবহাওয়া বিদ্যা),
    Horticultural (উদ্যান পালন সংক্রাম),
    Metallurgy (ধাতুবিদ্যা)।

    বিভিন্ন পশুর গোস:
    Beef (গরুর গোস),
    Pork (শুকুরের গোস),
    Veal (বাছুরের গোস),
    Mutton (ভেড়ার গোস),
    Venison (হরিণের গোস)।

    বিবিধ শব্দ:
    Amphibian (উভচর জীব),
    Blizzard (প্রবল তুষার ঝড়),
    Decade (এক দশক),
    Dias (মঞ্চ),
    Embezzle (আত্মসাৎ করা),
    Glacier (হিমবাহ),
    Ladder (মই),
    Stanza (কবিতার সবক),
    Bucket (বালতি),
    Drought (অনাবৃষ্টি),
    Elegy (শোকসঙ্গীত),
    Quarry (পাথরের খনি),
    Recipe (খাদ্য/পানীয় প্রস্ত্তত প্রণালী),
    Rung (মইয়ের ধাপ),
    Oasis (মরুদ্যান),
    Usury (চড়া সুদ),
    Royalty (লেখক/উদ্ভাবককে তার বই/উদ্ভাবনের জন্য দেয় সম্মানী)।


    “Let’s Learn English (বাংলায়)” চ্যানেলে সবাইকে আমন্ত্রন,[ https://goo.gl/L3aoTF ]
    আমাদের youtube ভিত্তিক লাইভ ক্লাশ, এখনি SUBSCRIBE করে রাখুন, যেন যথা সময়ে নোটিফিকেশন পেয়ে যান, ইংলিশ বেসিক স্কিলস এর টিপসের জন্য Group জয়েন করুন । ইনভাইট ও শেয়ার করুন আপনার বন্ধুকে …