Tag: English words

  • সবার জন্য Vocabulary – শিখুন মুখস্থ ছাড়াই,

    সবার জন্য Vocabulary – শিখুন মুখস্থ ছাড়াই,

    সবার জন্য Vocabulary – শিখুন মুখস্থ ছাড়াই,

    সবার জন্য Vocabulary – শিখুন মুখস্থ ছাড়াই,

    🤔 Vocabulary- এর এত এত শব্দ মুখস্থ করতে কী আপনার Boring- লাগে?
    🤔 Vocabulary- এর শব্দগুলো মুখস্থ করার পরও কী আপনি ভুলে যান?
    🤔 Vocabulary- এর শব্দের সঠিক ব্যবহার নিয়ে কী আপনি Confused?
    ভাবছেন Vocabulary- শেখাটাই যেন একটা ঝামেলা। কিন্তু এখন Vocabulary- শেখা যেন খুবই সহজ।

    30 টি গুরুত্বপূর্ণ Word-meaning যা আমাদের দৈনন্দিন কাজে লাগে।
    1.সত্যিই! = Really !
    2.তাই নাকি? = Is it ?
    3.হঠাৎ যে! = What a surprise !
    4.কি বুদ্ধি! = What an idea !
    5.কি সাহস! = How dare !
    6.কি আপদ! = How nuisance !
    7.কি মজার! = How funny !
    8.কি মিষ্টি! = How sweet !
    9.কি সুন্দর! = How lovely ! or,How beautiful !
    10.খুশির খবর! = How joyfull !
    11.আল্লাহর দয়ায়! = By the grace of Allah !
    12.কি লজ্জার কথা! = What a shame !
    13.কি ভয়ানক! = How terrible !
    14.কি দুঃখজনক! = How tragic !
    15.হায় আল্লাহ! = My goodness !
    16.বাহ্ দারুণ তো! =Wow !
    17.কথাটা সত্য! = That’s true !
    18.চুপ কর! = Shut up !
    19.তাই বুঝি। = I see!
    20.মনে হয় । = It seems!
    21.ধ্যাৎতেরি! = Oh shit !
    22.একটুও না। = Not a bit!
    23.প্রশ্নই ওঠে না। = Unquestionable!
    24.যা-ই হোক। = Anyway!
    25.এটা কোনো ব্যাপার না। = It doesn’t matte!
    26.আমার মনে হয়। = I guess!
    27.চুলোয় যাক! = Damn it !
    28.সেটাই ভালো। = That’s good!
    29.তুমি আবার এসেছ! = It’s you again !
    30.সাবাস! = Well done!

    আমি কি পরেরটায় যেতে পারি? – Am I allowed to leave for the next?
    এবং তোমার কি অবস্থা? – And how about you?
    আর কিছু? – Anything else?
    নতুন কোনো খবর আছে? – Anything new going on?
    তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ? – Are you going to attend their wedding?
    তুমি কি বাজারের দিকে যাচ্ছ? – Are you going toward market?
    তুমি কি কি উপস্থাপনায় দক্ষ? – Are you good at presentation?
    তুমি কি কম্পিউটার প্রোগ্রামে ডুবে আছ? – Are you into computer programming?
    তুমি কি ফেসবুকে আলাপচারিতায় মগ্ন? – Are you into Facebook chatting?
    তুমি কি কারো জন্য অপেক্ষা করছ? – Are you waiting for someone else?
    আমার কথা বুঝতে পারছ? – Are you with me?

    eSchoolbd.com

    ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৬৬ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আগ্রহের কারনে ২য় পর্বে 🕺 (৩৪ – ৬৬) নাম্বার রূলস প্রকাশিত হলো। আশা করি উপকৃত হবেন। নিয়মিত সকল পোস্ট নোটিফিকেশন পেতে আইডিতে FOLLOW Button এ হিট করে রাখতে পারেন।
    📚 RULE :34
    It is time to + verb(এখন সময়)
    এখন শিখার সময়
    It’s time to learn
    এখন যাওয়ার সময়
    It’s time to go
    এখন বাড়িতে থাকার সময়
    It’s time to stay at home
    📚 RULE :35
    I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)
    ✪ আমি যেতে চাই – I would like to go.
    ✪ আমি তার সাথে দেখা করতে চাই – I would like to meet him.
    ✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই – I would like to thank you.
    ✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop
    ✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই – I would like to explain myself.
    ✪ আমি একজন শিক্ষক হতে চাই – I would like to become a teacher.
    ✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই – I would like to see you more often.
    ✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই – I would like to meet the manager.
    ✪ আমি অনুশীলন করতে চাই – I would like to practice.
    ✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই – I would like to compete in a cooking contest.
    ✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
    ✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
    I would like to know more about the creation of Almighty Allah.
    ➖➖➖🔹♦️🔹➖➖➖➖
    ইংরেজির উপরে সকল আপডেট ভিডিও পেতে সাবসক্রাইব-
    https://youtube.com/c/MasudurbabuBD

    ★RULE:36
    Use of “Having”
    ভাত খাওয়ার পর আমি কলেজে যাব।
    Having eaten rice, I’ll go to College.
    গোসল করার পর আমি বিছানায় যাব।
    Having taken shower, I will go to my bed.
    আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলব।
    Having Finished our work, we will play cricket.
    পরাশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করবো।
    Having completed my study, I’ll try for job.
    বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনব।
    Having gone to market, I’ll buy some books.
    📚 RULE:37
    ✪ There is/are – আছে
    There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে।
    There are deer in this jungle- এই বনে হরিণ আছে।
    ✪ There was/were – ছিলো
    There was a pen on table – টেবিলের উপর একটা কলম ছিলো
    ✪ There will be – হবে
    ✪ There will have – থাকবে
    ✪ There can be – থাকতে পারে
    There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
    ✪ There could be – থাকতে পারতো
    ✪ There may be – হতে পারে
    There may be a crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
    ✪ There must be – নিশ্চয়ই হবে
    ✪ There may not be – থাকতে নাও পারে
    There may not be people on the street-
    রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে।
    ✪ There must have been – নিশ্চয়ই ছিলো
    There must have been an umbrella inside my bag- আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিলো
    ✪ There should be – থাকা উচিত
    There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত
    ✪ There should not be – থাকা উচিত না
    There should not be any mistakes in the letter- পত্রটিতে কোন ভুল থাকা উচিত না।
    ✪ There should have been – থাকা উচিত ছিলো
    There should have been a mosque in this village -এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিলো।
    ✪ There could have been – থাকতে পারবে।
    ✪ There seems to be – আছে বলে মনে হয়।
    There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
    ★RULE:38
    I know=আমি জানি
    who are you=তুমি কে?
    I know who you are=আমি জানি তুমি কে
    I know what’s happening in you mind=তোমার মনে কি ঘটতেছে আমি তা জানি।
    I know how he has been successful in his life=আমি জানি সে কিভাবে সে তার জীবনে সফল হয়েছে।
    I know how beautiful place the sajek valley is!= আমি জানি সাজেক ভ্যালি কতইনা সুন্দর জায়গাগ!
    ★RULE:39
    Now we will talk about time.
    How to say the time. let’s get started..
    (বাকি থাকলে to হবে আর বেজে গেলে past হবে)
    এখন পাঁচটা বাজে=It is five o’clock.
    এখন সাড়ে পাঁচটা=It is half fast five.
    এখন সোয়া পাঁচটা=It is quarter past five.
    এখন পোনে পাঁচটা=It is quarter to five.
    এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি=It is five minutes to four.
    এখন চারটা বেজে পাঁচ মিনিট=It is five minutes past four.
    এখন প্রায় নয়টা বাজে=It is about nine o’clock.
    ★RULE:40
    How could you + verb…?
    How could you pass the exam? (তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে?)
    How could you give up smoking? (তুমি কিভাবে ধুমপান ত্যাগ করতে পেরেছিলে?)
    How could you win the game?(তুমি কিভাবে খেলায় জিতেছিলে?)
    ★RULE:41
    Uses of that’s why
    That’s what I’m saying.
    👉এটাই আমি বলছি।
    That’s what I mean.
    👉এটাই আমি বুঝাতে চেয়েছি।
    👉এটাই আমাদের দরকার।
    That’s what we need.
    👉এটাই আমি চাচ্ছিলাম।
    That’s what I want.
    That’s what I thought.
    👉আমি এটাই ভেবেছিলাম।
    👉আমি এটাই বলছিলাম।
    That’s what I was saying.
    👉সে আমাকে এটাই বলেছিল।
    That’s what he told me.
    👉এটাই আমাকে পাগল করে তোলে।
    That’s what make me crazy.
    👉এটাই আমি জানতে চাই।
    That’s what I would like to know.
    👉এটাই আমি দেখতে পছন্দ করি।
    That’s what I like to see.
    👉একারণেই আমার দেরি হয়েছে
    That’s why I was late.
    👉এ কারণেই তিনি এতটা সফল।
    That’s why he is so successful.
    👉একারণেই সে হতাশ।
    Thats why she is disappointed.
    👉একারণেই সে সব সময় কান্না করে।
    That’s why She’s crying all the time.
    ★RULE:42
    ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা (Birthday greetings)
    🌸 Happy birthday to you. (তোমাকে শুভ জন্মদিন)
    🌸 Many many happy returns of this day. (এই দিন বার বার ফিরে আসুক)
    🌸 Have a lovely birthday! (তোমার জন্মদিনটি আনন্দদায়ক হোক)
    🌸 May Allah give peace & happiness of this day. (আল্লাহ্ এই দিনে শান্তি ও সুখ দান করুন।)
    🌸 Wishing you a happy and cheerful birthday. (আপনাকে সুখি এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই।)
    🌸 May your day be filled with great moments. (আপনার দিনটি দুর্দান্ত মুহুর্তময় হোক।)
    🌸 Wishing you many years of joy and love. (তোমার জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল।)
    🌸 You deserve all the happiness. (সকল সুখ আপনার প্রাপ্য।)
    🌸 I wish you have a wonderful time on this Day. (এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক এই আমার প্রত্যাশা।)
    🌸 I hope this birthday brings you many facilities. (আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুজোগ এনে দেবে।)
    ★RULE:43
    Dare এর ব্যবহার;
    How dare you?
    তুমার সাহস কত?
    How dare you say so?
    তুমি কোন সাহসে বল?
    How dare you do this?
    তুমি কোন সাহসে এটা করলে?
    How dare you go outside?
    তুমি কোন সাহসে বাহিরে গেলে?
    কোন কিছুতে বা কোন কিছু করতে অভ্যস্ত বুঝালে Used to ব্যবহার করতে হয়।
    Structure : Subject +person অনুযায়ী am/is/are/was/were + used to + noun/verb1+ ing+ extension.
    ★RULE:44
    Used to এর ব্যবহার
    লোকটি চায়ে অভ্যস্ত।
    The man is used to tea.
    আমি শহর জীবনে অভ্যস্ত ।
    I am used to city life.
    আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত।
    I am used to speaking in English.
    আমি চা খেতে অভ্যস্ত।
    I am used to taking tea.
    সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল।
    He was used to riding motorcycles.
    আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম।
    I was used to talking about life.
    লোকটি ধুমপানে অভ্যস্ত।
    The man is used to smoking.
    সে সকালে হাঁটতে অভ্যস্ত।
    She is used to walking in the morning.
    তারা ফুটবল খেলায় অভ্যস্ত।
    They are used to playing football .
    আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়।
    I am not used to talking to you.
    ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত।
    You should be used to learning English.
    আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত।
    My friend is used to reading newspapers.
    আমি আমার জীবনকে ভালবাসতে অভ্যস্ত।
    I am used to loving my life.

    ★RULE:45
    I am being able- আমি পারছি
    আমি ইংরেজিতে কথা বলতে পারছি।
    I am being able to speak English.
    সে মোটরসাইকেল চালাতে পারছে।
    He is being able to ride a motorcycle.
    পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে।
    The boy with broken leg is being able to run.
    আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি।
    I am being able to write paragraphs in English.
    তারা ফুটবল খেলতে পারছে।
    They are being able to play football.
    আমি অংকটি করতে পারছি।
    I am being able to do the sum.
    ★RULE:46
    Get down to–দেরি না করে শুরু কর।
    দেরি না করে ইংরেজি শেখা শুরু কর।
    Get down to learn English.
    দেরি না করে খাওয়া শুরু কর।
    Get down to eat.
    দেরি না লিখা শুরু কর।
    Get down to write.
    দেরি না করে লিখা আরম্ভ কর।
    Get down to write.
    দেরি না করে গান করা আরম্ভ কর।
    Get down to sing.
    ★RULE:47
    ইংরেজিতে কিভাবে উৎসাহিত করবেন……….
    ✪ Good job – সাবাশ!
    ✪ Keep going – চলতে থাকো
    ✪ Don’t be afraid – ভয় পেয়ো না
    ✪ Never Give up – হাল ছেড়ো না
    ✪ That’s a good effort – এটা একটা ভালো প্রচেষ্টা
    ✪ There is nothing to fear – ভয়ের কোন কারন নেই
    ✪ I’m so proud of you – আমি তোমার জন্য গর্বিত
    ✪ Believe in yourself – নিজের ওপর বিশ্বাস রাখ
    ✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
    ✪ Don’t get nervous – ঘাবড়াবে না
    ✪ Stay strong – শক্ত হও
    ✪ I’m behind you absolutely – আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি
    ✪ Rest assured – নিশ্চিন্তে থাকুন
    ✪ Don’t hesitate – সংকোচ করবে না
    ✪ Do your best – সাধ্যমতো চেষ্টা করো
    ✪ Don’t worry – চিন্তা করো না
    ✪ It doesn’t matter – এটা কোন ব্যাপার না
    ✪ That’s a real improvement – এটা বাস্তবে উন্নতি হচ্ছে
    ✪ Come on, you can do it – শোন, তুমি এটা করতে পারবে
    ✪ যদি তোমার ধৈর্য্য থাকে তবে সফল হবে
    If you have the patience, so you will be succeed.
    ★RULE:48
    কোন কিছু করতে বাধ্য হওয়া বোঝালে Compelled to +v1 বসে।
    আমি ইংরেজি শিখতে বাধ্য।
    I am compelled to learn English.
    সে সেখানে যেতে বাধ্য ছিল।
    He was compelled to go there.
    সে বইটি পড়তে বাধ্য হয়েছে।
    He has been compelled to read the book.
    সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে ।
    He has been compelled to learn English to pass the exam.
    তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে।
    You will be compelled to talk to me.
    সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে।
    He has been compelled to wark hard for life.
    তোমাদের ইংরেজি শিখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত।
    You should be compelled to work hard to learn English.
    ★RULE:49
    There’s nothing(মত…কিছুই নেই)
    1. There’s nothing you can proof = প্রমান করার মত তোমার কাছে কিছুই নেই।
    2. There’s nothing we can arrange = সাজিয়ে রাখার মত আমাদের কাছে কিছুই নেই।
    3. There’s nothing you can appreciate = তুমি প্রসংশা করার মত কিছুই খুজে পাবে না।
    4. There’s nothing he can allocate = তার কাছে বন্টন করার মত কিছুই নেই।
    5. There’s nothing the scenery can allure = প্রলুব্ধ করার মত দৃশ্যটিতে কিছুই নেই।
    ★RULE:50
    How about + verb(ing) + extension-কেমন হয়।
    How about learning computer?
    কম্পিউটার শিখলে কেমন হয়?
    How about reading newspaper?
    পত্রিকা পড়লে কেমন হয়?
    How about going home?
    বাড়ি গেলে কেমন হয়?
    How about learning english?
    ইংরেজি শিখলে কেমন হয়?
    ★RULE:51
    বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন
    Eat= খাওয়া, to eat= খাইতে
    go = যাওয়া, to go = যাইতে
    খাইতে আসো = Come to eat.
    গুমাইতে যাও= Go to sleep.
    ………
    ★RULE:52
    বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।
    যেমন:-
    ঘুমন্ত বালক= Sleeping boy.
    চলন্ত ট্রেন= Moving Train.
    উড়ন্ত পাখি= Flying Bird.
    ………….
    ★RULE:53
    বাংলা শব্দের শেষে যদি– ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
    Having been+ V.P.P করতে হয়।
    যেমন
    পদত্যাগ করিয়া – Having been Resigned.
    নির্বাচিত হইয়া -Having been elected.
    শিক্ষিত হইয়া- Having been educated.
    ………………….
    ★RULE:54
    কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে । Feel like+ V+ing
    আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=
    I feel like drinking tea.
    আমার ঘুমাইতে ইচ্ছে করছে =
    I feel like sleeping.
    আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=
    I don’t feel like reading.
    ………………….
    ★RULE:55 বাংলা বাক্যে যদি “কিনা” টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।
    যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না = I don’t know if he went.
    জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don’t know if you recall me, but you are always in my contemplation.
    ★RULE:56
    প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি – এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।
    Looking forward to+ verb+ ing
    যেমন:-
    তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়
    আছি – I am looking forward to meeting you.
    .
    আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home.
    ……..
    ★RULE :57
    কিছু করতে গিয়ে ও করতে পারেনি এমন বুঝাতে,,,
    sub+ couldn’t about to + verb 1 + obj.
    I couldn’t about to tell you.
    আমি তোমাকে বলতে গিয়ে ও বলতে পারিনি।
    I couldn’t about to forget you.
    আমি তোমাকে ভুলতে গিয়ে ও ভুলতে পারিনি।
    I couldn’t about to tell the truth.
    আমি সত্যটা বলতে গিয়ে ও বলতে পারিনি।
    He couldn’t about to come.
    সে আসতে চেয়েও আসতে পারেনি।
    ★RULE:58
    I know +how to +v1
    1. I know how to swim.
    = আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়।
    2. I know how to cook.
    = আমি জানি কিভাবে রান্না করতে হয়।
    3. I know how to speak English.
    = আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়।
    ★RULE:59
    Do you know how to(তুমি কি জানো কিভাবে……?)
    1. Do you know how to recite Holy Quran= তুমি কি জানো কিভাবে কুরআন তিলাওয়াত করতে হয়?
    2. Do you know how to respect others?=তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়।
    3. Do you know how to talk Sweetly?= তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়।
    4. Do you know how to speak in English? তুমি কি জানো কিভাবে ইংরেজি তে কথা বলতে হয়?
    5. Do you know how to play football?
    তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়?
    ★RULE- 60
    Having a lot of fun= আনন্দ পাচ্ছি /মজা পাচ্ছি।
    আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি=
    I am having a lot of fun learning English.
    আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি=I am having a lot of fun helping the poor.
    আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি=
    We are having a lot of fun gossiping.
    আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি=
    I am having a lot of fun reading this book.
    তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে=They are having a lot of fun talking to Miraj.
    ★RULE- 61
    Yet to — এখনো করা হয়নি।
    আমি এখনো তাকে প্রপোজ করিনি।
    I am yet to propose her.
    আমার এখনো বাজারে যাওয়া হয়নি।
    I am yet to go to market.
    ইউসুফ এখনো আসেনি।
    Yousuf is yet to come.
    তারা এখনো শুরু করেনি।
    They are yet to start.
    আমরা এখনো চাঁদপুরে যাইনি।
    We are yet to go to Chandpur.
    ★RULE-62
    Did দিয়ে বাক্য তৈরি
    তুমি কি ইংরেজি শিখে ছিলে?
    Did you learn English?
    গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে?
    Did you practice English yesterday?
    তুমি কি কলেজে গিয়েছিলে?
    Dis you go to College?
    তারা কি গতরাতে টিভি দেখেছিলো?
    Did they watch television last night?
    তুহিন কি মাদ্রাসায় এসেছিলো?
    Did Tuhin come to Madrasah?
    নুসরাত কি গরিবদের সাহায্য করেছিলো?
    Did Nusrat help the poor?
    ★RULE-63
    Cannot + resist + ing = আমি আর পারছি না।
    ইংরেজি না শিখে আর পারছি না।
    I cannot resist learning English.
    তোমাকে না ভালবেসে আর পারছি না।
    I cannot resist loving you.
    আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।
    I cannot resist talking to my Mom.
    ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না।
    I cannot resist turning on the fan.
    ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।
    I cannot resist drinking cold water.
    স্পোকেন রুলস শিখতে মিরাজ ভাইকে ফলো না করে আর পারছি না।
    I cannot resist following Miraj Bhai to learn spoken rules.
    ★RULE-64
    It is no use+ ing( আসলে কোন লাভ নেই)
    সময় অপচয় করে আসলে কোন লাভ নেই।
    It is no use wasting time.
    এখন ঘুমিয়ে আসলে কোন লাভ নেই।
    It’s no use sleeping now.
    বইটা কিনে আসলে কোন লাভ নেই।
    It is no use buying the book.
    মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে লাভ নাই।
    It is no use misbehaving with people.
    নামায ছাড়িয়া আসলে লাভ নেই
    It is no good relinquishing prayer.
    ★RULE-65
    Likely to= সম্ভাবনা আছে
    আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবণা আছে= We are likely to go to Dhaka.
    তুমি ও আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে=I and you are likely to practice english in the afternoon.
    তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে=Today they are likely to catch fish in the pond.
    এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে= It is likely to rain here.
    সে সকালে বাজারে যাওয়ার সম্ভাবণা আছে= He is likely to go to market in the morning.
    ★RULE-66
    Fond of= পছন্দ করি।
    আমি ভ্রমণ করতে পছন্দ করি।
    I am fond of traveling.
    আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। I am fond of reciting Quran.
    আমি মাছ ধরতে পছন্দ করি।
    I am fond of catching fish.
    সে পত্রিকা পড়তে পছন্দ করে।
    She is fond of reading newspapers.
    তারা ঘুরতে পছন্দ করে।
    They are fond of roaming around.
    রিমি গল্প বলতে পছন্দ করে।
    Rimi is fond of telling stories.
    ➖➖➖🔹♦️🔹➖➖➖➖
    ইংরেজির উপরে সকল আপডেট ভিডিও পেতে সাবসক্রাইব-
    https://youtube.com/c/MasudurBabuBD
    ➖➖🔹♦️🔹➖➖➖➖
    পোষ্ট সম্পর্কে জানিয়ে কমেন্ট করুনএবং অবসরে পড়ে নিতে শেয়ার করে রাখুন। ধন্যবাদ


    English


    Grammar


    Words


    ICT

  • Spoken English useful words

    Spoken English useful words

    🗹 Articles
    📌 the
    The কে বলা হয় “definite article”। এটি একটি noun (ব্যক্তি, বস্তু অথবা স্থান) এর পূর্বে বসে থাকে, যখন আপনি কোনোকিছুকে নির্দিষ্টভাবে বোঝাতে চান।
    The sandwich I ate for lunch was delicious. (দুপুরে আমি যে স্যান্ডউইচটি খেয়েছিলাম সেটি খুবই সুস্বাদু ছিলো।)
    📌a
    অন্যদিকে, a কে বলা হয় “indefinite article”। এটিও একটি noun এর পূর্বে বসে থাকে কিন্তু এটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো নির্দিষ্ট কিছু নিয়ে কথা বলেন না।
    I would love to eat a sandwich. (আমি একটি স্যান্ডউইচ খেতে পছন্দ করবো।)
    যখন এমন একটি শব্দের আগে a বসে যার vowel sound রয়েছে, তখন a হয়ে যায় ‍an।
    I would love to eat an apple. (আমি একটি আপেল খেতে পছন্দ করবো।)
    Verbs
    ———
    Verbs হলো ক্রিয়াপদ ( যে শব্দগুলো দ্বারা কোনো কাজকে বোঝানো হয়)। সবসময় মনে রাখবেন ইংরেজি verb গুলোর বানান মাঝে মাঝে বাক্যের subject এবং tense এর উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
    📌be
    Be ব্যবহৃত হয় কোনোকিছুর অবস্থা বা অস্তিত্ব সম্পর্কে বোঝানোর জন্য।
    Everyone wants to be free. (প্রত্যেকেই মুক্ত হতে চায়।)
    📌have
    Have শব্দটি কোনোকিছুর মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। এটি আপনার অধিকারে থাকা বস্তু এবং অবাস্তব বা বিমূর্ত ব্যাপারগুলো প্রকাশ করে।
    I have a cat. (আমার একটি বিড়াল আছে।)
    I have a meeting today. (আমার একটি মিটিং আছে।)
    এছাড়াও যখন আমাদের কোনোকিছু করার দরকার প্রকাশ করতে হয়, তখন আমরা have শব্দটির আরেকটি প্রচলিত ব্যবহারের সাহায্য নিই।
    I have to go grocery shopping because there is no food in the house. (আমার মুদি দোকানে যাওয়া দরকার কারণ বাসায় কোনো খাবার নেই।)
    📌do
    যখন আমরা কোনো কাজ করা সম্পর্কে কথা বলি, তখন do ব্যবহৃত হয়।
    I will do my work. (আমি আমার কাজ করবো।)
    📌say
    Say মানে হচ্ছে মৌখিক ভাষা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করা। যখন আমরা কারো সাথে কথা বলি, তখন আমরা তাদের প্রতি বিভিন্ন শব্দ বলি (say) বা উচ্চারণ করি।
    I say hello to my mother when I see her. (আমি যখনই আমার মাকে দেখি তখনই তাকে হ্যালো বলি।)
    Conjunctions
    Conjunctions একটি বাক্যের বিভিন্ন অংশ বা চিন্তাকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
    📌 and
    and শব্দটি ব্যবহার করে একটি বাক্যের দুটি চিন্তাকে যুক্ত করা যায়। এটি বাক্যটিকে আরো বিস্তারিত হতে সাহায্য করে।
    The girl went to the kitchen and made a cup of coffee. (মেয়েটি রান্নাঘরে গেল এবং এক কাঁপ কফি তৈরি করলো।)
    I am wearing a sweater and a jacket. (আমি একটা সোয়েটার এবং একটা জ্যাকেট পড়ে আছি।)
    📌 or
    Or শব্দটি বাক্যে and এর মতই কাজ করে। কিন্তু, এটি আলাদা আলাদা চিন্তাকে যুক্ত করে অথবা দেখায় কীভাবে দ্বিতীয় চিন্তাটি প্রথমটির থেকে আলাদা। শব্দটি কোনোকিছু সম্পর্কে বিকল্প অথবা নতুন চিন্তাকে প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে।
    Would you like tea or coffee? (আপনি চা নাকি কফি পছন্দ করবেন?)
    We can have the meeting in the office or by phone. (আমরা মিটিংটি অফিসে অথবা ফোনেও করতে পারি।)
    📌 but
    But শব্দটি দুইটি চিন্তাকে সংযুক্ত করে এবং দেখায় তারা কীভাবে একে অপরের থেকে আলাদা। যখন দুইটি অসম্পর্কিত বা বিপরীত ঘটনা একসাথে ঘটে তখন সেটি ব্যাখ্যা করার জন্য শব্দটি ব্যবহৃত হয়।
    It was sunny but she was cold. ( আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও সে ছিলো ঠাণ্ডা।)
    I want to go to the bar, but I have to finish my work. (আমি বারে যেতে চাই, কিন্তু আমাকে অবশ্যই আমার কাজ শেষ করতে হবে।)
    Prepositions
    Prepositions আপনাকে বলবে কোথায় একটি noun অন্যান্য জিনিসের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে।
    📌 of
    Of একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ যা বিভিন্ন জিনিসের সম্পর্ক ব্যাখ্যা করতে সহায়তা করে।
    আপনি প্রায়ই কোনো ব্যক্তি বা বস্তুর দায়িত্ব বা অবস্থান সম্পর্কে বর্ণণা করার জন্য শব্দটির ব্যবহার শুনে থাকবেন।
    The president of the United States. (যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।)
    Of আমাদের আরো বলে কোন জিনিস কোথায় আছে। ব্যাপারটি সাধারণত এমন সব শব্দ দিয়ে ব্যাখ্যা করা থাকে যা দিক নির্দেশনা সম্পর্কিত যেমন to the right of অথবা to the left of।
    The table is to the right of the door. (টেবিলটি দরজার ডানপাশে।)
    এছাড়াও শব্দটি বিভিন্ন বস্তুকে বিভক্ত করার কাজেও ব্যবহৃত হয়।
    I read most of the books. (আমি অধিকাংশ বইই পড়ে ফেলেছি।)
    I took a piece of the pie. (আমি পাই এর একটা টুকরা নিয়েছি।)
    📌 for
    আমরা এখন এমন একটা প্রচলিত ইংরেজি শব্দ পেয়ে গিয়েছি যার অনেক ধরণের ব্যবহার রয়েছে।
    সাধারণত, for কোনো চিন্তা কেন করা হলো বা তার অর্থ কী, এগুলো বোঝানোর জন্য ব্যবহৃত হয়।
    I am going to the pool for a swim. (আমি সাঁতার কাটার জন্য পুলে যাচ্ছি)
    He stopped eating sugar for his health. (সে তার স্বাস্থ্যর জন্য চিনি খাওয়া ছেঁড়ে দিয়েছে।)
    এছাড়াও শব্দটি প্রায়ই আপনার অধিকারে থাকার ব্যাপারটি এবং কোনোকিছু করার প্রতি আপনার উদ্দেশ্য, কারণ ইত্যাদিকে বুঝিয়ে থাকে।
    This present is for you. (এই উপহারটি তোমার জন্য।)
    I ordered waffles for breakfast. (আমি সকালের নাস্তার জন্য ওয়াফল দিতে বলেছি।)
    📌 in
    In একটি noun এর মধ্যকার জায়গার ভিতরে কোনোকিছুর অবস্থানকে প্রকাশ করে। শব্দটি out এর বিপরীত।
    The girl is in the car. (মেয়েটি গাড়ির ভিতরে।)
    📌 to
    To সাধারণত একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য চলাচল ও তার দিককে প্রকাশ করে থাকে।
    The boy walked to the park. (ছেলেটি পার্কের দিকে হেঁটেছিলো।)
    📌 with
    With শব্দটি ব্যবহৃত হয় যখন দুইটি জিনিস একসাথে থাকে। শব্দটি এমন সব ঘটনা প্রকাশ করতে সাহায্য করে যেগুলো একসাথে হচ্ছে বা ঘটছে।
    My phone is with my keys. (আমার ফোন আমার চাবিগুলোর সাথে ছিলো।)
    📌 on
    যদি কোনোকিছু কোনোকিছুর উপরে (on) থাকে, এর অর্থ হলো যেটি উপরে আছে সেটি অন্যবস্তুটির উপরিতল স্পর্শ করে আছে।
    The food is on the table. (খাবার টেবিলের উপরে রয়েছে।)
    এছাড়াও On সাধারণত আমরা যে ইলেকট্রনিক যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
    Turn the TV on so we can watch something! (টিভি চালু করো যাতে আমরা কোনোকিছু দেখতে পারি!)
    📌 from
    From ব্যবহৃত হয় কোনো জায়গা বা কোনোকিছু থেকে শুরু হওয়া বোঝাতে। এটি কোনোকিছুর উৎপত্তিস্থল এবং কোনোকিছু কোন সময় থেকে ঘটে চলছে তার ব্যাখ্যা দেয়। From একটি নির্দিষ্ট পরিমাণ সময় বা দূরত্ব বর্ণণা করতে সহায়তা করে।
    I come from China. (আমি চীন থেকে এসেছি)
    It will take 10 minutes to walk from the shops. (দোকান থেকে হেঁটে যেতে ১০ মিনিটের মত লাগবে।)
    📌 at
    At আমাদের বলে কখন এবং কোথায় কোনোকিছু ঘটছে। শব্দটি বোঝায় কোনো noun একটি নির্দিষ্ট জায়গার ভিতরে, উপরে নাকি কাছাকাছি অবস্থান করছে।
    He is at the beach. (সে সৈকতে আছে।)
    At কোনো ঘটনা কোন সময়ে ঘটছে সেটিও ব্যাখ্যা করে।
    She eats at noon every day. (সে প্রতিদিন দুপুরে খায়।)
    📌 by
    যখন কোনোকিছু অন্য কোনোকিছুর কাছাকাছি আছে, এরকম বোঝানো হয় তখন by শব্দটি ব্যবহৃত হয়।
    She sat by the tree. (সে গাছের পাশেই বসে ছিলো।)
    শব্দটি আরো ব্যবহৃত হয় যখন কোনোকিছুকে অন্য একটি নির্দিষ্ট বস্তুর সাহায্যের দ্বারা ব্যবহার করতে হয়।
    She got on the train by the back door. (সে পিছনের দরজা দিয়ে ট্রেনে উঠেছিলো।)
    Pronouns
    📌 it
    It আমরা একটি noun এর পরিবর্তে ব্যবহার করতে পারি। সাধারণত শব্দটি বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যক্তিবাচক নয়।
    Our house is new. It is small and white. (আমাদের বাড়িটি নতুন। এটি ছোট এবং সাদা।)
    📌 I
    I ব্যবহৃত হয় যখন আপনি নিজের বিষয়ে কথা বলেন। আপনার নাম ব্যবহার করার পরিবর্তে আপনি I শব্দটি ব্যবহার করতে পারেন।
    I am happy today. (আমি আজকে খুশি।)
    📌 you
    I যেমন আপনি নিজের ব্যাপারে কথা বলার জন্য ব্যবহার করতে পারেন, তেমনি you অন্য কারো সম্পর্কে বলার জন্য ব্যবহার করতে পারেন। শব্দটি যখন আমরা সরাসরি কারো সাথে কথা বলি তখন ব্যবহৃত হয়।
    What do you think? (আপনি/তুমি কি মনে করছেন/করছো?)
    📌 he
    He আরেকটি শব্দ যেটি noun এর জায়গায় আমরা ব্যবহার করে থাকি। শব্দটি আমরা যখন কোনো পুরুষমানুষকে নিয়ে কথা বলি তখন ব্যবহৃত হয়, কিন্তু সরাসরি কথার ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয় না।
    My dad is funny. He tells me jokes. (আমার বাবা খুবই মজার। সে আমাকে কৌতুক বলে থাকে।)
    📌 she
    যখন কোনো নারী বা স্ত্রীমানুষকে নিয়ে আমরা কথা বলি কিন্তু ঐ নারী সরাসরিভাবে কথোপকথনে যুক্ত থাকেন না তখন আমরা she ব্যবহার করি।
    She was talking on her phone. (সে তার ফোনে কথা বলছিলো।)
    📌 they
    They এমন ‍কিছু বস্তু বা মানুষকে বোঝায় যারা কথোপকথনের অংশ নয়।
    The students in the class are tired. They need a break. (এই ক্লাসের ছাত্ররা খুবই ক্লান্ত। তাদের বিরতি দরকার।)
    📌 we
    I শব্দটি দিয়ে শুধু নিজেকে না বুঝিয়ে কোনো দলের সদস্য হিসেবে নিজেকে বোঝানোর জন্য we ব্যবহার করুন। We দুই বা ততোধিক মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি।
    We like going to the movies. (আমরা সিনেমা হলে যেতে খুবই পছন্দ করি।)
    Miscellaneous
    এই শব্দগুলো অনেক জায়গায় এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যায়। আমরা প্রত্যেকটি শব্দের সবচেয়ে প্রচলিত ব্যবহারটি তুলে ধরছি।
    📌 his
    যখন কোনো পুরুষমানুষের অধিকারে থাকা কোনোকিছু আমরা বোঝাতে চাই তখন his শব্দটি আমরা ব্যবহার করি।
    বিস্ময়করভাবে, যেখানে his ইংরেজি ভাষার ২৫তম সবচেয়ে প্রচলিত শব্দ, hers (যখন কোনো নারীর অধিকারে থাকা কোনোকিছু বোঝানো হয়) Corpus of Contemporary American English list এর ৩৮৮৫ তম প্রচলিত শব্দ।
    His car is old. (তার গাড়িটি পুরোনো।)
    The man waved to his family. (লোকটি তার পরিবারের দিকে হাত নাড়লো।)
    📌 that
    That ব্যবহার করা হয় যখন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা চিন্তাকে বোঝাই যা কথোপকথনের সাথে সরাসরি যুক্ত নয়।
    Look at that beautiful tree across the street! (রাস্তার ওপাশের ঐ সুন্দর গাছটার দিকে দেখুন!)
    📌 this
    This শব্দটি that এর মতই একটি শব্দ এবং বহু ইংরেজি শিক্ষার্থী এদের পার্থক্যকে সঠিকভাবে ধরতে পারে না। সাধারণভাবে বললে, this ব্যবহার করুন সেইসব বস্তু বা মানুষের জন্য যারা তুলনামূলকভাবে আপনার কাছাকাছি অবস্থিত।
    This ring looks wonderful on my finger. (এই আংটিটি আমার আঙুলে খুব সুন্দর দেখাচ্ছে।)
    📌 not
    Not শব্দটি নেতিবাচকতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি কোনোকিছু, কোনো কাজ বা কোনো অবস্থা ইত্যাদির অনুপস্থিতিকে বোঝায়।
    It will not rain today. (আজকে বৃষ্টি হবে না।)
    She is not at work. (সে আজ কাজে আসেনি।)
    📌 n’t
    এটি একটি অদ্ভুত শব্দ।
    কোনো ইংরেজি-ভাষী আপনাকে বলবে না যে n’t একটি শব্দ। কিন্তু যেহেতু নেতিবাচকতা বোঝাতে এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, Corpus of Contemporary American English word list তালিকাটিতে এটি তার নিজের জায়গা দখল করে নিয়েছে।
    শব্দের শেষে n’t যুক্ত হয় not এর সংকোচন হিসেবে।
    যখন not শব্দটিকে অন্য কোনো শব্দের সাথে যুক্তভাবে ব্যবহার করা হয়, তখন not সংক্ষিপ্ত হয়ে n’t হিসেবে ঐ শব্দটির শেষে ব্যবহৃত হয় এবং নতুন একটি শব্দ তৈরি হয়।
    উদাহরণস্বরূপ, is এবং not যুক্ত হয়ে সংক্ষিপ্ত রূপ isn’t তৈরি করে।
    I can’t study today. (আমি আজ পড়তে পারবো না।)
    My mail hasn’t arrived. (আমার চিঠি এখনো আসেনি।)
    এরা দেখতে ছোট হতে পারে, কিন্তু আমাদের তালিকার শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রচলিত শব্দগুলো জানা ইংরেজি ভাষায় আপনার যোগাযোগের দক্ষতাকে বহুলাংশে উন্নত করবে। যা থেকে আপনি অর্জন করবেন ইংরেজি বলা, পড়া এবং লেখার আত্মবিশ্বাস!

     

  • Spelling English Word vocabulary with Bengali meaning

    Spelling English Word vocabulary with Bengali meaning

    ইংরেজি শব্দের বানান-রীতি ও কৌশল
    বানান মনে রাখার সহজ উপায় হলো যখন শব্দটি পড়বেন তখন বানানটিও মনোযোগ দিয়ে দেখে নিতে হবে সবচেয়ে ভালো হয় কয়েকবার syllable ভাগ করে পরা ও লেখা । কিছেু কৌশল আছে যেগুলো সহজেই আয়ত্ত করা যাবে।নিচে সেই রকম কিছু কম কৌশল দেওয়া হল
    Rule-1: ‘l’ দ্বারা গঠিত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে একটিমাত্র vowel থাকে, তাহলে এ শব্দের শেষে ‘ll’ ব্যবহার করতে হয়। যেমন: Well, tell, fill till.
    Rule-2: ‘l’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে দুইটি vowel থাকে, তাহলে ঐ শব্দের শেষে একটি ‘l’ ব্যবহার করতে হয়। যেমন: Feel, weal, meal, goal.
    Rule-3: Consonat যুক্ত কোনো suffix (ness ব্যতীত) যদি ‘ll’ দ্বারা সমাপ্ত হয়ে এক syllable বিশিষ্ট কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাহলে শেষের ‘l’ বাদ যাবে।
    যেমনঃ Well+come=welcome; well+fare=welfare; full+fil=fulfil.
    কিন্তু vowel যুক্ত Suffix হলে ‘ll’ ই ব্যবহার করতে হবে। যেমন: ill+ness=illness.
    Rule-4: ‘ll’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দ যদি suffix হিসেবে ব্যবহৃত হয়, তাহলে শেষের ‘l’ বাদ দিতে হবে।
    যেমনঃ roll-enrol, fill-fulfil, full-doubtful etc.
    Rule-5: কোনো শব্দের শেষে যদি একটি consonant থাকে এবং consonant টির পূর্বে যদি একটি vowel থাকে এবং এরপর আদিতে যদি vowel বিশিষ্ট কোনো suffix (প্রত্যয়) যুক্ত হয়, তাহলে শেষের consonant টি দ্বিত্ব (double)হবে। যেমন: concel+ed=cancelled, travel+er=traveller.
    ব্যতিক্রমঃ Benefited, credited, differed, galloped, paralleled, visitor.
    Rule-6: যে সমস্ত word এর শেষে ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি consonant থাকে তাহলে i বিশিষ্ট প্রত্যয় (ing+ist) বাদে অন্যান্য প্রত্যয় যুক্ত করার সময় ‘y’ এর স্থানে ‘i’ হয়। যেমন: Accompany=Accompaniment, Busy=Business.
    Rule-7: দুই বা তিন syllable যুক্ত word এর শেষে যুদি একটি consonant এবং তার আগে যদি একটি vowel থাকে এবং উচ্চারণের সময় যদি শেষ syllable এ stress পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো suffix যোগ করতে হলে শেষ Consonant টি double (দ্বিত্ব) করতে হয়।
    যেমনঃ begin+er=beginner, swim+ing=swimming.
    কিন্তু stress যদি প্রথম syllable এর উপর দেওয়া হয়, তাহলে Consonant টি double হয় না।
    যেমনঃ Murmur+ed=murmured, orbit+ing=orbiting.
    Rule-8: কোনো শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং তার পূর্বে যদি কোনো vowel থাকে, তাহলে সেই শব্দের সাথে কোনো suffix যোগ করার সময় সাধারণত ‘y’ এর কোনো পরিবর্তন হয় না।
    যেমনঃ Buy=Buyer, Boy=Boyish, Journey=Journeyed ইত্যাদি।
    ব্যতিক্রমঃ Say=said, Day=Daily ইত্যাদি।
    Rule-9: শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি ‘t’ থাকে এবং তারপর যদি ‘ous’ যোগ করতে হয় তাহলে ‘y’ এর স্থলে e হয়।
    যেমনঃ Beauty=Beauteous, Pity=Piteous ইত্যাদি।
    Rule-10: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর প্রথমে যদি vowel বিশিষ্ট কোনো প্রত্যয় যুক্ত করতে হয়, তাহলে শব্দের শেষের ‘e’ সাধারণত বাদ দিতে হয়।
    যেমনঃ Come=Coming, Write=Writing. কিন্তু word এর শেষে ‘e’ এবং word টির পূর্বে যদি ‘g’ বা ‘c’ থাকে তাহলে সে word এর শেষে ‘ous’ এবং ‘abl’ যুক্ত করার সময় word এর শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Courage= Courageous, Charge=Chargeable.
    ব্যতিক্রমঃ Practice=Practicable.
    Rule-11: কোনো word এর শেষে যদি ee, oe বা ye থাকে তাহলে সে word এর শেষে ed বাদে প্রথমে যদি vowel বিশিষ্ট অন্য কোনো প্রত্যয় যুক্ত হয়, তাহলে শব্দের শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Agree=Agreeable, Free=Freeing, See=Seeing ইত্যাদি।
    Rule-12: যদি কোনো word এর শেষে ie থাকে, তবে সে word এর শেষে ing যোগ করতে হলে ie-এর স্থানে ‘y’ হয়।
    যেমনঃ Die=Dying, Tie=Tying ইত্যাদি।
    Rule-13: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর শেষে যদি consonant বিশিষ্ট কোনো প্রত্যয় যোগ করতে হয়, তাহলে ‘e’ বাদ যাবে। যেমনঃ Argue=Argument, Simple=Simple, Awe=Awful.
    ব্যতিক্রমঃ Achieve=Achievement. আবার কিছু কিছু word আছে যেগুলোতে e বাদ দিলেও চলে, না দিলেও চলে। যেমনঃ Abridge=Abridgment/Abridgement.
    Rule-14: কোনো word এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ একত্রে থেকে যদি দীর্ঘ-ঈ (বা Double) এর মত উচ্চারিত হয়, তাহলে সাধারণত প্রথমে ‘i’ ব্যবহৃত হয় এবং পরে ‘e’ ব্যবহৃত হয়।
    যেমনঃ Achieve, belief, brief, chief, friend. ব্যতিক্রমঃ Conceive, Ceiling,
    Rule-15: কোনো word-এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ যদি একত্রে থেকে দীর্ঘ-ঈ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সাধারণত প্রথমে ‘e’ এবং পরে ‘i’ ব্যবহৃত হয়। যেমনঃ Heir, Height.
    Rule-16: কিন্তু word এর পদান্তর (যেমন: Noun-Adjective) হলে মাঝে মাঝে ‘u’ বাদ দিতে হয়। যেমনঃ Honorary, Labour=Laborious.
    Rule-17: ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে পৃথক করে লেখা যায় না।
    যেমনঃ Anybody, Everybody, Elsewhere, Cannot, Instead, Nothing, Nowhere, Welcome, Sometimes, Nobody.
  • British and American Words

    British and American Words

    British and American Words

    Here you will know some British and American Words.

    British English Meaning American English
    Hello! ওহে! Hi!
    Taxi ট্যাক্সি Cab
    Pub শুড়িখানা Bar
    Film চলচ্চিত্র Movie
    Hire ভাড়া Rent
    Holiday ছুটির দিন Vacation
    Lorry লরি Truck
    Underpants হাফ প্যান্ট Shorts
    Sweets মিষ্টি Candy
    Rubber রবার ঘর্ষক Eraser
    Lift লিফট Elevator
    Flat ফ্লাট Apartment
    Aerial বেতার সংকেত গ্রহনের তার Antenna
    Greengrocery সব্জি বা ফলের দোকান A fruit & vegetable store
    Trousers ট্রাউজার Pants
    Paraffin কেরোসিন তেল Kerosene
    Rubbish বাজে বস্তু Garbage
    Works কারখানা Factory
    Queue লাইন Line
    Petrol পেট্রুল Gasoline
    Luggage ভ্রমনকারীর মালপ্ত্র Baggage
    Bill হুন্ডি Cheque
    Timetable কার্যাদির সময় সূচি Schedule
    Windscreen মোটর গাড়ির কাচ Windshield
    Puncture ছোট ছিদ্র Blow-out
    Ok হ্যা/ঠিক আছে Sure
    All right হ্যা/ঠিক আছে Sure
    Yes হ্যা/ঠিক আছে Sure
    Tap কল Faucet

     

    Common confusing words.

    There are a lot of common confusing words in English which are used in daily activities in our life. Sometimes we forget the use of correct rules of grammar. Here I will share with you the commonly confused words. Such as hear/listen, home/house, cool/cold, laugh/smile/giggle, hot/worm, sick/ill, breast/chest, finger/toe, dress/suit, glad/delighted।

    1.কখন Hear/ কখন Listen:
    মনোযোগ দিয়ে শোনা বুঝাতে Listen হবে আর সাধারণভাবে শোনা বুঝাতে hear হবে।Example: 1. Listen to me. 2.Jihad heard the news.
    2. কখন Home/ কখন House:
    Home বসবাসের উদ্দশ্যে ব্যবহৃত হয় আর house বসবাসের উদ্দশ্যে ও ব্যবসা-বানিজ্যে ব্যবহৃত হয়।
    Example: 1. Juicy will go home next Friday. 2. We shall start grocery in the land house..
    3. কখন Cool/ কখন Cold:
    আরামদায়ক ঠান্ডাবুঝাতে cool আর কষ্টদায়ক ঠান্ডা বুঝাতে cold হয়।
    Example: 1. A winter morning is cold. 2. Jihad always uses ice cool.
    4. When Laugh/ when smile/ when Giggle ? (হাসা)।
    মুচকী হাসলে smile, শব্দ করে হাসলে laugh আর মুখ চেপে হাসলে giggle হয়।
    Example: 1. Shamim smiled.
    5.When Hot /when Worm (গরম):
    আরাম দায়ক গরম হলে Worm এবং কষ্টদায়ক গরম হলে hot হয়।
    Example: We can not stay in the class in a hot day.

    Learn English New Way
    Note : ব্যক্তি গরম হওয়া অর্থেও hot হয়। Example: Is anyone too hot? ( কেউ কি গরম/রাগান্বিত হয়েছে?
    6.When sick/when ill ? (অসুস্থ )
    অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick এবং দীর্ঘসময়ের জন্য অসুস্থ থাকলে ill হবে।
    Example:1. Amal is in a sickbed. 2. The old man is suffering from illness for some years.
    7.When Breast/ when Chest ?(বুক):
    ছেলেদের বুক হলে Chest আর মেয়েদের বুক হলে Breast হবে.
    Example: 1. The boy is suffering from chest pain. 2. The mother is suffering her breast to her child.
    8. When Finger/ when Toe? (আঙুল):
    হাতের আঙুল হলে Finger আর পায়ের আঙুল হলে Toe হবে.
    Example: 1. Your fingers are neat and clean. 2. Your toes are burnt.
    9. When Dress/when Suit? 9পোশাক):
    Dress হচ্ছে মেয়েদের পোশাক আর Suit হচ্ছে ছেলেদের পোশাক।
    Example: 1. Jakia wore her new dress.
    2.Arman wore his new suit.
    10.When Glad/ when Delighted? (আনন্দিত)
    Glad মানে আনন্দিত । কিন্ত তার চেয়েও বেশী আনন্দিত বুঝাতে delighted হয়।
    Example: 1. Rupok is glad. 2. Kona is delighted with her book.

    Phrase and Idioms.

    1.A bed of roses
    =আরামের স্থান
    Heaven is a bed of roses.
    2.A bed of thorns
    = কষ্টের স্থান।
    The hell is a bed of thorns.
    3.A fish out of water
    =অস্বস্তিকর অবস্থা।
    I feel like a fish out of water in a new place.
    4. A fool’s paradise
    =বোকার স্বর্গ
    The world is a fool’s paradise.
    5. A jailbird
    =আসামী
    Saki is not a jailbird.
    6. A laughing stock
    =হাস্যকর ব্যক্তি/বিষয়
    Dilder was a laughing stock.
    7. At one’s wit’s end
    =হতবুদ্ধি
    Farid is at one’s wits end what to do?
    8. A man of letters
    =পন্ডিত ব্যক্তি
    Biddasagar was a man of letters.
    9. Bite your tongue
    =চুপ হয়ে যাওয়া।
    Sometimes, Rima needs to bite her tongue.
    10. Pic in the sky
    =আকাশ কুশুম কল্পনা।
    It is a Pic in the sky.
    11. Sleep tight
    =ভালঘুম।
    Saki, good night, sleep tight.
    12. kick the bucket
    = অকেজো হয়ে যাওয়া।
    My old mobile kicked the bucket.
    13. At deadlock
    =অচল
    Nowadays, five Paisa is at a deadlock.
    14. A rainy day
    = দুর্দিন
    We should save something against rainy days.
    15. At home
    = আরাম।
    Does Juicy feel at home.
    16. A1
    =ভাল
    Smart Grammar is a A1 book.
    17. Come true
    =হত্য হওয়া।
    One day my dream will come true.
    18. heart and soul
    =মনোযোগ।
    I will try to love Allah heart and soul.
    19. At every step
    = পদে পদে
    I faced problems at every step of my life.
    20. Acid test
    =কঠিন পরিক্ষা
    It is an acid test for me.
    21. Backwards and forwards
    =সামনে-পিছনে
    Jihad looks backwards and forwards.
    22. At all times
    =সবসময়
    I can not help a man at all times.
    23.At first
    =প্রথমে
    At first, I did not see her.
    24. A man of word
    =এক কথার লোক।
    Rashed is a man of word.
    25. A close fisted man
    =কৃপণ লোক
    All hate close fisted man.
    26. Breath one’s last
    =My grandfather breathed his last.
    27. Call attention
    =মনোযোগ আকর্ষণ করা
    The students called attention to their teacher.
    28. Cart before the horse
    = বিশৃংখলা
    To act illogically is to put the cart before the horse.
    29. Break one’s heart
    =কষ্ট দেওয়া।
    The sad news broken my heart.
    30. Begger description
    =বর্ননাতীত
    His sufferings begger description.

  • Spoken English practice 06

    Spoken English practice 06

    1..A long time ago অনেক দিন আগের কথা।
    2..A one day ticket একদিনের টিকেট।
    3.A few কিছু।
    4.A little কিছু ।
    5.A round trip ticket যাওয়া আসার টিকেট ।
    6. About 2oo kilometers প্রায় ২০০ কিমি।
    7. Across from the post office পোস্ট অফিসের বিপরীতে।
    8. All day সারাদিন ।
    9. All seems yellow to the jaundice eye চক্ষু মন্দ তো জগৎ মন্দ
    10. Am I pronouncing it correctly? আমি কি সঠিক উচ্চারন করেছি?
    11. Juicy is Rupu’s girlfrind জুইসি রুপুর বান্ধবী।
    12. And you?আর তুমি?
    13. Anything else?আর কিছু?
    14. Is there any concerts? কোন গানের অনুষ্ঠান আছে?
    15.Are they coming this evening?তারা কি আজ সন্ধ্যায় আসছে?
    16.Are the the same? তারা কি একই রকম?
    17.Are you afraid? তুমি কি তুমি ভীত?
    18.Are you allergic to anything? তুমার কোন বিষয়ে স্পর্শকাতরতা আছে?
    19.Are you Bangladishi? তুমি কিবাংলাদেশি?
    20. Are you comfortable?তুমি কিআরামবোধ করছ?
    21.Are you free tonight? আজ রাতে তুমার সময় হবে?
    22.Are you getting me ? আমার কথা কি বুঝতে পারছ?
    23.Are you going to attend their wedding? তুমি ওদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ?
    24.Are you going to help her? তুমি কি মেয়েটিকে সাহায্য করছ?
    25. Are you going to take a plan or train? তুমি প্লেন নাকি ট্রেন এ যাবে?
    26.Are you here alone? এখানে কি তুমি একা?
    27.Are you hungry? তুমি কি ক্ষুধার্থ?
    28 Are you married? তুমি কিবিবাহিত?
    29 Are you okay? তুমি ঠিক আছ তো ?
    30 Are you ready ?তুমি কিপ্রস্তুত?
    31. Are you sick?তুমি কিঅসুস্থ?
    32 Are you sure?তুমি কি নিশ্চিত?
    33 Are you waiting for someone? তুমি কারো জন্য অপেক্ষা করছ?
    34 Are you working today? আজ কি কাজ করছ?
    35 Are you working tomorrow? কাল কি কাজ করবে?
    36 Are your children with you? তোমার বাচ্চারা কি তোমার দাথে?
    37 As soon as possible যত তাড়াতাড়ি সম্ভব।
    38 At 3 o’clock. ৩ টায়
    39At 3 o’clock. in the afternoon বিকাল ৩ টায়
    40 At 5th street ৫ নম্বর রাস্তায়।
    Is this article useful yes or no?

  • Use of Words

    Use of Words

    PRACTICE WORDs চেষ্টা করে দেখুন।

    1. Eat = ঈ্ট = খাওয়া 1. Feed = ফীড = খাওয়ানো
    2. Know = নো = জানা/ চেনা 2. Inform = ইনফ(র)ম = জানানো
    3. Learn = লা(র)ন = শিখা 3. Teach = টিচ = শিখানো
    4. Understand = আন্ডা(র)স্ট্যান্ড = বুঝা 4. Mean = মীন = বুঝানো
    5. See /watch = সী/ ওয়াচ = দেখা 5. Show = শো = দেখানো
    6. Fall = ফল = পরা 6. Fell = ফেল = ফালানো
    7. Rise = রাইজ = উঠা 7. Raise = রেইজ = উঠানো
    8. Sit = সিট = বসা 8. Seat = সীট = বসানো
    9. Dive = ডাইভ = ডুব দেওয়া 9. Dip = ডিপ = ডুবানো
    10. Remember = রিমে¤বা(র) = মনে রাখা
    10. Remind = রিমাইন্ড = মনে করিয়ে দেওয়া
    11. Lie = লাই = শুয়া 11. Lay = লেই = শুয়ানো
    12. Run = রান = চলা 12. Drive = ড্রাইভ = চালানো
    13. Fear = ফেয়া(র) = ভয় পাওয়া 13. Threaten = থ্রেটন = ভয় দেখানো
    14. Suck = সাক = চোষা 14. Suckle = সাকল = দুধ খাওয়নো
    15. Take bath = টেইক বাত = গোছল করা 15. Bathe = বেইদ = গোছল করানো
    16. Wear/dress up = অয়্যা(র) = কাপড় পড়া 16. Clothe = ক্লোদ = কাপড় পড়ানো
    17. Sleep = স্প্লীপ = ঘুমানো 17. Lull sleep = লাল স্লীপ = ঘুম পাড়ানো
    18. Die = ডাই = মরে যাওয়া 18. Kill = কিল = হত্যা করা
    19. Bear = বেয়া(র) = জন্ম গ্রহন করা 19. Grow = গ্রো = জন্মানো
    20. Be born = বী ব(র)ন = জন্ম হওয়া 20. Grow = গ্রো = জন্মানো
    21. Walk = ওয়াক = হাটা 21. Walk = ওয়াক = হাটানো
    22. Fly = ফ্লাই = উড়া 22. Fly = ফ্লাই = উড়ানো
    23. Grow = গ্রো = জন্ম হওয়া 23. Grow = গ্রো = জন্মানো
    24. Boil = বয়ল = সিদ্ধ হওয়া 24. Boil = বয়ল = সিদ্ধ করা
    25. Burn = বা(র)ন = পুড়ে যাওয়া 25. Burn = বা(র)ন = পুড়ানো
    26. Do = ডু = করা 26. Make/have do = মেইক ডু = করানো
    27. Bring = ব্রিং = আনা 27. Make/have bring = মেইক ব্রিং = আনানো
    28. Sell = সেল = বিক্রয় করা 28. Make/have sell = মেইক সেল = বিক্রি করানো
    29. Buy = বাই = কেনা 29. Make/have buy = মেইক বাই = কিনানো
    30. Want = ওয়ান্ট = চাওয়া 30. Make/have want = মেইক ওয়ান্ট = চাওয়ানো

    Spoken English Teaching - eSchoolbd.com
    Spoken English Teaching – eSchoolbd.com – Masudur Babu
  • English Vocabulary ইংরেজি শব্দ ভান্ডার

    English Vocabulary ইংরেজি শব্দ ভান্ডার

    English Vocabulary
    ইংরেজি শব্দ ভান্ডার

    আজকে আমরা শিখবো এমন কিছু ইংরেজি শব্দ যেগুলোর সাথে কিছু অংশ যোগ করলে আলাদা অর্থ হয়ে যায়। এইভাবে আমাদের পরিচিত শব্দের সাথে মিলিয়ে পড়লে সহজেই মনে থাকবে।

    Late -দেরি ; Lately- সাম্প্রতিক,

    Kin- আত্মীয়; Akin -সদৃশ,

    Tract- বিস্তার; Extract- নির্যাস,

    Peal- পর পর উচ্চ শব্দ; Repeal-বাতিল করা,

    Act- আইন ; Exact -সঠিক,

    Test- পরীক্ষা ; Detest -ঘৃণা করা,

    Tent- তাবু ; Latent -সুপ্ত,

    Novel-উপন্যাস; Novelty- নতুনত্ব,

    For- জন্য; Forgo- পরিত্যাগ করা,

    Can -পারা; Candid-অকপট,

    Cure-আরোগ্য; Procure- রাজি করান,

    Desperate- হতাশ; Desperately গুরুতরভাবে,

    Stick লাঠি; Sticky আঠালো,

    Heek- নরক; Heekly- ব্যাহত করা,

    Ease- আরাম; Cease- থামা,

    Appropriate- যথাযথ; Misappropriate- আত্মসাৎ করা ,

    Film- চলচ্চিত্র; Filmy- হালকা পাতলা,

    Set- চালু করা; Outset- আরম্ভ,

    Pair- জোড়া; Impair- দুর্বল,

    Face- মুখ; Efface- ঘষে তুলে ফেলা,

    Grave- সমাধি; Engrave- খোদাই করা,

    Cape- অন্তরীপ; Escape- পালিয়ে যাওয়া,

    Muse- গভীর চিন্তা করা ; Amuse- আনন্দ দান করা,

    Ride- ঘোড়ায় চড়া; Deride- হাসিঠাট্টা করা,

    Cite- উদাহরণ দেওয়া; Incite- উত্তেজিত করা,

    Motion- গতি; Commotion- মানসিক বিপর্যয়,

    Sloven- অপরিচ্ছন্ন; Slovenly- অমনোযোগী,

    Over- শেষ; Overt- প্রকাশ্য,

    Bust- বক্ষ; Robust- বলবান,

    File- নথি; Defile- দৃষিত করা,

    Fusion- গলিয়ে মিশ্রন; Profusion-সমৃদ্ধি,

    Treaty- চুক্তি; Entreaty- প্রার্থনা,

    Treat- আচরন করা; Retreat- পিছু হটা.

    https://eschoolbd.com/english-spoken/english-vocabulary/
  • Phrases & Clause

    Phrases & Clause

    Phrases & Clause

    Clause Definition:

    A clause is referred to as a group of words that has a subject and a predicate and acts as a part of a complex or compound sentence.

    Clause একটি শব্দগুচ্ছ যার একটি subject (উদ্দেশ্য) এবং একটি predicate (বিধেয়) আছে এবং যা একটি complex অথবা একটি compound sentence এর অংশ হিসেবে কাজ করে ।

    Example:

    When the girl was singing, we were listening to her.

    Here the sentence has two clauses, “When the girl was singing” and “we were listening to her”, each having a subject and a predicate.

    এখানে sentence টির দুটি clause আছে, “When the girl was singing” এবং “we were listening to her”, প্রতিটিরই একটি subject (উদ্দেশ্য) এবং একটি predicate (বিধেয়) আছে ।

    Types of Clause:
    Clauses are mainly of two types:

    Clause প্রধানত: দুই প্রকার:

    Independent Clauses (Main Clause)
    Dependent Clause (Subordinate Clause)
    Dependent Clause can be again divided into three types.

    Dependent Clause কে আবার তিন ভাগে ভাগ করা যায়।:

    Noun Clause.
    Adjective or Relative Clause.
    Adverb Clause
    Adjective বা Relative Clause কে আবার দুই ভাগে ভাগ করা যায়।:

    Restrictive Clause
    Nonrestrictive Clause
    All types of clauses are discussed below.:

    নিচে সবধরনের clause বর্ণিত হল।

    Independent Clauses (Main Clause):
    An independent clause is a clause which has a complete meaning and can stand alone as a sentence. Simple sentences are independent clauses.

    একটি Independent Clause হলো এমন একটি clause যার একটি পূর্ণ অর্থ আছে এবং যা একাই একটি sentence হিসেবে দাঁড়াতে পারে । Simple sentence গুলোই হল independent clause ।

    Example:

    The University is closed today.
    I am going out for a vacation.
    She is studying very hard.
    All the simple sentences above are independent clauses because all have complete meanings and stand alone as sentences.

    উপরের সব simple sentence গুলোই independent clauses কারণ সবারই পূর্ণ অর্থ আছে এবং পৃথকভাবে sentence হিসেবে দাঁড়াতে পারে ।

    Dependent Clause (Subordinate Clause):
    Subordinate or dependent clauses refer to the type of clauses that depend on an independent clause to express a complete meaning and cannot stand alone as a sentence. These clauses start with a dependent word like a relative pronoun or a subordinate conjunction. Such as, who, because, and, but, although, where, when, etc.

    একটি dependent clause হল এমন একটি clause যা একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে একটি       independent clause এর উপর নির্ভর করে এবং একটি পৃথক sentence হিসেবে দাঁড়াতে পারে না । এই clause গুলো একটি নির্ভরশীল শব্দ তথা একটি relative pronoun অথবা একটি subordinate conjunction দিয়ে শুরু হয় । যেমন: who, because, and, but, although, where, when, প্রভৃতি।

    Example:

    The writer who came here was my friend.
    When the rain stopped, we started our journey.
    She could not come because she was not in the city.
    Here, ”who came here”, “When the rain stopped” ‍and “because she was not in the city” are subordinate clauses as they cannot stand alone as sentences and are dependent on the independent clauses in the mentioned sentences.

    এখানে, ”who came here”, “When the rain stopped” ‍এবং “because she was not in the city” হল subordinate clause কারণ তারা পৃথক sentence হিসেবে ব্যবহৃত হতে পারে না এবং উল্লেখিত sentence গুলোর independent clause এর উপর নির্ভরশীল ।

    Dependent Clause can be again divided into three types.:

    Dependent Clause কে আবার তিন ভাগে ভাগ করা যায়।:

    These types are discussed below.

    এই প্রকারগুলো নিম্নে বর্ণিত হলো ।

    Noun Clause:
    The clause which can replace any noun in a sentence and act as a subject, object or complement is called noun clause.

    যে clause একটি sentence এ যেকোন noun এর পরিবর্তে বসে এবং subject, object বা complement হিসেবে ভূমিকা পালন করে তাকে noun clause বলে ।

    Example:

    The book I bought yesterday was really helpful to complete my assignment. Or What I bought yesterday was really helpful to complete my assignment.
    Here “What I bought yesterday” is a noun clause acting as the subject.

    এখানে “What I bought yesterday” একটি noun clause যা subject হিসেবে কাজ করছে।

    I did not know that she is coming.
    Here “that she is coming” is the noun clause acting as the object.

    এখানে “that she is coming” একটি noun clause যা object হিসেবে কাজ করছে।

    I am sad that you are leaving tomorrow.
    Here “that you are leaving tomorrow” is a noun clause acting as an adjective complement because it answers the question “why am I sad?”

    এখানে “that you are leaving tomorrow” একটি noun clause যা adjective complement হিসেবে কাজ করছে কারণ এটি “আমি কেন দু:খিত” এই প্রশ্নের উত্তর দিচ্ছে ।

    Adjective or Relative Clause:
    The clause which describes a noun just like an adjective is called adjective or relative clause.

    যে clause একটি nounকে একটি adjective এর মত বর্ণনা করে তাকে adjective বা relative  clause বলে।

    Adjective clauses are of two types:

    i. Restrictive Clause:
    The adjective clause which specifies or restricts the noun is called restrictive clause.

    যে adjective clause কোন nounকে বিশেষভাবে নির্দিষ্ট করে বোঝায় তাকে restrictive clause বলে ।

    Example:

    The building that they build in Dhanmondi sold for five
    Here, “that they build in Dhanmondi” is a restrictive clause because it is specifying the building. It is also implied that there could be several buildings.

    ii. Nonrestrictive Clause:
    The adjective clause which adds extra information about an already specific noun is called nonrestrictive clause.

    যে adjective clause আগে থেকে নির্দিষ্ট কোন noun সম্পর্কে বাড়তি কোন তথ্য দেয় তাকে nonrestrictive clause বলে ।

    Example:

    The building, which they build in Dhanmondi, sold for five
    Here “which they build in Dhanmondi” is a nonrestrictive clause because it is specifying the building which is already specified by a comma. It is also specified here that there is only one building to talk about.

    Adverb Clause:
    An adverb clause expresses where, when, how and why something occurs.

    একটি adverb clause কোথায়, কখন, কিভাবে এবং কেন কোনকিছু ঘটে তা বোঝায় ।

    Example:

    I will meet you when I have completed all my assigned tasks.
    Here “when I have completed all my assigned tasks” is an adverb clause as it is expressing when I will meet you.

    এখানে “when I have completed all my assigned tasks” একটি adverb clause কারণ এটা বোঝাচ্ছে, কখন আমি তোমার সাথে দেখা করব ।

    ——————————————————————

    Phrases Definition:

    A phrase is a group of words having no subject and finite verb which gives meaning to a sentence.
    Phrase একটি শব্দগুচ্ছ যাতে কোন subject এবং finite verb থাকে না ও যা একটি sentence কে অর্থপূর্ণ করে তোলে।

    Example:

    He is indeed a man of parts.
    Life is not a bed of roses.
    She has no kith and kin
    The words in bold letters don’t have any subject and finite verb but still giving the sentence a meaning. They are phrases.

    Bold অক্ষরের শব্দগুলোর কোন subject এবং finite verb নেই কিন্তু তাও sentenceটিকে একটি অর্থ দিচ্ছে। এগুলো phrase।

    Types of Phrases:
    There are generally nine types of phrases (Phrase সাধারণত: নয় ধরনের):

    Noun Phrase.
    Verb Phrase
    Adverbial Phrase
    Adjective Phrase
    Prepositional Phrase
    Conjunctional Phrase
    Interjectional Phrase
    Participial Phrase
    Absolute Phrase
    Noun phrase তিন ধরনের হয়:

    Appositive Phrase
    Gerund Phrase
    Infinitive Phrase.
    Noun Phrase:
    The group of words that perform the task of a noun is called Noun Phrase. Noun phrases are of three types:

    যে শব্দগুচ্ছ noun এর কাজ করে তাকে Noun Phrase বলে। Noun phrase তিন ধরনের হয়:

    i. Appositive Phrase:
    A noun phrase that renames another noun, not technically modifies it is called an appositive phrase.

    যে noun phrase অন্য একটি nounকে নতুন করে নাম দেয়, কৌশলগতভাবে বর্ণনা করে না তাকে appositive phrase বলে।

    Example:

    Nachiketa, my favorite singer, is coming to Dhaka.
    ii. Gerund Phrase:
    A noun phrase with a gerund as its head is called a gerund phrase.

    যে noun phrase এর শুরুতে gerund যুক্ত থাকে তাকে gerund phrase বলে।

    Example:

    I love listening to music.
    iii. Infinitive Phrase:
    An infinitive phrase refers to a noun phrase containing an infinitive at the beginning.

    যে noun phrase এর শুরুতে একটি infinitive থাকে তাকে infinitive phrase বলে।

    Example:

    I love to listen to music.
    Verb Phrase:
    The group of words that perform the task of the verb is called Verb Phrase. A verb phrase has more than one verbs, one is a principal verb, and others are auxiliary verbs, such as am, is, are, was, were, be, being, have, had, has, shall, should, etc.

    যে শব্দগুচ্ছ verb এর কাজ করে তাকে Verb Phrase বলে। একটি verb phrase এ একাধিক verb থাকে, একটি মূল verb এবং অপরগুলো সাহায্যকারী verb, যেমন, am, is, are, was, were, be, being, have, had has, shall, should, প্রভৃতি।

    Example:

    I was reading my favorite book yesterday.
    They were going to the concert.

    Adverbial Phrase:
    The group of words that perform the task of the adverb is called Adverbial Phrase. An adverbial phrase also has other words apart from adverbs such as noun, verb, preposition, and modifiers which function like an adverb in the sentence.

    যে শব্দগুচ্ছ adverb এর কাজ করে তাকে Adverbial Phrase বলে। একটি adverbial phrase এ adverb ছাড়াও অন্যান্য শব্দ যেমন: noun, verb, preposition এবং modifiers থাকে যা sentence এ adverb এর কাজ করে।

    Example:

    I came here
    Once upon a time, he lived here.
    She said it in a polite way.
    Adjective Phrase:
    The phrase that performs the function of an adjective is called Adjective Phrase.

    যে phrase adjective এর কাজ করে তাকে Adjective Phrase বলে।

    Example:

    The girl is always full of life.
    She is slow and steady.
    This rule is now null and void.
    Prepositional Phrase:
    The phrase which has a preposition as its head and functions as an adjective, adverb or noun in a sentence is called a prepositional phrase. Generally, a prepositional phrase starts with a preposition and ends with a noun or pronoun.

    যে phrase এর শুরুতে একটি preposition থাকে এবং যা একটি sentence এ adjective, adverb বা noun এর কাজ করে তাকে prepositional phrase বলে। সাধারণত: একটি prepositional phrase একটি preposition দিয়ে শুরু হয় এবং একটি noun বা pronoun দিয়ে শেষ হয়।

    Example:

    The students with whom I met at the varsity were friendly.
    The salesman sells from door to door.
    We are on the way to Dhaka.
    Conjunctional Phrase:
    The phrase which functions as a conjunction is called a conjunctional phrase.

    যে phrase একটি conjunction এর মত কাজ করে তাকে conjunctional phrase বলে।

    Example:

    We started our journey as soon as the rain stopped.
    Please come as quickly as you can.
    She is not only magnificently gorgeous but also brilliantly intellectual.
    Interjectional Phrase:
    The phrase which functions like an interjection is called an interjectional phrase.

    যে phrase একটি interjection এর মত কাজ করে তাকে interjectional phrase বলে।

    Example:

    What a miracle! She has come to the program.
    My goodness! What have you done?
    For heaven’s sake! Don’t go there.
    Participial Phrase:
    A phrase which has a present or past participle as its head is called a participial phrase.

    যে phrase এর শুরুতে একটি present বা past participle থাকে তাকে participial phrase বলে।

    Example:

    The women sitting by the river were gossiping.
    Coming home, I came to know the truth.
    She was drinking water in a glass made of stone.
    Absolute Phrase:
    The phrase which has a subject but no finite verb and modifies the whole sentence, not a noun is called an absolute phrase.

    যে phrase এর একটি subject আছে কিন্তু কোন finite verb নেই এবং যা সম্পূর্ণ sentenceটিকে মূল্যায়ন করে শুধু একটি noun কে নয়, তাকে absolute phrase বলে।

    Example:

    My friend finally coming back to this country, I will be able to share my thoughts and idea with her.
    Her arrival at the last moment, we all were relieved from tension.

    ************************************************************

  • ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ

    ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ

    Word meaning Analogy based ( যে কোন Relation চিন্তা করতে হলে শব্দের অর্থ জানাটা জরুরী।) তাই এখানে ক্যাটাগরি আকারে ২০০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দার্থ দেওয়া হল

    বিভিন্ন পেশা অধিকারী ব্যক্তি:
    Architect (স্থপতি),
    Carpenter (কাঠ মিসি),
    Chef (পাচক),
    Cobbler (মুচি),
    Composer (সুরকার),
    Courier (বার্তাবহ),
    Quack (হাতুড়ে ডাক্তার),
    Refugee (শরনার্থী),
    Surgeon (শল্য চিকিৎসক),
    Archaeologist (প্রত্নতত্ত্ববিদ),
    Brick-Layer (রাজমিস্ত্রি),
    Mason (রাজমিস্ত্রি),
    Sculptor (ভাস্কর),
    Acrobat (সার্কাসে দড়াবাজিকর),
    Advocate (সমর্থক),
    Detective (গোয়েন্দা),
    Heir (উত্তরাধিকারী ব্যক্তি),
    Journalist (সাংবাদিক),
    Linguist (ভাষাবিদ),
    Moderator (মধ্যস্থতাকারী),
    Optician (চশমা নির্মাতা/বিক্রেতা),
    Auditor (নিরীক্ষক),
    Butcher (কসাই),
    Colleague (একই পেশায় সহকর্মী),
    Dramatist (নাট্যকার),
    Pedlar (ফেরিওয়ালা),
    Tenant (ভাড়াটিয়া)।

    বিভিন্ন ধরণের যন্ত্র:
    Adze (বাটালি),
    Auger (তুরপুন),
    Baton (পুলিশের ছোট লাঠি),
    Batter (ময়দা),
    Goggles (ধলা থেকে রক্ষাকারী কালো চশমা),
    Palette (চিত্রকরের রং মেশানোর জন্য ক্ষুদ্র তক্তাবিশেষ),
    Saddle (ঘোড়ার পৃষ্ঠে বসার জন্য গদি),
    Thimble (সেলাইয়ের সময় সুইয়ের খোঁচা এড়ানোর জন্য আঙ্গুলে যে আবরণ পড়া হয়),
    Tourniquet (রক্তপাত বন্ধ করার জন্য যে যম দিয়ে শিরা চেপে ধরা হয়),
    Trowel (রাজমিসী যে যম দিয়ে দেয়ালে প্রলেপ লাগায়),
    Wrench (নাট দিয়ে লাগানোর যম),
    Paddle (বৈঠা),
    Scalpel (শল্য চিকিৎসকের ক্ষুদ্র ছুরি),
    Shears (কাঁচি),
    Cleaver (কসাইয়ের ছুরি),
    Gavel (বিচারকের হাতুড়ি),
    Scissors (কাঁচি),
    Radar (যে যম দিয়ে পে­ন/জাহাজের দিক ও অবস্থান নির্ণয় হয়),
    Armor (বর্ম),
    Club (গলফ খেলার ব্যাট),
    Violin (বেহালা জাতীয় বাদ্যযম)।

    বিভিন্ন জিনিসের আবরণ:
    Chaff (ভূসি),
    Mould (বাসী রুটিতে যে ছাতা পড়ে),
    Pod (মোটর শুটির খোসা),
    Plumage (পাখির পালক),
    Rust (জং পড়ে), Scale (মাছের আঁশ),
    Carapace (কাকড়া/কচ্ছপের খোল),
    Husk (ফলের / শষ্যের খোসা/ তুষ/ভুসি।

    বিভিন্ন ধরণের (দল/ঝাঁক):
    Anthology (সংকলন),
    Convoy (সামরিক জাহাজের বহর),
    Galaxy (নক্ষত্রের ঝাঁক),
    Archipelago (দ্বীপপুঞ্জ),
    Constellation (নক্ষত্রপুঞ্জ),
    School (মাছের ঝাঁক)
    Chorus গায়ক/নর্তক দল ঈৎব((নাবিকের দল)
    Fleet (নৌবহর)
    Poultry (হাঁস-মুরগীর ঝাঁক)
    Range (পর্বত শ্রেণী)
    Regiment (সৈন্যদল)
    Stack (খড়/শস্য/কাঠের গাদা)
    Faculty (শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবর্গ)
    Orchestra (বাদ্যযমী দল)
    Troop (সৈন্যদল)।

    বসবাস করার জায়গা:
    Barn (গোলাঘর),
    Silo (শস্য সংরক্ষণের ঘর),
    Hangar (বিমান রাখার জন্য আচ্ছাদিত স্থান),
    Stable (ঘোড়ার আসাবল),
    Aviary (পাখির বড় খাঁচা/ঘর),
    Den (হিংস্র জন্তুর বাসগুহা),
    Igloo (এস্কিমোদের বাসের ঘর)।

    বিভিন্ন ধরণের অভিব্যক্তি:
    Beam (হাসিতে- উদ্ভাসিত হওয়া),
    Nod (সম্মতিসচক- মাথা নোয়ান),
    Yawn (ঘুমের প্রাবল্যে- হাই তোলা),
    Blush (লজ্জায়- লাল হওয়া),
    Grin (ভেঙ্চি- কাটিয়া হাসা),
    Snore (নাকডাকা),
    Wince (ব্যথায়-সংঙ্কুচিত),
    Squirm/Writhe (ব্যথায়- দেহ মোচড়ান),
    Groan (আর্তনাদ করা),
    Sob (ফুঁপিয়ে কাঁদা)।

    বৈজ্ঞানিক যন্ত্রের কাজ:
    Ammeter (বিদ্যুৎ প্রবাহ মাপার যম),
    Chronometer (সময় মাপার যম),
    Geiger Counter (তেজক্রিয়তা মাপার যম),
    Speedometer (গাড়ির বেগ মাপার যম),
    Barometer (বায়ুচাপ মাপার যম),
    Manometer (গ্যাসের চাপ মাপার যম),
    Thermometer (তাপ-মাপার যম),
    Odometer (ভ্রমণে অতিক্রাম দুরতব মাপার যম),
    Seismograph (ভূমিকমঙ পরিমাপের যম)।

    বিভিন্ন ধরণের গতি:
    Blink (চোখ পিটপিট করা),
    Hum (গুঞ্জন করা),
    Mumble (অসঙষ্টভাবে বলা),
    Guffaw (অট্ট হাসি হাসা),
    Stammer (তোতলান),
    Stumble (হোচট খাওয়া),
    Whisper (কানে কানে বলা),
    Whine (নালিশ করা),
    Chatter (অনর্থক বক বক করা),
    Sprint (পর্ণবেগে দেŠড়ান),
    Bustle (তাড়াহুড়ো করা)।

    বিভিন্ন জীবজন্তুর আওয়াজ:
    Bark (কুকুরের ডাক),
    Buzz (মৌমাছির গুঞ্জন),
    Caterwaul (বিড়ালের ত্রুদ্ধ গর্জন),
    Neigh (ঘোড়ার হ্রেষা ধ্বনি),
    Roar (সিংহের গর্জন),
    Trumpet (হাতির ডাক),
    Moo (গরুর হাম্বা রব),
    Snarl (কুকুরের দাঁত খিচিয়ে ত্রুদ্ধ শব্দ)
    Howl (নেকড়ে/কুকুরের গর্জন)।

    বিভিন্ন জিনিসের শেষাংশ / প্রথমাংশ:
    Appendix (দলিলের শেষে অতিরিক্ত ভাবে সংযুক্ত অংশ),
    Glossary (এই শব্দকোষ বইয়ের শেষে থেকে),
    Preface (কোন পুসকে ব্যবহৃত দুর্বোদ্ধ শব্দের ব্যাখ্যা সম্বলিত তালিকা),
    Codicil (সংযুক্ত উইল),
    Epilogue (গ্রন্থের উপসংহার/শেষ পরিচছদ),
    Preamble (শাসনতম / আইনের ভূমিকা),
    Prelude (নাটকের/ সঙ্গীতের ভূমিকা স্বরূপ অংশ),
    Epilogue (গ্রন্থের উপসংহার/শেষ পরিচ্ছদ)

    বিভিন্ন জীব-জন্তুর বাচ্চা/শাবক:
    Calf (গরু, হাতি, তিমির বাচ্ছা),
    Chicken (হাঁস-মুরগীর ছানা),
    Lamb (ভেড়ার বাচ্চা),
    Kid (ছাগল ছানা),
    Pullet (কুকুর ছানা)।

    বিভিন্ন বিজ্ঞান:
    Anthropology (নৃবিজ্ঞান),
    Archaeology (প্রত্নতত্ত্ববিদ্যা),
    Botany (উদ্ভিদ বিদ্যা),
    Pharmacology (ঔষধ সংক্রাম বিদ্যা),
    Astronomy (জ্যোতিবিদ্যা),
    Biology (জীববিদ্যা),
    Cardiology (হৃদবিজ্ঞান),
    Psychology (মনোবিজ্ঞান),
    Calliography (সুন্দর হসাক্ষর বিদ্যা),
    Entomology (পতঙ্গবিজ্ঞান),
    Meteorology (আবহাওয়া বিদ্যা),
    Horticultural (উদ্যান পালন সংক্রাম),
    Metallurgy (ধাতুবিদ্যা)।

    বিভিন্ন পশুর গোস:
    Beef (গরুর গোস),
    Pork (শুকুরের গোস),
    Veal (বাছুরের গোস),
    Mutton (ভেড়ার গোস),
    Venison (হরিণের গোস)।

    বিবিধ শব্দ:
    Amphibian (উভচর জীব),
    Blizzard (প্রবল তুষার ঝড়),
    Decade (এক দশক),
    Dias (মঞ্চ),
    Embezzle (আত্মসাৎ করা),
    Glacier (হিমবাহ),
    Ladder (মই),
    Stanza (কবিতার সবক),
    Bucket (বালতি),
    Drought (অনাবৃষ্টি),
    Elegy (শোকসঙ্গীত),
    Quarry (পাথরের খনি),
    Recipe (খাদ্য/পানীয় প্রস্ত্তত প্রণালী),
    Rung (মইয়ের ধাপ),
    Oasis (মরুদ্যান),
    Usury (চড়া সুদ),
    Royalty (লেখক/উদ্ভাবককে তার বই/উদ্ভাবনের জন্য দেয় সম্মানী)।


    “Let’s Learn English (বাংলায়)” চ্যানেলে সবাইকে আমন্ত্রন,[ https://goo.gl/L3aoTF ]
    আমাদের youtube ভিত্তিক লাইভ ক্লাশ, এখনি SUBSCRIBE করে রাখুন, যেন যথা সময়ে নোটিফিকেশন পেয়ে যান, ইংলিশ বেসিক স্কিলস এর টিপসের জন্য Group জয়েন করুন । ইনভাইট ও শেয়ার করুন আপনার বন্ধুকে …